- SCHOOL BOARDS
- WBBSE/WBCHSE
- CLASS 5
- BENGALI
- WBBSE Board Class 5 Chapter 3 দারোগাবাবু ও হাবু (Darogababu o Habu) ভবানীপ্রসাদ মজুমদার (Bhabani Prasad Majumdar) Textual Questions পঞ্চম শ্রেণি (৫ম শ্রেণি ) তৃতীয় অধ্যায় দারোগাবাবু ও হাবু || ভবানীপ্রসাদ মজুমদার || পাতাবাহার || পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ || Learn Bengali Step by Step || দারোগাবাবু ও হাবু কবিতা আবৃতি || দারোগাবাবু ও হাবু কবিতার বিশ্লেষণ ও সম্পূর্ণ ব্যাখ্যা || তৃতীয় পাঠ দারোগাবাবু ও হাবু || ভবানীপ্রসাদ মজুমদার Online Video Class “Darogababu o Habu” by Bhabani Prasad Majumdar

WBBSE Board Class 5 Chapter 3 দারোগাবাবু ও হাবু (Darogababu o Habu) ভবানীপ্রসাদ মজুমদার (Bhabani Prasad Majumdar) Textual Questions পঞ্চম শ্রেণি (৫ম শ্রেণি ) তৃতীয় অধ্যায় দারোগাবাবু ও হাবু || ভবানীপ্রসাদ মজুমদার || পাতাবাহার || পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ || Learn Bengali Step by Step || দারোগাবাবু ও হাবু কবিতা আবৃতি || দারোগাবাবু ও হাবু কবিতার বিশ্লেষণ ও সম্পূর্ণ ব্যাখ্যা || তৃতীয় পাঠ দারোগাবাবু ও হাবু || ভবানীপ্রসাদ মজুমদার Online Video Class “Darogababu o Habu” by Bhabani Prasad Majumdar

Language : Bengali
LRNR provides this material totally free
WBBSE Board Class 5 Chapter 3 দারোগাবাবু ও হাবু (Darogababu o Habu) ভবানীপ্রসাদ মজুমদার (Bhabani Prasad Majumdar) Textual Questions পঞ্চম শ্রেণি (৫ম শ্রেণি ) তৃতীয় অধ্যায় দারোগাবাবু ও হাবু || ভবানীপ্রসাদ মজুমদার || পাতাবাহার || পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ || Learn Bengali Step by Step || দারোগাবাবু ও হাবু কবিতা আবৃতি || দারোগাবাবু ও হাবু কবিতার বিশ্লেষণ ও সম্পূর্ণ ব্যাখ্যা || তৃতীয় পাঠ দারোগাবাবু ও হাবু || ভবানীপ্রসাদ মজুমদার Online Video Class “Darogababu o Habu” by Bhabani Prasad Majumdar
১. ঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো :
১.১. হাবু থানায় গিয়েছিল (বেড়াতে/ অভিযোগ জানাতে / চিকিৎসা করাতে / হারানো পাখি খুঁজতে )
১.২. বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না ( টিয়া /পায়রা /ময়না /কোকিল)
১.৩. হাবু ও তার দাদাদের পোষা মোট পশু -পাখির সংখ্যা ( ১৭৫/ ১৫০/ ১৭০/ ২৫)
২. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো :
ক---------------------------খ
নালিশ-------------------কাহিল
বারণ---------------------উন্মাদ
পাগল------------------সবসময়
সদাই--------------------নিষেধ
কাবু-------------------অভিযোগ
উত্তর
ক--------------------খ
নালিশ---------অভিযোগ
বারণ-------------নিষেধ
পাগল------------উন্মাদ
সদাই------------সব সময়
কাবু--------------কাহিল
৩. শব্দ ঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে নিয়ে লেখো : পায়রা, কাবু, খুব, নালিশ, করুণ, পোষা, দুঃখ, চারজন, থানা, বড়বাবু
বিশেষ্য-------------বিশেষণ
পায়রা---------------কাবু, খুব, করুণ,
বড়োবাবু -------------পোষা, চারজন
নালিশ,
দুঃখ,
থানা
৪. ‘কেঁদে কেঁদে’-এরকম একই শব্দকে পাশাপাশি দু’বার ব্যবহার করে নতুন পাঁচটি শব্দ তৈরি করো।
→ ‘ছুটে ছুটে’, ‘যায় যায়’, ‘হাউ হাউ’, বক বক, হেসে হেসে।
৫. ক্রিয়ার নীচে দাগ দাও :
৫.১. বললে কেঁদেই হাবু।
৫.২. সাতটা বেড়ালপোষেন ছোট বড়ো।
৫.৩. বললে করুণ সুরে।
৫.৪. যাবেই যে সব উড়ে।
৫.৫. ভগবানকেই ডাকি।
৬. বাক্য রচনা করো :
নালিশ - দাদা আমার নামে মাকে নালিশ জানাতে গিয়েছিল।
ভগবান -হিন্দুরা সকাল সন্ধ্যা ভগবানের পূজো করে।
বারণ -ছোট্টদের মিথ্যা কথা বলতে বারণ করা উচিত।
করুণ -হাবু করুণ সুরে পুলিশকে তার পোষা পাখির কথা জানায়।
ভোর - ভোর হওয়ার সাথে সাথে মুরগিরা ডেকে ওঠে।
৭. ঘটনাক্রম অনুযায়ী বাক্যগুলি সাজিয়ে লেখো :
৭.১. হাবু থানার বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানাল। (১)
৭.২. জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায়। (৪)
৭.৩. হাবুরা চারভাই একটা ঘরেই থাকে (২)
৭.৪. বড়দা সাতটা বেড়াল, মেজদা আটটা কুকুর, সেজদা দশটা ছাগল ও হাবু নিজে দেড়শো পায়রা পোষে।
৭.৫. দারোগাবাবুর উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়ল (৫)
৮.
কবিতাটিতে অন্তমিল আছে, এমন পাঁচজোড়া শব্দ লেখো :যেমন - হাবু বড়োবাবু
১. ছাগল---পাগল
২. বেঁধে---কেঁদে
৩. ভুলো---দরজাগুলো
৪. সুরে---উড়ে
৫.থাকি---ডাকি
৯. বাক্য বাড়াও :
৯.১. হাবু গিয়েছিল ( কোথায় ? কখন ?)
→ হাবু ভোরবেলায় থানায় গিয়েছিল।
৯.২. বড়দা পোষেন বেড়াল (কয়টি ? কেমন ?)
→ বড়দা ছোটো -বড়ো মিলিয়ে সাতটি বেড়াল পোষেন
৯.৩. হাবু ভগবানকে ডাকে ? (কেন? কখন ?)
→ হাবু দুঃখে সারা দিনরাত ভগবানকে ডাকে।
৯.৪. দারোগাবাবু বলেন ঘরের জানলা -দরজা খুলে রাখতে (কাকে ?)
→ দারোগাবাবু হাবুকে তাদের ঘরের জানলা -দরজা খুলে রাখতে বলেন।
৯.৫. হাবুর পায়রা উড়ে যাবে (কয়টি)
→ হাবুর দেড়শো পায়রা উড়ে যাবে
১০.১. ছোটোদের জন্য ছড়া কবিতা লিখেছেন, এমন দুজন কবির নাম লেখো।
→ ছোটোদের জন্য ছড়া কবিতা লিখেছেন, এমন দুজন কবির নাম সুনির্মল বসু, সুকুমার রায়।
১০.২. তোমার পাঠ্য কবিতাটির কবি কে ?
→ আমার পাঠ্য কবিতাটির কবি ভবানীপ্রসাদ মজুমদার।
১০.৩. তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো। → তাঁর লেখা দুটি বইয়ের নাম ‘মজার ছড়া’, ‘নাম তাঁর সুকুমার’
১১. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
১১.১. হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল→ ‘দারোগাবাবু ও হাবু’ কবিতায় হাবু থানায় গিয়ে বড়োবাবুর কাছে নালিশ জানিয়েছিল।
১১.২. হাবুর বড়দা, মেজদা ও সেজদা ঘরে কী কী পোষেন ?→‘দারোগাবাবু ও হাবু’ কবিতায় হাবুর বড়দা সাতটা ছোটো বড়ো বেড়াল পোষেন, মেজদা পোষেন আটটা কুকুর আর সেজদা দশটা ছাগল পোষেন।
১১.৩. হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কীভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয়
→‘দারোগাবাবু ও হাবু’ কবিতায় হাবুর বড়দা, মেজদা, সেজদা এবং সে নিজে একটা ঘরেই থাকে। হাবুর দাদারা বিভিন্ন পশু পোষেন যারা সেই একই ঘরে থাকে। যার গন্ধে টিকতে না পেরে হাবু থানায় গিয়ে নালিশ জানালে দারোগাবাবু তাকে ঘরের জানালা -দরজা খুলে রাখতে বললে, হাবু জানায় তার পোষা দেড়শো পায়রা তাহলে সব উড়ে যাবে। যার জন্য সে জানালা খুলতে পারবে না, তাই এই ঘটনার পরিপেক্ষিতে আমার মনে হয় হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও দায়ী।
১১.৪. দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হল না কেন ?
→‘দারোগাবাবু ও হাবু’ কবিতায় দারোগাবাবু হাবুকে জানালা দরজা খুলে রাখার পরামর্শ দিলে হাবু জানায় তার পোষা দেড়শো পায়রা সব উড়ে যাবে, তাই দারোগাবাবুর পরামর্শ তার পছন্দ হল পছন্দ হল না।
১১.৫. দারোগাবাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল, তা নিজের ভাষায় লেখো।
→হাবু একদিন ভোরে থানায় গিয়ে দারোগাবাবুকে বলে যে তারা চারজন ভাই একটা ঘরেই থাকে এবং সেই ঘরের মধ্যেই তার দাদাদের পোষা বিড়াল, ছাগল ও কুকুর থাকে, এবং তাদের গায়ের গন্ধে হাবুর প্রাণ যায় যায় অবস্থা, এই ঘটনা শুনে দারোগাবাবু হাবুকে তাদের দরজা জানালা খুলে রাখার পরামর্শ দিলে, হাবু করুণ সুরে জানায় তার দেড়শো পোষা পায়রা তাহলে উড়ে যাবে, তো এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে হাবুর দুঃখের অন্ত ছিল না এবং এই ঘটনায় সে দারোগাবাবুকে জানায়।
Truly Indian Brand