• SCHOOL BOARDS
  • WBBSE/WBCHSE
  • CLASS 7
  • ENGLISH
  • LETTERS || WORDS || SENTENCES || MORE ABOUT SENTENCES || TYPES OF SENTENCES || ASSERTIVE || INTERROGATIVE || IMPERATIVE || OPTATIVE || EXCLAMATORY SENTENCES || ENGLISH GRAMMAR

LETTERS || WORDS || SENTENCES || MORE ABOUT SENTENCES || TYPES OF SENTENCES || ASSERTIVE || INTERROGATIVE || IMPERATIVE || OPTATIVE || EXCLAMATORY SENTENCES || ENGLISH GRAMMAR

SUBRATA SIR avatar
SUBRATA SIR

Language : Bengali

LRNR provides this material totally free


1 . Letter বা (বর্ণ ) কাকে বলে ? 


ইংরেজি ব্যকরণে A থেকে Z পর্যন্ত যে 26 টি প্রতীক বা চিহ্ন রয়েছে, তাদের প্রত্যেকটিকে আমরা letter বা বর্ণ বলে। যেমন a, b, c, প্রত্যেকটিই এক একটি বর্ণ বা ‘Letter’

2 . Word বা শব্দ কাকে বলে ?


এক বা একাধিক বর্ণ বা letter পাশাপাশি বসে যখন একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে Word বা শব্দ বলে। 

যেমন c+o+w = cow অর্থাৎ গরু। 

এখানে মোট 3টি বর্ণ পাশাপাশি বসেছে ও একটি অর্থ তৈরী করেছে তাই এটি একটি শব্দ বা Word.

কিন্তু o+c+w = ocw এখানেও তিনটি বর্ণ পাশাপাশি বসেছে কিন্তু কোনো নির্দিষ্ট অর্থ তৈরী করছে না। তাই এটি কোনো Word বা শব্দ নয়। 


3 . Sentence কাকে বলে ? উদাহরণ দাও। 


এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে Sentence বা বাক্য বলে। 

যেমন -I go to school.

He plays football.

কিন্তু plays he football এখানে তিনটি words পাশাপাশি বসলেও কোনো সম্পূর্ণ মনেরভাব প্রকাশ করছে না। তাই এটি Sentence নয়। 


MORE ABOUT SENTENCES || TYPES OF SENTENCES


Sentence কয় প্রকার ও কি কি ?

Sentence পাঁচ প্রকার। যথা -


i) Assertive Sentence (বিবৃতিমূলক বাক্য )


ii) Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য )


iii) lmperative Sentence (আদেশ, উপদেশ ও অনুরোধমূলক বাক্য)


iv) Optative Sentence (অনুজ্ঞাসূচক / প্রার্থনা মূলক বাক্য )


v) Exclamatory Sentence (আবেগসূচক বাক্য )


i) ASSERTIVE SENTENCE (বিবৃতিমূলক)


যে বাক্য দ্বারা কোনো ঘটনার বর্ণনা বা বিবৃতি বোঝায়, তাকে আমরা Assertive Sentence বা Statement বলি। 


উদাহরণ :

He plays football.

Raja is a student.

l have a car.

মনে রাখতে হবে Assertive Sentence এর প্রথমে Subject, তারপর verb ও সর্বশেষে full stop থাকে। 


ii) INTERROGATIVE SENTENCE (প্রশ্নবোধক বাক্য )


যে সব বাক্য দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয়, তাদের আমরা lnterrogative sentence বা প্রশ্নবোধক বাক্য বলে। 


উদাহরণ :

What is your name?

Are you a student?

Are there any people on the road?


Note: মনে রাখতে হবে প্রশ্নবোধক বাক্যের প্রথমে ‘wh’ word+helping verb+subject ও শেষে question mark থাকে। 


অথবা 


কোনো helping verb+subject+সবার শেষে question mark থাকে। 


একটি বাক্যকে আমরা কিভাবে Assertive থেকে interrogative করি ?

ধরো দেওয়া আছে -

***Assertive- I am going to school.

একে lnterrogative করতে প্রথমে Helping Verb আনতে হয় ও শেষে question mark দিতে হয়।Am l going to school?


iii) IMPERATIVE SENTENCE


যে বাক্যগুলি দ্বারা কোনো আদেশ, উপদেশ ও অনুরোধ করা বোঝায়, তাদেরকে lmperative Sentence বলা হয়।


আদেশ (order):

i) Stand up.

ii) Come in.

iii) Open the door.


অনুরোধ (Request):

i) Please give me a glass of water.

ii) Please give me your pen. 

iii) Please do it.


উপদেশ (advice):

i) Always speak the truth.

ii) Don’t tell a lie.

iii) Obey your parents.


Note: মনে রাখতে হবে এই ধরনের বাক্যের ক্ষেত্রে subject বা কর্তা উহ্য থাকে। 

ধরে নিতে হবে কর্তা সর্বদা 2nd person হবে অর্থাৎ ‘you’ হবে। 


***lmperative Sentenceএ কোনো কিছু করা বোঝায় না। কেবল করতে বলা হয় বা করার প্রস্তাব করা হয় বা অনুমতি চাওয়া হয়। সুতরাং lmperative বাক্যে কখনও মূল verb এর Finite form ব্যবহৃত হয় না। এখানে bare infinitive form ব্যবহৃত হয়। শেষে অবশ্যই full stop


iv) OPTATIVE SENTENCE: 

যে সব বাক্য দ্বারা ইচ্ছা বা প্রাথর্না করা বোঝায়, তাদের আমরা Optative Sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। 


Examples

i) May God bless you.

ii) May you live long.

iii) May you be happy.

iv) Wish you all the best.

v) Have a safe journey.


যে কোনো কিছু সম্ভাবনা এবং অনুমতি চাইতে May ব্যবহৃত হয়। 

Rule: May+Subject + V1+ extension.

প্রধানত May দিয়েই Optative বাক্য শুরু হয তবে অনেক ক্ষেত্রে May ছাড়াও Optative বাক্য গঠিত হয়। 

v) EXCLAMATORY SENTENCE


যে সমস্ত বাক্য দ্বারা মানুষের মনের আবেগ, অনুভূতি, প্রকাশ পায়, সেই সমস্ত বাক্যগুলি Exclamatory Sentence বলে বা আবেগসূচক বাক্য বলে। যেমন -Hurrah! We have won the match.

Alas! The glass is broken.


***এখানে লক্ষ্য করা যাচ্ছে Exclamatory Sentence এর প্রথমে ‘parts of speech’ এর interjection বসেছে অর্থাৎ আবেগসূচক শব্দ। এবং তারপরে একটি বিস্ময় চিহ্ন বসেছে। ঠিক পরে শব্দটি কিন্তু Capital Letter দিয়ে শুরু হচ্ছে ও শেষে fullstop বসেছে। 


এছাড়াও ‘What’ এবং ‘How’ এই দুটি শব্দকে প্রথমে বসিয়ে এবং শেষে বিস্ময়চিন্হ বসিয়ে আমরা Exclamatory Sentence তৈরী করতে পারো।



যেমন -

i) What a beautiful flower!

ii) How big the tree is!



এখানে what একটি adjective এবং How একটি adverb.

what+a/an+Adj+sub+(!) 

or

How+Adj+sub+verb+(!)




 

 

THANK YOU FOR VISITING LRNR.

YOU CAN SOLVE OUR MCQ SETS ACCORDING TO YOUR CLASS.

TRY IT.













Ratings
No reviews yet, be the first one to review the product.