• SCHOOL BOARDS
  • WBBSE/WBCHSE
  • CLASS 10
  • HISTORY
  • প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা । History Chapter 1 Itihaser Dharona ছোট প্রশ্ন উত্তর

প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা । History Chapter 1 Itihaser Dharona ছোট প্রশ্ন উত্তর

Language : Bengali

The Note contains Textual Question Answers from WBBSE Class 10 History Chapter 1 Itihaser Dharona (প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা). Read the Question Answers carefully. This Question Answer set from the WBBSE board provides quality Multiple Choice Questions (MCQ), Short Answer Type Questions (SAQ), and Long Answer Type Questions from the above chapter. By reading these, students will get a clear idea about that chapter. It will enhance their knowledge and enable them to get good marks in the board exams. 

দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা,

ইতিহাসের ধারণা অধ্যায় এর সম্পূর্ণ আলোচনা ও অনুশীলনীর প্রশ্নোত্তর,

ইতিহাসের ধারণা থেকে সংক্ষিপ্ত, রচনাধর্মী ও ব্যাখ্যা ধর্মী প্রশ্নোত্তর, 

Class 10 History Chapter 1 Itihaser Dharona,

Itihaser Dharona Class 10 History,

Short Answer Type Question (SAQ) from Itihaser Dharona,

Long Answer Type Question from Itihaser Dharona,


LRNR provides this material totally free

CHAPTER -1_ইতিহাসের ধারণা- ছোট প্রশ্ন উত্তর 


Short Type Question-Answer :


1. ভারতবর্ষে নিম্নবর্গের ইতিহাস চর্চা কবে থেকে শুরু হয় ?

- ১৯৮২ খ্রি:


2. একজন সাবঅল্টার্ন গোষ্ঠীর ঐতিহাসিকের নাম লেখ ?

- অধ্যাপক রনজিৎ গুহ 


3. নিম্নবর্গের ইতিহাসচর্চা করেছেন এমন কয়েকজন ঐতিহাসিকের নাম লেখ। 

- গৌতম ভদ্র, দীপেশ চক্রবর্তী, সুদীপ্ত কবিরাজ, রনজিৎ গুহ। 


4. প্রথম ক্রিকেট খেলার সূত্রপাত কবে হয় ?

- ১৭০৯ খ্রি: । ডাট ফোর্টের সারেতে। 


5. International Cricket Conference কবে গঠিত হয় ?

- ১৯৬৫ খ্রি:


6. মোহনবাগান দল কবে গঠিত হয় ?

- ১৮৮৯ খ্রি: জুলাই মাসে কলকাতায়। 


7. মোহনবাগান ক্লাব কবে FA শিল্ড জয় করে ?

১৯১১ খ্রি : ২৯ -এ জুলাই। 


8. ‘খেলা যখন ইতিহাস’ গ্রন্থটি কার লেখা ?

- কৌশিক বন্দোপাধ্যায়। 


9. “বাংলার মাটি বাংলার জল” গানটি কার লেখা ?

- রবীন্দ্রনাথ ঠাকুর -এর। 


10. “মায়ের দেওয়া মোটা কাপড়” - গানটি কার লেখা ?

- রজনীকান্ত সেন 


11. ‘টপ্পা’ গান কোথায় প্রচলিত ?

- পাঞ্জাব 


12. ‘ঠাংরি ‘ গানের প্রবর্তন কে করেন ?

- বড়ে গোলাম আলী 


13. ‘গজল’ কোথাকার গান ?

- আরবের গান 


14. ‘ভরতনাট্যম’ কোথায় প্রচলিত ?

- তামিলনাড়ু 


15. ‘মোহিনীআট্যম’ ও ‘কৃষ্ণনাট্যম’ কোথায় প্রচলিত ?

- কর্ণাটক 


16. ‘কুচিপুরীনৃত্য’ কোথায় প্রচলিত ?

- অন্ধ্রপ্রদেশ 


17. ‘কথাকলি নৃত্য’ কোথায় প্রচলিত ?

- কেরালা ও মালাবার উপকূলে। 


18. ‘ছৌ নাচ’ কোথায় প্রচলিত ?

- পুরুলিয়া 


19. ‘রাজা হরিশচন্দ্র’ সিনেমাটি কে নির্মাণ করেন ?

- দাদা সাহেব ফালকে ১৯১৩ সালে। 


20. ‘একেই বলে সুটিং’ গ্রন্থটি কার লেখা ?

- সত্যজিৎ রায়ের লেখা। 


21. ‘নবান্ন’ নাটকটি কার লেখা ?

- বিজন ভট্টাচার্য। 


22. ‘টিনের তলোয়ার’ নাটকটি কার লেখা ?

- উৎপল দত্ত 


23. ‘নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন’ কবে পাশ হয় ?

- ১৮৭৬ খ্রি: 


24. ‘মেঘে ঢাকা তারা’ চলচিত্রটি কার ?

- ঋত্বিক ঘটক 


25. ‘Train to Pakistan’ চলচিত্রটি কে তৈরি করেন ?

- পামেলা রুক্স,                উপন্যাস - খুশবন্ত সিং 


26. ‘পথের পাঁচালি’,’হীরক রাজার দেশে” চলচিত্রটি কে করেন ?

- সত্যজিৎ রায় 


27. টেলিফোন কবে কে আবিষ্কার করেন ?

- ১৮৭৬ খ্রি: গ্রাহামবেল 


28. Calcutta School of Industrial Art” কবে তৈরি হয়?

- ১৮৫৪ খ্রি:, বর্তমান নাম Govt. Art Collage


29. এশিয়াটিক সোসাইটি কবে স্থাপিত হয় ?

- ১৭৮৪ খ্রি:


30. কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয় ?

- ১৮৭২ খ্রি:


31. বাংলার বিশ্বকর্মা কাকে বলা হয় ?

- রাজেন্দ্রনাথ মুখার্জী, তিনি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, শ্রীরামকৃষ্ণ মন্দির, ও হাওড়া ব্রিজের রূপকার। 


32. ‘অ্যান ইম্পিরিয়্যাল ভিশন’ গ্রন্থটি কার লেখা ?

- টমাশ মেট কারফের। 


33. ‘সাংস্কৃতির শহর’ কোন শহরকে বলা হয় ?

- কলকাতা 


34. নতুন সামরিক ইতিহাস চর্চা কবে থেকে শুরু হয় ?

- ১৯৭০ দশক থেকে 


35. চিপকো আন্দোলনের একজন নেতার নাম লেখ ?

- সুন্দরলাল বহুগুনা 


36. নর্মদা বাঁচাও আন্দোলনের একজন নেতার নাম লেখ। 

মেধা পাটেকর 


37. বিশ্ব পরিবেশ দিবস প্রথম কবে পালিত হয় ?

- ১৯৭৪ খ্রি: ৫ জুন 


38. ‘দ্য সাইলেন্ট স্প্রিং, দ্য সি এরাউন্ড অ্যাস’ গ্রন্থদুটি কার লেখা ?

র‍্যাচেল কারসন 


39. ‘গ্রিন ইম্পিরিয়ালিজম’ গ্রন্থটি কার লেখা ?

- রিচার্ড গ্রেভের / গ্রোভ


40. ‘ইকোলজিক্যাল ইম্পিরিয়ালিজম’ গ্রন্থটি কার লেখা ?

- আলফ্রেড ক্রসবি 


41. ‘A History of Hindu Chemistry’ গ্রন্থটি কার লেখা ?

- প্রফুল্লচন্দ্র রায় 


42. আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় ?

৮ই মার্চ 


43. বিধবা বিবাহ আইন কবে সিদ্ধ হয় ?

- ১৮৫৬ খ্রি:


44. মেয়েদের বাল্য বিবাহ সংক্রান্ত আইন কবে পাশ হয় ?

- ১৮৫১ খ্রি:


45. নারী ইতিহাস নিয়ে চর্চা করেছেন এমন দুজন ঐতিহাসিকের নাম লেখ ?

শমিতা সেন, গের্গ লার্নার। 


46. পরিবেশের ইতিহাস চর্চা করেছেন দু-জন ঐতিহাসিকের নাম লেখ ?

- র‍্যাচেল কারসন, রামচন্দ্র গুহ, রিচার্ড গ্রোভ। 


47. ব্রাম্ভিকা স্টাইল -এ শাড়ি পড়ার প্রচলন প্রথম কোথায় হয় ?

- জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে 


48. পার্সি স্টাইল -এ শাড়ি পরার প্রচলন কে করেন ?

- ঠাকুরবাড়ির জ্ঞানদানন্দিনী দেবী। 


49. পিটের ভারত শাসন আইন কবে পাশ হয় ?

- ১৯৩৫ খ্রি:


50. ‘আমি সূর্য সেনের কন্যা’ -গ্রন্থটি কার লেখা ?

- আশালতা সরকার 


51. ‘একাত্তরের ডায়রি’ কার লেখা ?

- সুফিলা কামালের 


52. ‘সেদিনের কথা’ - গ্রন্থটি কার লেখা ?

-মণিকুন্তলা সেন 


53. ‘সত্তর বৎসর’ গ্রন্থে বিপিনচন্দ্রের কোন সময়ের কথা উল্লেখ আছে ?

-প্রথম ২২ বছর 


54. ‘স্বদেশিকতা’ প্রবন্ধটি কার লেখা ?

- রবীন্দ্রনাথ ঠাকুর। 


55. দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে জারি করেন ?

- লর্ড লিটন , ১৮১৮ খ্রি:


56. সোমপ্রকাশ পত্রিকাটি কবে কার সম্পাদনায় প্রকাশিত হয় ?

- ১৮৫৮ খ্রি: -এর ১৫ই নভেম্বর দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় প্রকাশিত হয়। পত্রিকাটি প্রথমে সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হয়। 


57. বিপিনচন্দ্র পাল -এর আত্মজীবনী ‘সত্তর বৎসর’ কোন পত্রিকায় প্রকাশিত হয় ?

- প্রবাসী 


58. ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহেরুর চিঠিগুলির হিন্দিতে অনুবাদ কে করেন ?

- মুনসি প্রেমচন্দ্র 


59. সোমপ্রকাশ পত্রিকা কেন বন্ধ করা হয় ?

নীলকর সাহেবদের অত্যাচারের বিরোধিতা করা হয় এবং বিভিন্ন রাজনৈতিক সমালোচনা করা হয়।


60. স্থানীয় ইতিহাস বলতে কী বোঝো ?

- একটি গ্রাম বা শহরের বা নির্দিষ্ট একটি স্থানের পরিবার নারী, পুরুষ, শিশুসহ সামগ্রিক আলোচনা যে ইতিহাসে স্থান পায় তাকে স্থানীয় ইতিহাস বলে। 


1. নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝ ?

১৯৬০-১৯৭০ দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে, ফ্রান্সে, ব্রিটেনে ইতিহাস চর্চার ক্ষেত্রে কিছু বদল লক্ষ্য করা যায়। প্রথাগত ইতিহাস চর্চা থেকে বেরিয়ে এসে সমাজের সর্বস্তরে মানুষের ব্যক্তিগত উপাদান ইতিহাসে ব্যবহৃত হতে থাকে।ইতিহাস চর্চায় কৃষক, শ্রমিক, শহুরে জনতা, আদিবাসী মানুষ ও মহিলারা অন্তর্ভুক্ত হন। সমাজের সর্বস্তরকে প্রাধান্য দিয়ে এই যে ইতিহাস চর্চা একেই নতুন সামাজিক ইতিহাস বলা হয়। 


2. নতুন সামাজিক ইতিহাসের দুটি বৈশিষ্ট্য লেখ। 

নতুন সামাজিক ইতিহাস চর্চার ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলি দেখা যায় সেগুলি হল -

i) এই ইতিহাস চর্চায় সামগ্রিক ইতিহাস বা ‘Total History” ধারনা তৈরি হয়। 

ii) নতুন সামাজিক ইতিহাস চর্চার মূল কথা হল “study the History from below” নতুন সামাজিক ইতিহাসে বহু মাতৃকথা লক্ষ্য করা যায়। 

Ratings
No reviews yet, be the first one to review the product.