• SCHOOL BOARDS
  • WBBSE/WBCHSE
  • CLASS 10
  • HISTORY
  • দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা । History Chapter 2 Songskar Boisistyo O Porjalochona - ছোট প্রশ্ন উত্তর

দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা । History Chapter 2 Songskar Boisistyo O Porjalochona - ছোট প্রশ্ন উত্তর

Language : Bengali

The Note contains Textual Question Answers from WBBSE Class 10 History Chapter 2 Songskar Boisistyo O Porjalochona (দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা). Read the Question Answers carefully. This Question Answer set from the WBBSE board provides quality Multiple Choice Questions (MCQ), Short Answer Type Questions (SAQ), and Long Answer Type Questions from the above chapter. By reading these, students will get a clear idea about that chapter. It will enhance their knowledge and enable them to get good marks in the board exams. 

দশম শ্রেণি ইতিহাস দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা,

সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায় এর সম্পূর্ণ আলোচনা ও অনুশীলনীর প্রশ্নোত্তর,

সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে সংক্ষিপ্ত, রচনাধর্মী ও ব্যাখ্যা ধর্মী প্রশ্নোত্তর, 

Class 10 History Chapter 2 Songskar Boisistyo O Porjalochona,

Songskar Boisistyo O Porjalochona Class 10 History,

Short Answer Type Question (SAQ) from Songskar Boisistyo O Porjalochona,

Long Answer Type Question from Songskar Boisistyo O Porjalochona,



LRNR provides this material totally free

CHAPTER -2_সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা-ছোট প্রশ্ন উত্তর 


Short Type Question-Answer :


1. শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় ?

- জোসুয়া মার্সম্যান, উইলিয়াম কেরি ও উইলিয়াম ওয়ার্ড। এরা ছিলেন শ্রীরামপুর কলেজের বিখ্যাত লেখক। এদের একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। 


2. ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?

- 1800 খ্রি: উদ্দেশ্য - ইংরেজ সিভিলিয়ানদের ভারতীয় ভাষা সাহিত্য-সংস্কৃতি ও রাজনীতি আইনকানুন সমন্ধে পরিচিত করানো। 


3. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ? এর পরবর্তী নাম কি ছিল ?

- 1817 খ্রি: এর পরবর্তী নাম ছিল প্রেসিডেন্সি কলেজ। 


4. স্কুল বুক সোসাইটি কি উদ্দেশ্যে তৈরি হয় ?

- 1817 খ্রি: উদ্দেশ্য - দরিদ্র স্কুল ছাত্রদের বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ করাই ছিল এর উদ্দেশ্য। 


5. ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল কোন পত্রিকা ?

- তত্ত্ব বোধিনী পত্রিকা। 


6. বাংলার প্রথম জাতীয় কলেজ কি এটি কবে প্রতিষ্ঠিত হয় ?

- হিন্দু মেট্রো পলিটান কলেজ। 1853 খ্রি: রাধাকান্তদেবের উদ্দেশ্যে। 


7. নেটিভ ফিমেল স্কুল কে প্রতিষ্ঠা করেন ?

1849 খ্রি: ড্রিঙ্ক ওয়াটার বেথুন। 


8. হার্ডিং ঘোষণাপত্র কী ?

- 1844 খ্রি: বড়োলাট লর্ড হার্ডিং একটি ঘোষণার মাধ্যমে জানান যে সরকারি চাকরিতে ইংরেজি ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে। এই ঘোষণাকে হার্ডিং ঘোষণা বলে। 


9. কোলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয় ?

- 1857 খ্রি: 24 জানুয়ারি। 


10. কোলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন ?

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জেমস কোলভিল। 


11. কোলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট কারা ছিলেন ?

- যদুনাথ বসু এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 


12. কোলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা গ্র্যাজুয়েট কারা ছিলেন ?

- চন্দ্রমুখী বসু ও কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। 


13. ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কবে পাশ হয় ?

- 1904 খ্রি: 


14. ব্রাহ্ম সভা কে প্রতিষ্ঠা করেন ?

 - 1928 খ্রি: রাজা রামমোহন রায়। 


15. সতীদাহ প্রথা কে কবে রদ করে ?

- 1829 খ্রি: লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। 


16. তত্ত্ব বোধিনী সভা কে স্থাপন করেন ?

- দেবেন্দ্রনাথ ঠাকুর 1839 খ্রি: 


17. একাডেমিক অ্যাসোসিয়েসন কে কবে প্রতিষ্ঠা করেন ?

- 1827 খ্রি: ডিরোজিও। 


18. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক কোন আইন দ্বারা সতীদাহ প্রথা রদ করেন ?

- রেগুলেশন 17 আইন দ্বারা। 


19. বিধবা বিবাহ আইন কে কবে পাশ করেন ?

- 1856 খ্রি: 26 জুলাই লর্ড ক্যানিং। 


20. প্রথম বিধবা বিবাহ কাদের মধ্যে হয়েছিল ?

- সংস্কৃত কলেজের অধ্যাপক স্রিশ চন্দ্র বিদ্যারত্ন ও কালিমতি দেবীর মধ্যে (17 ডিসেম্বর 1856)


21. গ্রামীণ সংবাদ পত্রের জনক কোন পত্রিকাকে বলা হয় ?

- গ্রামবার্তা প্রকাশিকা। 


22. সনদ আইন বা 1813 খ্রি: চার্টার অ্যাক্ট এর গুরুত্ব কী ?

i) এই আইনে বলা হয় ভারতের শিক্ষা বিস্তারের জন্য প্রতি বছর অন্তত 1 লক্ষ টাকা করে বরাদ্দ করতে হবে। 

ii) এই সুপারিশকে কেন্দ্র করে প্রাচ্য - পাশ্চাত্যের শিক্ষার দ্বন্দ্ব শুরু হয়। 


23. হান্টার কমিশন কী ?

- ভারতের উচ্চ শিক্ষার অগ্রগতির জন্যে 1882 খ্রি: স্যার উইলিয়াম হান্টার বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে যে কমিশন তৈরি করেন তা হান্টার কমিশন নামে পরিচিত। এই কমিশনের রিপোর্টে গুরুত্ব দেওয়া হয় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শিক্ষার উন্নতির ওপরে। এবং স্ত্রী শিক্ষার উৎসাহ দানের কথাও বলা হয়। 


24. 1904 খ্রি: বিশ্ববিদ্যালয় আইনে কী বলা হয় ?

-  1904 খ্রি: বিশ্ববিদ্যালয় আইনে বলা হয় -

i ) বিশ্ববিদ্যালয় গুলির ওপর সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি করা হবে। 

ii) উপযুক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করা হবে। 

iii) বিশ্ববিদ্যালয় গুলিতে সরকার মনোনীত সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে। 


25. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ?

(Read 13 No. question)


26. ব্রাহ্ম আন্দোলনের দুটি সীমাবদ্ধতা লেখ। 

i) এই আন্দোলন ছিল মূলত শহর কেন্দ্রিক ইংরেজি শিক্ষিত মানুষের। 

ii) এই আন্দোলন সমসাময়িক বহু দেবতা বাদে বিশস্ত হিন্দুদের কাছে হিন্দু বিরোধী আন্দোলন রূপে প্রতিহত হয়। 


27. রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় কেন ?

কারন - i) তিনি প্রাচীন হিন্দু ইসলামীয় ও ইউরোপীয় সংস্কৃতি আত্মস্থ করে ধর্ম, সমাজ, সাহিত্য ও রাজনীতিতে নতুন চিন্তাধারার উন্মেষ ঘটান। 

ii) সতীদাহ প্রথা, বহুবিবাহ, জাতিভেদ প্রথার বিরুদ্ধে সমাজ সংস্কার আন্দোলন শুরু করেন। 


28. ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ?

- i) খ্রিস্ট ধর্ম প্রচারকদের হিন্দুধর্ম সম্পর্কে অপপ্রচারের হাত থেকে হিন্দুধর্মকে রক্ষা করা। 

ii) হিন্দুধর্মের বহু দেবতাবাদ এবং কুসংস্কার দূর করে একেশ্বরবাদী আদর্শ প্রতিষ্ঠা করা। 


29. বিজয়কৃষ্ণ গোস্বামী বিখ্যাত কেন ?

i) বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন ব্রাহ্ম ধর্মের একজন প্রচারক। তিনি কলকাতার বাইরে পূর্ববঙ্গে ব্রাহ্মধর্ম প্রচারের পাশাপাশি বালিকা বিদ্যালয়, দাতব্য চিকিৎসালয় স্থাপনের ব্যবস্থা করেন। 

ii) তিনি পরবর্তীকালে নব্য বৈষ্ণববাদের প্রবর্তন করেন। 


30. লালন ফকির বিখ্যাত কেন ?

i) বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জগতে লালন ফকির গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেন। তিনি জাতিভেদ প্রথার উর্দ্ধে উঠে সর্বধর্মের মানুষকে বরণ করে নিয়েছিলেন। 

ii) তিনি সকল সম্প্রদায়ের মধ্যে সহনশীলতা, সদাচার ও নৈতিকতার আদর্শ প্রচার করেন। 


31. হাজি মহম্মদ মহসিন কেন বিখ্যাত ?

i) হাজি মহম্মদ মহসিন ছিলেন মানবতাবাদী ও পরোপকারী ব্যক্তি। 

ii) তিনি তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি ও সম্পদ একটি সংস্থাকে দান করেন। যে সংস্থা সেবামূলক কাজ ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 


32. কোলকাতা মাদ্রাসা কেন প্রতিষ্ঠিত হয় ?

- বাংলাদেশে ফার্সি এবং আরবি শিক্ষার জন্যে 1871 খ্রি: ওয়ারেন হেস্টিংস কোলকাতা মাদ্রাসা স্থাপন করেন। \


33. বাংলায় নবজাগরণের দুটি সীমাবদ্ধতা লেখ। 

i) সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলনগুলি মূলত হিন্দু সমাজের মধ্যেই প্রচলিত। 

ii) নবজাগরণ ছিল শহরকেন্দ্রিক বুদ্ধিজীবীদের আন্দোলন। এর  প্রভাবও ছিল সীমিত। 


34.

ইংরেজ সিভিলিয়ানদের ভারতীয় ভাষা, সংস্কৃতি ও আইন কানুন শেখানোর উদ্দেশ্যে এই কলেজ স্থাপন করা হয়েছিল। 

Ratings
No reviews yet, be the first one to review the product.