• SCHOOL BOARDS
  • WBBSE/WBCHSE
  • CLASS 5
  • BENGALI
  • দ্বিতীয় অধ্যায় বুনো হাঁস - লীলা মজুমদার সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্নোত্তর Chapter 2 Buno Haansh - Lila Majumdar

দ্বিতীয় অধ্যায় বুনো হাঁস - লীলা মজুমদার সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্নোত্তর Chapter 2 Buno Haansh - Lila Majumdar

Language : Bengali

The Note contains Textual Question Answers from WBBSE Class 5 Bengali Chapter 2 Buno Haansh by Lila Majumdar (দ্বিতীয়  অধ্যায় বুনো হাঁস - লীলা মজুমদার). Read the Question Answers carefully. This Question Answer set from the WBBSE board provides quality Multiple Choice Questions (MCQ), Short Answer Type Questions (SAQ), and Long Answer Type Questions from the above chapter. By reading these, students will get a clear idea about that chapter. It will enhance their knowledge and enable them to get good marks in the board exams. 

পঞ্চম শ্রেণি বাংলা দ্বিতীয় অধ্যায় বুনো হাঁস - লীলা মজুমদার , বুনো হাঁস ব্যাখ্যা,

বুনো হাঁস গদ্যের বিষয়বস্তু বিশ্লেষণ, সম্পূর্ণ আলোচনা ও অনুশীলনীর প্রশ্নোত্তর,

বুনো হাঁস - লীলা মজুমদার  থেকে সংক্ষিপ্ত, রচনাধর্মী ও ব্যাখ্যা ধর্মী প্রশ্নোত্তর 

Class 5 Bengali Chapter 2 Buno Haansh - Lila Majumdar

Short Answer Type Question (SAQ) from Buno Haansh by Lila Majumdar

Long Answer Type Question from Buno Haansh by Lila Majumdar


LRNR provides this material totally free

WBBSE Board Class 5 Chapter 2 বুনোহাঁস (Buno Haansh) লীলা মজুমদার (Lila Majumdar) Textual Questions পঞ্চম শ্রেণি (৫ম শ্রেণি ) প্রথম অধ্যায় বুনোহাঁস || লীলা মজুমদার || পাতাবাহার || পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ || Learn Bengali Step by Step || গল্পবুড়ো কবিতা আবৃতি || বুনোহাঁস কবিতার বিশ্লেষণ ও সম্পূর্ণ ব্যাখ্যা || প্রথম পাঠ বুনোহাঁস || লীলা মজুমদার Online Video Class “Buno Haansh” by Lila Majumdar


CH-2 বুনোহাঁস-লীলা মজুমদার 


1. ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো :

1.1. আকাশের দিকে তাকালে তুমি দেখ ______(ঘরবাড়ি / গাছপালা/ পোকামাকড়/মেঘ-রোদ্দুর


1.2. হিমালয় ছাড়া ভারতবর্ষের আরো একটি পর্বতের নাম হলো _____(কিলিমানজারো /আরাবল্লী/ আন্দি/রকি ) 


1.3. এক রকমের হাঁসের নাম হলো ______(সোনা/ কুনো/ কালি/ বালি) হাঁস। 


1.4. পাখির ডানার ______( বোঁ বোঁ /শনশন /শোঁ-শোঁ / গাক-গাক ) শব্দ শোনা যায়। 


2. ‘ক’ এর সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো : 

ক-----------------------খ 

বরফে-----------------শুরু 

বুনো----------------হিমানী 

কুঁড়ি------------------বন্যচঞ্চল-----------------কলি 

আরম্ভ---------------অধীর 


উত্তর 

ক----------------------খ 

বরফে---------------হিমানী 

বুনো-------------বন্য 

কুঁড়ি-------------কলি চঞ্চল-----------অধীর 

আরম্ভ------------শুরু 

 

3. সঙ্গী - (ঙ্+গ্ )- এমন ‘ঙ্গ’ রয়েছে -এরকম পাঁচটি শব্দ লেখো। 


1. বঙ্গ 

2. কলিঙ্গ 

3. অঙ্গ 

4. সঙ্গে 

5. বিহঙ্গ 


4. ঘটনাক্রমে সাজিয়ে লেখ :


4.1. দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। 

4.2. হাঁসের ডানা জখম হল। 

4.3. সারা শীত কেটে গেল। 

4.4. বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত।

 4.5. আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে। 


উত্তর :

4.4. বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত। 4.2. হাঁসের ডানা জখম হল।

4.5. আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে।

4.3. সারা শীত কেটে গেল। 

4.1. দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। 


5. শুন্যস্থান পূরণ করো :


5.1. লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল। 


5.2. জোয়ানদের মুরগী রাখার খালি জায়গা ছিল।


 5.3. আস্তে আস্তে হাঁসের ডানা সারল। 


5.4. দলে দলে বুনো হাঁস তিরের ফলার আকারে, কেবলই উত্তর দিকে উড়ে চলেছে। 


5.5. ন্যাড়াগাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল।


6. শব্দ ঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো :


বুনো, জখম, লাডাক, শীতকাল, বরফ, তাঁবু, গরম, ন্যাড়া, সঙ্গী,নির্জন, বেচারি, চঞ্চল 

বিশেষ্য ---------------বিশেষণ 

জখম-------------------বুনো 

লাডাক ------------------ন্যাড়া, শীতকাল

 বরফ--------------------------নির্জন, গরম 

তাঁবু -----------------------------চঞ্চল 

সঙ্গী 


7. ক্রিয়ার নীচে দাগ দাও :


7.1. বাড়ির জন্য ওদের মন কেমনকরত। (ক্রিয়া)


7.2. পাখিরা আবার আসতে (ক্রিয়া)আরম্ভ করল। 



7.3. দেশে ফিরে ওরা বাসা বাঁধবে।  (ক্রিয়া)  


7.4. সেখানে বুনো হাঁসরা রইল।  (ক্রিয়া)  


7.5. নিরাপদে তাদের শীত কাটে।  (ক্রিয়া)  


8. বাক্য বাড়াও :


8.1. একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়ল।  (কোথায় নেমে পড়ল)

→ একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নীচে নেমে পড়ল। 


8.2. ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। (কোথায় এবং কখন ফিরে যাচ্ছে )

→ ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে। 


8.3. পাহাড়ের বরফ গলতে শুরু করল।  (কোথাকার পাহাড়)

→ নীচের পাহাড়ে বরফ গলতে শুরু করল। 


8.4. আবার ঝোপঝাড় দেখা গেল।  (কেমন ঝোপঝাড়)

→ আবার সবুজ ঝোপঝাড় দেখা গেল। 


8.5. গাছের পাতার আর ফুলের কুঁড়ি ধরল ( কেমন গাছে  ?)


→ ন্যাড়া গাছের পাতার আর ফুলের কুঁড়ি ধরল। 


9. বাক্য রচনা করো :


রেডিয়ো রেডিয়োতে মহালয়া শুনতে ভাল লাগে। 


চিঠিপত্র - আগেকার দিনে চিঠিপত্রের আদান প্রদান ছিল। 


থরথর - ঠান্ডায় কুকুরের বাচ্ছাগুলি থরথর করে কাঁপছে। 


জোয়ান-বর্ডারে জোয়ান সৈনিকরা পাহাড়া দেয়।


তাঁবু - পর্বতারোহীরা রাতে তাঁবুতে আশ্রয় নেয়।


 11. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :


11.1. জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল ?

→ লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের একটা ঘাঁটি ছিল। 


11.2. জোয়ানরা কী কাজ করে ?

→ জোয়ানরা দেশের নিরাপত্তা রক্ষা করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখে, এবং দেশকে বাইরের শত্রুর হাত থেকে রক্ষা করে। 


11.3. দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন ?

→ একটি বুনো হাঁসের ডানা জখম হয়েছিল বলে সে জোয়ানদের তাঁবুর কাছে পড়েছিল, ওকে দেখে অন্য একটি হাঁসও ওর পিছু পিছু নেমে এসে জোয়ানদের তাঁবুতে ছিল যতদিন না প্রথম হাঁসটি সুস্থ হয়েছিল। তাই দুটো বুনো হাঁস দলছুট হয়েছ


11.4. বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কী খেত ?


→ বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে - টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি খেত। 


11.5. হাঁসেরা আবার কোথায়, কখন ফিরে গেল ?


→ হাঁসেরা আবার শীতের শেষে তাদের নিজেদের দেশে ফিরে গেল। 


11.6. ‘এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল’ - কেমন করে সারা শীতকাল কাটল ? এরপর কী 

ঘটনা ঘটল ?

→ লীলা মজুমদারের লেখা ‘বুনো হাঁস’ গল্পে একটি হাঁসের ডানা জখম হয়ে নীচে জোয়ানদের ঘাঁটিতে নেমে আসা সাথে অন্য একটি হাঁসের ও আসা, জখম হাসটির ডানার পরিচর্চা করা এবং জোয়ানদের হাতে সুস্থ হয়ে নিজেদের দেশে ফিরে যাওয়ার মধ্য দিয়েই সারা শীতকাল কেটে গিয়এর পর নীচের পাহাড়ের বরফ গলতে শুরু করল, আবার সবুজ ঝোপঝাড় দেখা গেল।  ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল। তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করল এবার দক্ষিণ থেকে উত্তরে। এরপর জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে এবং জোয়ানদেরও তখন বাড়ি ফেরার সময় হয়ে এসেছিল।


13.1. লীলা মজুমদারের জন্ম কোন শহরে ?

→ কলকাতা শহরে। 


13.2. তাঁর শৈশব কোথায় কেটেছে ?


→ শিলং পাহাড়ে। 


13.3. ছোটোদের জন্য লেখা তাঁর দুটি বইয়ের নাম লেখ। 


→ ‘বদ্যিনাথের বড়ি’ , ‘হলদে পাখির পালক’ ।




Thank you for visiting LRNR.in. 

You can solve different MCQs mock sets, can get videos and notes on different subjects. Download the app 'LRNR' from Google Play Store.





Ratings
No reviews yet, be the first one to review the product.