• SCHOOL BOARDS
  • WBBSE/WBCHSE
  • CLASS 5
  • BENGALI
  • WBBSE Board Class 5 Chapter 1 গল্পবুড়ো (Golpo Buro) সুনির্মল বসু (Sunirmal Basu) Textual Questions পঞ্চম শ্রেণি (৫ম শ্রেণি ) প্রথম অধ্যায় গল্পবুড়ো || সুনির্মল বসু || পাতাবাহার || পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ || Learn Bengali Step by Step || গল্পবুড়ো কবিতা আবৃতি || গল্পবুড়ো কবিতার বিশ্লেষণ ও সম্পূর্ণ ব্যাখ্যা || প্রথম পাঠ গল্পবুড়ো || সুনির্মলOnline Video Class “ Golpo Buro” by Sunirmal Basu

WBBSE Board Class 5 Chapter 1 গল্পবুড়ো (Golpo Buro) সুনির্মল বসু (Sunirmal Basu) Textual Questions পঞ্চম শ্রেণি (৫ম শ্রেণি ) প্রথম অধ্যায় গল্পবুড়ো || সুনির্মল বসু || পাতাবাহার || পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ || Learn Bengali Step by Step || গল্পবুড়ো কবিতা আবৃতি || গল্পবুড়ো কবিতার বিশ্লেষণ ও সম্পূর্ণ ব্যাখ্যা || প্রথম পাঠ গল্পবুড়ো || সুনির্মলOnline Video Class “ Golpo Buro” by Sunirmal Basu

SOMA JASH MA'AM

Language : Bengali

LRNR provides this material totally free

WBBSE Board Class 5 Chapter 1 গল্পবুড়ো (Golpo Buro) সুনির্মল বসু (Sunirmal Basu) Textual Questions পঞ্চম শ্রেণি (৫ম শ্রেণি ) প্রথম অধ্যায় গল্পবুড়ো || সুনির্মল বসু || পাতাবাহার || পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ || Learn Bengali Step by Step || গল্পবুড়ো কবিতা আবৃতি || গল্পবুড়ো কবিতার বিশ্লেষণ ও সম্পূর্ণ ব্যাখ্যা || প্রথম পাঠ গল্পবুড়ো || সুনির্মলOnline Video Class “ Golpo Buro” by Sunirmal Basu


1. ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো :


1.1. ‘উত্তরে হাওয়া’ বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে। এমনভাবে ____( গ্রীষ্ম/শরৎ/ শীত / বর্ষা ) কালে হাওয়া বয়। 


1.2. থুথুরে শব্দটির অর্থ _____ (চনমনে/ জড়সড়ো/ জ্ঞানী/ নড়বড়ে) ।


1.3. রূপকথার গল্পে যেটি থাকে না _____(দত্যি / দানো / পক্ষীরাজ / রাজপুত্তুর / উড়োজাহাজ )


1.4. রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো -(আশাপূর্ণা দেবী /      দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার/ সত্যজিৎ রায় / শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ) ।



2.1. লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন ?

কবি সুনির্মল বসু ভালো ছবিও আঁকতেন। 


2.2. তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো। 

‘ছোটোদের চয়নিকা’ ও ‘ছোটোদের গল্পসংকলন’ ।


3. এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো :


1. থা রূ ক প - রূপকথা 

2. র ত্তু জ রা পু - রাজপুত্তুর 

3. জ ক্ষী রা প - পক্ষীরাজ 

4. ব  প ম ন ন -মনপবন 

5. জ গু বি আ - আজগুবি 


4. অন্তমিল আছে এমন পাঁচজোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো একটি করে দেওয়া হলো { বাঁধা   ধাঁধা }


অন্যগুলি হল -


 i. { ঝোলা   ভোলা }


ii.  {যক্ষীরাজ    পক্ষীরাজ }


iii. { দাঁড়খানা    কারখানা }

iv. { ঝলমলে  টলটলে }


v.  { নন্দিনী   বন্দিনী }




5. বাক্য বাড়াও :

5.1. শীতকালে হাওয়া বইছে। (কেমন হাওয়া শীতকালে উত্তুরে হাওয়া বইছে। 


5.2. গল্প বুড়ো ডাকছে।  (কেমন বুড়ো ? থুথুরে গল্পবুড়ো ডাকছে। 


5.3. গল্পবুড়োর মুখ ব্যথা। (মুখ ব্যথা কেন ?)চেঁচিয়ে গল্পবুড়োর মুখ ব্যথা। 


5.4. গল্পবুড়োর ঝোলা আছে। (কোথায় ঝোলা ?গল্পবুড়োর কাঁধে ঝোলা আছে। 


5.5. দেখবি যদি, আয়।  ( কীভাবে আসবে ?) দেখবি যদি জলদি আয়। 


6. ‘ক’  এর সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখ :

ক------------------------------------ খ 

তল্পি-----------------------কাল্পনিক গল্প 

রূপকথা-------------------বাতাস 

ভোরে----------------------দ্রুত 

পবন-----------------------ঝোলা 

সত্ত্বর----------------------বিহানে 


উত্তর 

ক-----------------------------খ 

তল্পি------------------------ঝোলা 

রূপকথা-------------------কাল্পনিক গল্প 

ভোরে-----------------------বিহানে 

সত্ত্বর-------------------------দ্রুত 

পবন------------------------বাতাস 


7. ‘ডাকছে রে’ আর ‘ডাক ছেড়ে’ শব্দ জোড়া মধ্যে কী পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখাও যেমন : বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাকছে রে। 

1.হাতিটি ডাক ছেড়ে বনের মধ্যে তার শিশুদের ডাকছে রে 

2. খোলা মাঠ ডাক ছেড়ে আমাদের ডাকছে রে। 


8. শব্দ ঝুড়ির থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো :উত্তুরে ,থুথুড়ে, তল্পি, ঝোলা, জলদি, আজগুবি, সত্ত্বর, শীত, রাজপুত্তুর, কারখানা 

উত্তর :


বিশেষ্য

তল্পিঝোলা, শীত, রাজপুত্তুর, কারখানা 


বিশেষণ

উত্তুরে, থুথুড়, জলদি, সত্ত্বর, আজগুবি


9. পক্ষীরাজ এর মতো (ক্+য্ = ‘ক্ষ’) রয়েছে  এমন পাঁচটি শব্দ তৈরি করো :

1. যক্ষীরাজ   

2. যক্ষপুরী 

3. কক্ষ 

4. প্রেক্ষাগৃহ 

5. পরীক্ষিত 


10. ক্রিয়ার নীচে দাগ দাও :


10.1. বইছে হাওয়া উত্তুরে।  

10.2. ডাক ছেড়ে সেডাকছে রে। 


10.3. আয় রে ছুটেছোট্টরা। 


10.4. দেখবি যদি জলদি আয়। 

10.5. চেঁচিয়েযে তার মুখ ব্যথা। 


12. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :


12.1. গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে  ?

শীতের প্রখর প্রত্যুষে গল্পবুড়ো গল্প শোনাতে আসে। 


12.2. গল্পবুড়োর ঝোলায় কী কী ধরণের গল্প রয়েছে? গল্পবুড়োর ঝোলায় দত্যি দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ ( যে ঘোড়া আকাশ পথে উড়তে পারে) তাদের গল্প, হীরা, মানিক, কড়ির পাহাড়, কেশবতী নন্দিনীর গল্প, তেপান্তরের মাঠ যেখানে হাট বসেছে সেই সব গল্প ভরা রয়েছে।


12.3. গল্পবুড়ো শীতকালের ভোরে ছোটদের কীভাবে ঘুম থেকে ওঠাতে চায়?

  গল্পবুড়ো শীতকালের ভোরে, চেঁচিয়ে হাক ডাক ছেড়ে ছোটদের রূপকথার গল্প শোনানোর কথা বলে ঘুম থেকে ওঠাতে চায় এবং এও বলে, যে সব বাচ্ছারা ঘুম থেকে উঠে আসবে না, তাদের তিনি গল্পও শোনাবেন না।


12.4. ‘রূপকথার’ কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে ?


কবি সুনির্মল বসুর ‘গল্পবুড়ো’ কবিতায় -দত্যি, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ অর্থাৎ একটি কাল্পনিক ঘোড়া যার ডানা আছে, যে আকাশ পথে উড়তে পারে, মানিক, হীরা, কড়ির পাহাড়, ময়নামতী অর্থাৎ রূপকথার কাল্পনিক চরিত্র, তেপান্তরের মাঠের গল্প, কেশবতী নন্দিনীর গল্প  রয়েছে। 


12.5. গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না ?


কবি সুনির্মল বসুর ‘গল্পবুড়ো’ কবিতায়, যে সব শিশুরা শীতের ভোরে ঘুম থেকে উঠে আসবে না তাদের গল্পবুড়ো শত্রু মনে করে তার গল্প শোনাবে না। 


Thank you for visiting LRNR.in. 

You can solve different MCQs mock sets, can get videos and notes on different subjects. Download the app 'LRNR' from Google Play Store.




Ratings
No reviews yet, be the first one to review the product.