• SCHOOL BOARDS
  • WBBSE/WBCHSE
  • CLASS 10
  • GEOGRAPHY
  • WBBSE Board Class 10th Geography Chapter 1 বহির্জাত প্ৰক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ SAQ || Short Question Answer || Short Questions from text ||

WBBSE Board Class 10th Geography Chapter 1 বহির্জাত প্ৰক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ SAQ || Short Question Answer || Short Questions from text ||

Mrinmoy Kole SIR

Language : Bengali

LRNR provides this material totally free

বহির্জাত প্ৰক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ SAQ || Short Question Answer || Short Questions from text || CLASS 10th || Geography



1.পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কী ?

উঃ - পৃথিবীর বৃহত্তম মরুভূমি হল সাহারা মরুভূমি। 


2. ধ্রিয়ান কী ?

উঃ - চলমান বালিয়াড়িকে রাজস্থানে ধ্রিয়ান বলা হয়। 


3. ওয়াদি কী ?

উঃ - মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে ওয়াদি বলা হয়। 


4. আর্গ কী ?

উঃ - বালুকাময় মরুভূমিকে সাহারায় ও আরব মরুভূমিতে আর্গ বলে এবং তুর্কিস্তানে কুম বলে।


5. রেগ ও সেহরির কী ?

উঃ - প্রস্তরময় মরুভূমিকে আলজিরিয়ার রেগ্ ও লিবিয়ায় সেরির বলা হয়। 6. ‘পেডিমেন্ট ‘- কথার অর্থ কী ?

উঃ - পেডিমেন্ট কথার অর্থ হল পর্বতের পাদদেশ। 


7. রোডস কী ?

উঃ - পিরামিডের মতো দেখতে বালিয়ারিকে রোডস্ বলে। 


8. লোয়েস সমভূমি মার্কিন যুক্তরাষ্ট্রে কী নামে পরিচিত ?

উঃ -অ্যাভোর 


9. একটি প্লায়া হ্রদের নাম লেখ ?

উঃ - সম্বর হ্রদ 


10. ওয়াদি থর মরুভূমিতে কী নামে পরিচিত ?

উঃ - নাল্লা বা নালা 


11. কোন বিজ্ঞানী ইনসেলবার্জ নামকরণ করেন ?

 উঃ -ভূবিজ্ঞানী পাসার্জ


12. বোন হার্ড কাকে বলে ?

উঃ - ইনসেলবার্জ অধিক ক্ষয়িত হলে গোলাকার মস্তক বিশিষ্ট ঢিবিতে পরিণত হলে, তাকে বোনহার্ড বলে। 13. লোয়েস সমভূমি মধ্য ইউরোপে কী নামে পরিচিত ?

উঃ - লিসন 


14.মেক্সিকোর মরুভূমিতে প্লায়া হ্রদকে কী বলে ?

উঃ -বোলসন


15.কেরলের মালাবার উপকূলের বালিয়ারি স্থানীয় ভাষায় কী নামে পরিচিত ?

উঃ -টেরিস 


16. ক্যাসেল কপিজ কাকে বলে ?

উঃ -ইনসেলবার্জ ক্ষয় পেয়ে বোল্ডারের মতো ভূমিরূপ গঠন করলে, তাকে ক্যাসেলকোপিজ বলে।


17. ‘বার্খান’- শব্দের অর্থ কী ?

উঃ - বালির পাহাড় 18. ‘সিফ’- শব্দের অর্থ কী ?

উঃ - সোজা তরবারি 


19. ধান্দ কাকে বলে ?

উঃ - রাজস্থানের মরু অঞ্চলের ছোটো বড়ো গর্ত গুলিকে ধান্দ বলে। 20. সিফ্ বালিয়ারি কে নামকরণ করেন ?

উঃ - ব্যাগনল্ড 


21. পৃথিবীর উচ্চতম বালিয়ারি কোন দেশে অবস্থিত ?উঃ - আলজিরিয়া 


22. ‘মেসা’- কথার অর্থ কী ?

উঃ - টেবিল  


23. ভারতের একটি শীতল মরুভূমির নাম লেখ ?

উঃ - লাদাখ 


24. সাহারা মরুভূমিতে প্লায়াকে কী বলা হয় ?

উঃ - শটস্


25. কয়েকটি উষ্ণ মরুভূমির নাম লেখো ?

উঃ - সাহারা মরুভূমি, আরব মরুভূমি, আটাকামা মরুভূমি, কালাহারি মরুভূমি ইত্যাদি। 


26. কয়েকটি শীতল মরুভূমির নাম লেখো ?

উঃ - গোবি, টাকলামাকান, প্যাটাগোনিয়া ইত্যাদি। 


27. প্যাংকিয়াং কী ?

উঃ -অপসারণ গর্তকে মঙ্গোলিয়ায় প্যাংকিয়াং বলে। 


28. পৃথিবীর বৃহত্তম ব্লউড অপসারণ গর্তের নাম কী ?

উঃ -মিশরের কাতার 


29. পৃথিবীর সর্বাধিক লোয়েস সঞ্চয় কোথায় হয়েছউঃ - চিনের হোয়াং-হো নদীর উপত্যকায়। 


30. রোডস্ বালিয়ারি দেখা যায় কোন মরুভূমি তে ?

উঃ - সাহারা মরুভূমিতে। 




For more MCQs, Notes and Videos download our app LRNR THANK YOU.











Ratings
No reviews yet, be the first one to review the product.