- SCHOOL BOARDS
- WBBSE/WBCHSE
- CLASS 6
- ENGLISH
- LETTERS || WORDS || SYLLABLES AND SENTENCES || ENGLISH GRAMMAR

LETTERS || WORDS || SYLLABLES AND SENTENCES || ENGLISH GRAMMAR

Language : Bengali
LRNR provides this material totally free
LETTERS, WORDS, SYLLABLES AND SENTENCES
1 . Letter বা (বর্ণ ) কাকে বলে ?
ইংরেজি ব্যকরণে A থেকে Z পর্যন্ত যে 26 টি প্রতীক বা চিহ্ন রয়েছে, তাদের প্রত্যেকটিকে আমরা letter বা বর্ণ বলে। যেমন a, b, c, প্রত্যেকটিই এক একটি বর্ণ বা ‘Letter ।
2. ইংরেজি ব্যাকরণে মোট কতগুলি বর্ণ আছে ?
⇒ ইংরেজি ব্যকরণে মোট 26 টি বর্ণ আছে।
যথা - A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z.
3. Alphabet কি ?(বর্ণমালা )
ইংরেজি ব্যকরণে A থেকে Z পর্যন্ত যে 26 টি letter বা বর্ণ আছে, তাদের একত্রে Alphabet বা বর্ণমালা বলে।
***(অনেক ফুলকে একত্রে নিয়ে ফুলের মালা তৈরী করা হয়। তেমন এই 26 টি বর্ণকে একত্রে নিয়ে আমরা বর্নমালা তৈরী করি।
4. Letter কয় প্রকার ও কি কি?
**Letter দুই প্রকার। যথা -
i) Capital Letter বা বড় হরফের লেখা
ii) Small Letter বা ছোটো হরফের লেখা
5. উচ্চারণের দিক থেকে ‘letter’ কে কয়ভাগে ভাগ করা হয়?
⇒ উচ্চারণের দিক থেকে ‘letter’ কে দুই ভাগে ভাগ করা হয়। যথা
i) Vowel
ii) Consonant
6. Vowel (স্বরবর্ণ ) কাকে বলে ?
⇒ যে letter গুলি উচ্চারণের সময় মুখের ভিতর কোথাও বাধাপ্রাপ্ত হয় না তাকে Vowel বলে।যেমন -বলো ‘a’, দেখ যে মুখের মধ্যে ঠোঁটে, জিভে, কোথাও বাধা পাচ্ছে না। তেমনই e, i, o, u উচ্চারণ করার ক্ষেত্রেও মুখের কোথাও না কোথাও বাধা পাবে।
7. Consonant (ব্যঞ্জনবর্ণ ) কাকে বলে ?
যে সমস্ত letter বা বর্ণ উচ্চারণ করতে গিয়ে মুখের মধ্যে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় তাকে Consonant বলে। যেমন -’b’ উচ্চারণ করতে গিয়ে ঠোঁটের মধ্যে বাধা পাচ্ছে। ***
8. কতগুলো Vowel ও কতগুলো Consonant আছে ?
⇒ ইংরেজি ব্যাকরণে মোট 5 টি Vowel আছে। যথা -A, E, I, O, U
এই পাঁচটি Vowel ছাড়া বাকি 21টি হল Consonant.
9. Word বা শব্দ কাকে বলে ?
এক বা একাধিক বর্ণ বা letter পাশাপাশি বসে যখন একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তখন তাকে Word বা শব্দ বলে।
যেমন c+o+w = cow অর্থাৎ গরু।
এখানে মোট 3টি বর্ণ পাশাপাশি বসেছে ও একটি অর্থ তৈরী করেছে তাই এটি একটি শব্দ বা Word.
কিন্তু o+c+w=ocw এখানেও তিনটি বর্ণ পাশাপাশি বসেছে কিন্তু কোনো নির্দিষ্ট অর্থ তৈরী করছে না। তাই এটি কোনো Word বা শব্দ নয়।
**10. Semi-vowel কি ?
⇒ ইংরেজিতে W ও Y কে Semi-vowel বলা হয়। এই W ও Y যখন কোনো শব্দের মাঝে ও শেষে বসে তখন তা Semi-vowel হিসাবে ব্যবহৃত হয়। যেমন - boy, cow, toy, two ইত্যাদি শব্দগুলো তে w ও y এখানে Semi-vowel এর মতো কাজ করছে।
**
11. Vowel ছাড়া দুটি শব্দ লেখ।শব্দ তৈরী করতে গেলে Vowel অবশ্যই প্রয়োজন। কিন্তু কিছু শব্দ আছে যেখানে Vowel নেই। সেখানে Semi-vowel ই Vowel এর কাজ করে। যেমন - By ,shy, my, rhythm ( রিদম - ছন্দ )
***12. পাঁচটি Vowel ই আছে এমন দুটি শব্দ লেখ।
EDUCATION
AUTOMOBILE
EQUATION
13. Syllable কি ?(শব্দাংশ ) ? Syllable কয় প্রকার ও কি কি?
⇒ কোনো শব্দের যতটুকু অংশ আমরা একেবারে উচ্চারণ করি, তাকে Syllable বা শব্দাংশ বলে। যেমন -Fa-ther ,Mo-ther ,Con-so-nant
⇒ Syllable মোট পাঁচ প্রকার। যথা -
i) Mono(মনো )-Syllable
ii) Di(ডাই )-Syllable
iii) Tri(ট্রাই)- Syllable
iv) Tetra(টেট্রা )-Syllable
v) Poly(পলি )-Syllable
14. পাঁচটি Syllable সম্পর্কে লেখ আলোচনা করা হলো।
i) Mono-Syllable: যে Word বা শব্দ একটিমাত্র Syllable দ্বারা গঠিত, তাকে Mono-Syllabic (মনোসিলেবিক) Word বলে। যেমন -Cat, dog, bat, rat
ii) Di-Syllable: যে Word দুটি Syllable দ্বারা গঠিত ,তাকে আমরা Di-Syllabic Word বলে। যেমন - Mother (mo+ther), father (fa+ther), brother (bro+ther)
iii) Tri- Syllable: যে Word তিনটি Syllable দ্বারা গঠিত ,তাকে Tri-Syllabic Word বলে। যেমন - consonant (con+so+nant) , education (edu+ca+tion)
iv) Tetra-Syllable: যে Word চারটি Syllable দ্বারা গঠিত ,তাকে Tetra-Syllabic Word বলে। যেমন certificate (cer+ti+fi+cate)
v) Poly-Syllable: যে Word এর মধ্যে পাঁচটি বা তার বেশি Syllable থাকে, তাকে Poly-Syllabic Word বলে। যেমন - clarification (cla+ri+fi+ca+tion) .
15. Sentence কাকে বলে ? উদাহরণ দাও।
এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে Sentence বা বাক্য বলে।
যেমন -I go to school.
He plays football.
কিন্তু plays he football এখানে তিনটি words পাশাপাশি বসলেও কোনো সম্পূর্ণ মনেরভাব প্রকাশ করছে না। তাই এটি Sentence নয়।
If you want to read more about sentences, just type and search "More About Sentences" on our website.
Thank you for visiting LRNR.
You can solve our MCQ sets according to your school board to enhance your knowledge.
?
?
Truly Indian Brand
Truly Indian Brand