• SCHOOL BOARDS
  • WBBSE/WBCHSE
  • CLASS 5
  • BENGALI
  • দ্বাদশ অধ্যায় মধু আনতে বাঘের মুখে - শিবশঙ্কর মিত্র সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্নোত্তর Chapter 12 Madhu Ante Bagher Mukhe - Shibshankar Mitra

দ্বাদশ অধ্যায় মধু আনতে বাঘের মুখে - শিবশঙ্কর মিত্র সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্নোত্তর Chapter 12 Madhu Ante Bagher Mukhe - Shibshankar Mitra

Language : Bengali

The Note contains Textual Question Answers from WBBSE Class 5 Bengali Chapter 12 Madhu Ante Bagher Mukhe-Shibshankar Mitra (দ্বাদশ  অধ্যায় মধু আনতে বাঘের মুখে  - শিবশঙ্কর মিত্র). Read the Question Answers carefully. This Question Answer set from the WBBSE board provides quality Multiple Choice Questions (MCQ), Short Answer Type Questions (SAQ), and Long Answer Type Questions from the above chapter. By reading these, students will get a clear idea about that chapter. It will enhance their knowledge and enable them to get good marks in the board exams. 

পঞ্চম  শ্রেণি বাংলা দ্বাদশ  অধ্যায় মধু আনতে বাঘের মুখে  - শিবশঙ্কর মিত্র, মধু আনতে বাঘের মুখে ব্যাখ্যা,

মধু আনতে বাঘের মুখে  গদ্যের বিষয়বস্তু বিশ্লেষণ, সম্পূর্ণ আলোচনা ও অনুশীলনীর প্রশ্নোত্তর,

মধু আনতে বাঘের মুখে  থেকে সংক্ষিপ্ত, রচনাধর্মী ও ব্যাখ্যা ধর্মী প্রশ্নোত্তর 

Class 5 Bengali Chapter 12 Madhu Ante Bagher Mukhe - Shibshankar Mitra

Short Answer Type Question (SAQ) from Chapter 12 Madhu Ante Bagher Mukhe by Shibshankar Mitra

Long Answer Type Question from Chapter 12 Madhu Ante Bagher Mukhe by Shibshankar Mitra


LRNR provides this material totally free

দ্বাদশ  অধ্যায় মধু আনতে বাঘের মুখে  - শিবশঙ্কর মিত্র সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্নোত্তর Chapter 12 Madhu Ante Bagher Mukhe - Shibshankar Mitra


১. জেনে নিয়ে করো :

১.১. সুন্দরবনের যে অংশ পশ্চিমবঙ্গে রয়েছে তা কোন দুটি জেলার মানচিত্র থেকে খুঁজে বের করো। 

পশ্চিমবঙ্গের মানচিত্রে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায় সুন্দরবন রয়েছে। 


১.২. সুন্দরবন অভয়ারণ্যের মধ্যে দিয়ে যে যে নদী বয়ে গেছে, তাদের নামগুলি লেখো। 

ইছামতী, মাতলা, হাঁড়িভাঙা, গোসাবা, কালিন্দী ইত্যাদি। 


১.৩. পৃথিবীর বৃহত্তম ব -দ্বীপ অঞ্চলটি কোন সমুদ্র উপকূলে অবস্থিত তা মানচিত্র থেকে খুঁজে বের করো। 

পৃথিবীর বৃহত্তম ব -দ্বীপ অঞ্চল বঙ্গোপসাগর সমুদ্র উপকূলে অবস্থিত। 


১.৪. ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য শিক্ষকের থেকে জেনে নিয়ে লেখো। 

১। ম্যানগ্রোভ বনাঞ্চলে চিরহরিৎ উদ্ভিদ দেখা যায়। 

২। এখানকার বেশিরভাগ উদ্ভিদের ঠেসমূল ও অধিমূল দেখা যায়। 

৩। ম্যানগ্রোভ বনাঞ্চলের উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়। 


২. গল্প থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো :

সুন্দরবনে মধু কাটতে গিয়েছিল ধনাই , আর্জান আর কফিল, মধু কাটতে তিনজন লোক চাই। তিনজনের কাজ হল চাক কাটা  চাকের থেকে মৌমাছি তাড়ানো এবং টার হাতে চাকের নীচে দাঁড়ানো। 

বাঘ ধনাই কে আক্রমণ করেছিল, কিন্তু সে নিজেই গিয়ে পড়ল  ‘শিষের’ ভিতর মধুর কলস পড়ল মাথার উপর। বাঘের সারা মুখে নাকে মধু ছিটকে পড়ল। 

৩. এদের মধ্যে যে যে কাজটা করত :

ধনাই - চট মুড়ি দিয়ে গাছে উঠে চাক কাটল। 

আর্জান - বাঁশের মাথায় মশাল জ্বেলে ধোঁয়া করে মৌচাক থেকে মৌমাছি তাড়ানো। 

কফিল - একটা বড়ো ধামা হাতে চাকের নীচে দাঁড়িয়ে থাকত যাতে মৌচাক থেকে মধু ধামাতে পরে। 


৪. অর্থ লেখো :

ধামা - শস্য রাখা বা মাপার জন্য তৈরি বেতের ঝুড়ি। 

গোঁয়ার্তুমি - একগুঁয়ে জেদ। 

চট - পাটের সুতো থেকে তৈরি মোটা কাপড়। 

হাজির - উপস্থিত 

ঝিরঝিরে - ছিটেফোঁটা 


৫. বাক্য রচনা করো :

নাস্তা - সকালে পেটপুরে নাস্তা করা শরীরের পক্ষে খুবই উপকারী। 

মৌচাক - মৌমাছিরা মৌচাক তৈরি করে। 

রং - গোলাপ ফুলের রং লাল 

স্ফূর্তি - গ্রীষ্মে স্কুল ছুটি থাকায় সকলের মনে খুবই স্ফূর্তি। 

কলস - মাটির কলসে জল ঠান্ডা থাকে। 


৬. কোনটি কোন ধরনের শব্দ তা শব্দঝুঁড়ি থেকে বেছে নিয়ে লেখ :

বিশেষ্য 

বিশেষণ 

সর্বনাম 

অব্যয় 

ক্রিয়া 


পথ, সকাল, বিশ্বাস, বোঝাই, ভাঙা, চিৎকার, শক্তি, ভুল 

এক, গোঁয়ার, গভীর, সরু, ছোটো, বেজায় 

সে, ওদের, তার 

আর, ও , কিন্তু 

কাটে, তাড়ায়, গিয়েছে, মারল 

এক, কাটে, আর, ভুল, পথ, বিশ্বাস, গোঁয়ার, বোঝাই, গভীর, সকাল, ডাঙা, সরু, তাড়ায়, তার, চিৎকার, মারল, সে, ওদের, ছোটো, কিন্তু, ও, বেজায়, শক্তি, নিয়েছে 


৭. নিম্নলিখিত শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো :

1. কাঁচা - পাকা 

2. ভর্তি - খালি 

3. তীক্ষ্ণ - ভোঁতা 

4. দীর্ঘ - হস্র 

5. বোঝাই - ফাঁকা 


৮. সমার্থক শব্দ লেখো :

মৌমাছি - মধুমক্ষিকা 

বাঘ - শের 

ফুল - পুষ্প 

বন -অরণ্য 

মাটি - মৃত্তিকা 


৯. নীচের ঝুড়িতে বেশ কিছু বন্য প্রাণীর নাম দেওয়া হল, এদের 

শজারু, কুমির, হরিণ

শিয়াল, কচ্ছপ, কাঁকড়া 

বাঁদর, সাপ, রয়েল বেঙ্গল 

টাইগার, শূকর 


১০.১. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় রয়েছে ?

পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনে রয়েছে। 


১০.২. সুন্দরবনের খ্যাতি ও সমাদরের দুটি কারন লেখো। 

সুন্দরবনের খ্যাতি ও সমাদরের দুটি কারন হল - 

১. বাংলার রাজকীয় বাঘ ‘The Royel Bengal Tiger’

২. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল। 


১০.৩. কোন কোন গাছে সাধারণত মৌচাক দেখা যায় ?

সুন্দরবনে খলসি, গেওয়া, কেওড়া, গরান ইত্যাদি গাছে সাধারনত মৌচাক দেখা যায়। 


১১. ‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো :

      ক              খ 

1. মধু        জলখাবার (2)

2. নাস্তা     মৌচাক (1)

3. কাস্তে     ছোটো নৌকা (4)

4. ডিঙি      কাটারি (3)

5. শিষে       সেতু (6)

6. সাঁকো     ছোটো সরু খাদ (5)


১২. গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে লেখ :

১২.১. মনের আনন্দে একটার পর একটা মধুর চাক কেটে চলেছে। (৩)

১২.২. আর্জান এক থাক কাদা তুলে গোল করে পাকিয়ে নিয়ে ছুঁড়ে মারল চাক লক্ষ করে। (৪)

১২.৩. পেটপুরে নাস্তা খেয়ে বনে মধু কাটার জন্য তৈরি হল। (১)

১২.৪. কয়েকটা মৌমাছি ওদের দিকে তাড়া করল। (৫)

১২.৫. ডিঙি করে অনেক দূর বনের ভিতর গিয়ে তিনজনে ডাঙায় উঠেছে। (২)


১৩.১. শিবশঙ্কর মিত্রের লেখালেখির প্রিয় বিষয় কোনটি ?

শিবশঙ্কর মিত্রের লেখালেখির প্রিয় বিষয় ‘সুন্দরবন’


১৩.২. কোন বইয়ের জন্য তিনি শ্রেষ্ঠ শিশু সাহিত্যের পুরস্কার পান ?

‘সুন্দরবন’ বইয়ের জন্য। 


  ১৩.৩. সুন্দরবনকে নিয়ে লেখা তাঁর দুটি বইয়ের নাম লেখো। 

‘বনবিবি’, ‘রয়েল বেঙ্গলের আত্মকথা’


১৪. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :


১৪.১. বসন্তকালে সুন্দরবনের দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় পাঁচটি বাক্যে লেখো। 

সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য বসন্তকালে অনেক মনোরম। এই সময় বিভিন্ন গাছে ফুল ধরে। গরান গাছে হলুদ ফুল ধরে, ফুলের গন্ধে, সৌন্দর্যে, মৌমাছির গুঞ্জনে এই সময় সুন্দরবনে মনমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। এই সময় মনমাতানো বাতাস বইতে থাকে। 


১৪.২. যদি তুমি কখনও সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাও, তবে কাকে কাকে সঙ্গে নেবে ? জিনিসপত্রই বা কী কী নিয়ে যাবে ?

তাহলে আমি মধু সংগ্রহের অভিজ্ঞতা আছে এমন তিনজন ব্যক্তিকে নেবো, কারন এই অভিজ্ঞতা আমার নেই। 

কাস্তে, চট, ধামা, মশাল জ্বালানোর জন্য কাঁচা বাঁশ, কলসি ইত্যাদি নেবো। 


১৪.৩. ‘বাংলার বাঘ’ নামে কে পরিচিত ?

 ‘বাংলার বাঘ’ নামে পরিচিত স্যার আশুতোষ মুখোপাধ্যায়। 


১৪.৪. ‘বাঘাযতীন’ নামে কে পরিচিত ?

‘বাঘাযতীন’ নামে বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় পরিচিত। 


১৪.৫. ‘সুন্দরবনে’ মধু সংগ্রহ করতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ’ - এই বিষয়ে পাঁচটি বাক্য লেখ। 

1. সুন্দরবনে মধু সংগ্রহ করতে গেলে বাঘ, কুমির, সাপ, প্রভৃতি প্রাণীর মুখে পড়তে হতে পারে। 

2. মৌচাক কাটতে গিয়ে গাছ থেকে পড়ে গিয়ে হাত পা ভাঙতে পারে। 

3. মৌচাক কাটতে গিয়ে অন্য মনস্ক হলে মৌমাছির কামড় খাওয়া সম্ভব। 

4. সুন্দরবনের গভীর জঙ্গলে পথ হারানোর ভয় থাকে। 

5. সুন্দরবনের গাছে শ্বাসমূল থাকায় হাটতে গেলে তা পায়ে ফোঁটার সম্ভাবনা থাকে। 


১৪.৬ ধনাই কীসের মন্ত্র জানে ?

ধনাই মৌমাছি তাড়ানোর মন্ত্র জানে। 


১৪.৭. গরান  গাছের ফুল দেখতে কেমন ?

গরান  গাছের ফুল দেখতে ছোটো ছোটো হলুদ রঙের। 


১৪.৮. ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল ?

ডিঙি করে মধু সংগ্রহ করতে ধনাই, আর্জান  ও কফিল গিয়েছিল।

 

১৪.৯. টীকা লেখ :

১। ‘ট্যাক’ - যখন দুটি নদী একসাথে মিলিত হয়ে ত্রিভুজ আকৃতির ভুখন্ড তৈরি করে, সেই ত্রিভুজাকৃতি জায়গাকে ট্যাক বলে। 

২। শিষে - সুন্দরবনে ছোট সরু সরু খাদ দেখা যায় যা সাধারণত তিন -চার হাত লম্বা, তাকে শিষে বলে। 


১৪.১০. মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কী ?

মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করার পর উড়তে থাকলে, তার পিছু পিছু ছুটলেই মৌচাক খুঁজে পাওয়া যায়। কারন মৌমাছি মধু সংগ্রহ করে মৌচাকের মধ্যে রাখে। 


১৪.১১. কফিল ও আর্জানকে পেছনে - ফিরে ডাকার সময় ধনাই কী দেখেছিল ?

কফিল ও আর্জানকে পেছনে - ফিরে ডাকার সময় ধনাই দেখেছিল একটি বাঘ বিকট হুঙ্কার করে বন কাঁপিয়ে তাকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ছে। 


১৪.১২. বাঘটা শিষের ভিতর পড়ে গেল কীভাবে ?

ধনাই যখন আর্জান ও কফিলকে ডাকছিল তখন খাদ পেরতে গিয়ে ফিরে তাকালে দেখে একটা বাঘ দৌড়ে তার গায়ে ঝাঁপিয়ে পড়তে গিয়ে তবলাগাছে ধাক্কা লেগে শিষের ভিতর পড়ে গিয়েছিল। 


১৪.১৩. ধনাই কীভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল ?

ধনাই যখন লাঠি দিয়ে সেতু বানিয়ে খাদ পেড়তে গেলো তখন একটা বাঘ তার দিকে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু বাঘ লক্ষ্যভ্রষ্ট হয়ে তবলাগাছে ধাক্কা খেয়ে সে গিয়ে খাদে পড়ে এবং ধনাই এর মাথায় থাকা মধুর কলসি বাঘের মাথায় পড়ে এবং এইভাবেই ধনাই বাঘের হাত থেকে বেঁচে গেল। 

Ratings
No reviews yet, be the first one to review the product.