• SCHOOL BOARDS
  • WBBSE/WBCHSE
  • CLASS 6
  • HISTORY
  • WBBSE Class 6th History Chapter 1 ইতিহাসের ধারণা PART 1 অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর || Short Questions and Answers || Class VI 1st Chapter Itihaser Dharona short questions || শূন্যস্থান পূরণ || ষষ্ঠ শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা

WBBSE Class 6th History Chapter 1 ইতিহাসের ধারণা PART 1 অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর || Short Questions and Answers || Class VI 1st Chapter Itihaser Dharona short questions || শূন্যস্থান পূরণ || ষষ্ঠ শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা

Language : Bengali

LRNR provides this material totally free

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : সম্ভাব্য মান -১


1. ইতিহাস শব্দের অর্থ কী ?

উঃ -ইতিহাস শব্দের একটা মানে ‘পুরোনো দিনের কথা’। 


2. ইতিহাস গল্পের গোড়ার কথা কী ?


উঃ -কোনটা আগে, কোনটা পরে। 


3. পাথরের শিলনোড়া, লোহার হামান দিস্তা ও মিকসার মেশিনের মধ্যে কোনটা আগে এসেছে, কেন ?


উঃ -পাথরের শিলনোড়া আগে এসেছে কারণ মানুষ পাথরের ব্যবহার আগে শিখেছে। 


4. পাথর, ধাতু (লোহা ) ও বিদ্যুত এর মধ্যে কোনটির ব্যবহার মানুষ সবার শেষে শিখেছে ?

উঃ -বিদ্যুৎ-এর। 


5. মাতৃক কথার অর্থ কী ?

উঃ-মাতৃক কথার অর্থ ‘মায়ের মতো’ । 


6. পক্ষীরাজ ঘোড়ার কথা কোন গল্পে থাকে ?


উঃ -রূপকথার গল্পে। 


7. উপমহাদেশ কথার অর্থ কী ?

উঃ - একটি মহাদেশের মতো বড়ো অঞ্চল। 


8. ভারতীয় উপমহাদেশকে একসময় কী বলা হতো

উঃ -ভারতীয় উপমহাদেশকে একসময় ভারতবর্ষ বলা হতো। 


9. ‘ভরত’ কী ?

উঃ -’ভরত’ হল ভারতীয় উপমহাদেশে বসবাসকারী একটি পুরোনো জনগোষ্ঠী। 


10. ‘ভারত’ কথার অর্থ কী ?

উঃ -’ভারত’ কথার অর্থ ‘ভরতের বংশধর।’


11. ‘ভারতবর্ষ’ বলতে কী সমগ্র ভারতীয় উপমহাদেশকে বোঝাত ?


উঃ -না, সবসময় তা বোঝাত না। 


12. ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছে কোন পর্বত ?

উঃ -বিন্ধ্য পর্বত। 


13. ভারতে প্রথম যাত্রী নিয়ে ট্রেন কবে চলে ?


উঃ -১৮৫৩ সালের ১৬ এপ্রিল। 


14. ‘যুগ’ বলতে কী বোঝায় ?


উঃ -ইতিহাসে ‘যুগ’ বলতে মোটামুটিভাবে লম্বা একটি সময়কে বোঝায়। 


15. ‘তুষার যুগ’ বা ‘বরফ যুগ’ বলতে কী বোঝ ?

উঃ -এমন একটা সময় ছিল যখন হাজার হাজার বছর ধরে পৃথিবীতে বরফ জমে ছিল। সেই লম্বা সময়কে বোঝাতে ‘তুষার যুগ’ বা ‘বরফ যুগ’ কথাটা বলা হয়।

16. ধাতুর যুগ বলতে কী বোঝ ?

উঃ -এক সময়ে মানুষ তামা, ব্রোঞ্জ, লোহা এই সব ধাতুর ব্যবহার শিখল। সেইসময়টাকে বোঝাতে ‘ধাতুর যুগ’ বলা হয়।


17. ‘তামার যুগ’ বা ‘তাম্র যুগ’ বলতে কী বোঝ ?

উঃ -একটা সময় ছিল যখন মানুষ ধাতু হিসেবে শুধু তামার ব্যবহারই জানত সেই সময়টাকে ‘তামার যুগ’ বা ‘তাম্রযুগ’ কথাটা ব্যবহার করা হয়।


18. লোহার যুগ বলতে কী বোঝ ?

উঃ -মানুষ যখন লোহার ব্যবহার শিখল তখন শুরু হলো লোহার যুগ। 


19. লোহার যুগে কী পাথর, তামার  ব্যবহার বন্ধ হয়ে গিয়েছিল উঃ -না।  তবে লোহাই সবচেয়ে বেশি ব্যবহার হতো। 


20. ‘আনুমানিক’ কথার অর্থ কী ?

উঃ -’আনুমানিক’ কথার অর্থ ‘অনুমান করে নেওয়া হয়েছে’ বা ‘আন্দাজ করে নেওয়া হয়েছে এমন


21. আনুমানিক কথাটি কখন ব্যবহার করা হয় ?


উঃ -আনুমানিক কথাটির অর্থ ‘অনুমান বা আন্দাজ করে নেওয়া হয়েছে এমন’।অনেকসময় পুরোনো দিনের সাল -তারিখ আন্দাজ করে নিতে হয়। তাই সময়ের হিসেবের সঙ্গে আনুমানিক কথাটা ব্যবহার করতে হয়। 


22. প্রাক কথার অর্থ কী ?

উঃ -প্রাক মানে আগের। 


23. সাল বোঝাতে কোন কোন শব্দগুলি ব্যবহার করা হয় ?


উঃ -সাল বোঝাতে অব্দ ও বছর কথা গুলো ব্যবহার করা হয়। 


24. অব্দ গণনা কীভাবে করা হয় ?


উঃ -কোনো বড়ো বা জরুরি ঘটনাকে ধরে অব্দ গণনা করা হয়। 


25. কণিষ্কাব্দের অপর নাম কী ?

উঃ -কণিষ্কাব্দের অপর নাম শকাব্দ। 


26. কনিষ্ক কবে সিংহাসনে বসেন ?

উঃ -আনুমানিক ৭৮ খ্রিস্টাব্দে। 


27. খ্রিস্টাব্দ থেকে কত বাদ দিলে শকাব্দ পাওয়া যায়

উঃ -৭৮


28. গুপ্তাব্দ গণনা কে চালু করেন ?

উঃ -গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত। 


29. গুপ্তাব্দ গণনা কবে শুরু হয় ?


উঃ -৩১৯-৩২০ খ্রিস্টাব্দ নাগাদ। 


30. হর্ষাব্দ গণনা কে চালু করেন ?

উঃ -হর্ষবর্ধন। 


31. খ্রিস্টাব্দ কাকে বলে ?

উঃ -যীশু খ্রিস্টের জন্মকে ধরে যে অব্দ বা সাল গণনা চালু হয় তাকে খ্রিস্টাব্দ বলে। 


32. খ্রিস্টপূর্বাব্দ কাকে বলে ?


উঃ -’পূর্ব’ মানে ‘আগের’ । অর্থাৎ খ্রিস্ট পূর্বাব্দ মানে হলো খ্রিস্টের জন্মের আগের অব্দ গণনা। যীশুর জন্মের আগের সময়কে বলা হয় খ্রিস্ট পূর্বাব্দ। 


33. এটা কোন শতক ?

উঃ -এটা খ্রিস্টিয় একুশ (একবিংশ ) শতক। 


34. প্রথম খ্রিস্টাব্দ কথার অর্থ কী ?

উঃ -প্রথম খ্রিস্টাব্দ মানে যীশু যে বছরে জন্মেছিলেন। 


35. খ্রিস্টিয় প্রথম শতক কথার অর্থ কী ?


উঃ -খ্রিস্টীয় প্রথম শতক মানে যীশুর জন্মের পর থেকে প্রথম একশো বছর। 


36. সহস্রাব্দ কী ?

উঃ -হাজার বছরকে এককথায় সহস্রাব্দ বলা হয়। 


37. শতাব্দ কাকে বলে ?

উঃ -একশো বছর বোঝাতে শতাব্দ কথাটা ব্যবহার করা হয়। 


38. শতাব্দকে আর কী কী বলে ?

উঃ -শতাব্দকে শতাব্দী বা শতকও বলা হয়। 


39. দশক কথাটা কখন ব্যবহার হয় ?


উঃ -দশ বছর একসঙ্গে বোঝাতে দশক কথাটা ব্যবহার হয়। 


40. দশককে কী দশাব্দ বলা যায় ?


উঃ -না। 


41. ছবি আঁকা আর লেখার মধ্যে কোনটি মানুষ আগে শিখেছে ?

উঃ -ছবি আঁকা। 


42. জাদুঘর-এর ইংরেজি প্রতিশব্দ কী ?

উঃ -Museum


43. পশ্চিমবঙ্গের কোথায় জাদুঘর আছে ?


উঃ -কলকাতা 


44. প্রত্ন বা পুরা মানে কী ?

উঃ -প্রত্ন বা পুরা মানে পুরোনো। 


45. প্রত্নতাত্ত্বিক কে ?/ প্রত্নতাত্ত্বিক এর কাজ কী ?

উঃ - প্রত্ন বা পুরা মানে পুরোনো। আর তাত্ত্বিক মানে পন্ডিত মানুষ। মাটির নীচে চাপা পড়ে যাওয়া উপাদান গুলো খুঁজে বের করেন প্রত্নতাত্ত্বিক বা পুরাতাত্ত্বিক।  


46. হরপ্পা লিপি কী পড়া যায় ?

উঃ -না হরপ্পা লিপি আজও পড়া যায়নি।


 47. হরপ্পা সভ্যতার ইতিহাস কীভাবে জানা যায় ?

উঃ -মাটি খুঁড়ে পাওয়া নানা প্রত্নতাত্ত্বিক উপাদানই হরপ্পার ইতিহাস জানতে সাহায্য করে। 


48. প্রত্নক্ষেত্র কী ?

উঃ -একটা বড়ো অঞ্চল জুড়ে প্রত্নতাত্ত্বিকরা অনেক সময় খোঁড়ার কাজ চালান। ঐ অঞ্চলটাকে প্রত্নক্ষেত্র বলা হয়। 




49. প্রত্নবস্তুর গুরুত্ব লেখ?

উঃ -লিখিত ইতিহাস পেলেই যে প্রত্নবস্তুর গুরুত্ব শেষ হয়ে যায় এমনটা নয়। প্রত্নবস্তুর পরীক্ষা থেকেই যাচাই করা যায় লেখা ইতিহাস কতটা ঠিক


50. শিলালেখ কী ? পাথর লেখ কী ?

উঃ -পাথরের গায়ে খোদাই লেখা গুলিকে শিলালেখ বা পাথর লেখ বলে। 

51. লেখমালার শ্রেষ্ঠ নমুনা কোনটি ?

উঃ -মৌর্য সম্রাট অশোকের লেখ গুলি লেখমালার শ্রেষ্ঠ নমুনা। 


52. ‘প্রশস্তি’ কথার অর্থ কী ?

উঃ - ‘প্রশস্তি’ কথার অর্থ ‘গুনগান করা’।


53. একটি প্রশস্তির উদাহরণ দাও। 

উঃ -গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি। 


54. শিল্পবস্তু কয় রকমের ও কী কী ?


উঃ -শিল্পবস্তু সাধারণভাবে তিন রকমের। যথা -স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা। 


55. ভাস্কর্য কী ?

উঃ -পাথর, ধাতু ও পোড়া মাটির উপরে খোদাই করে নানা কিছু বানানো হতো। যেমন -দেব দেবী, মানুষ ও পশুর মূর্তি। এগুলোই ভাস্কর্য। 


56. প্রাচীন ভারতের দুটি গুহাচিত্রের নাম লেখ ?

উঃ -ভীমবেটকা ও অজন্তার গুহাচিত্র। 


57. স্থাপত্যের উদাহরণ দাও। 

উঃ -বাড়িঘর, প্রাসাদ, মন্দির ইত্যাদি। 


58. প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান কয়টি ও কী কী ?


উঃ -ছ-টি। যথা -শিল্পবস্তু, মুদ্রা, লেখ, মাটি খুঁড়ে পাওয়া প্রত্নতাত্ত্বিক উপাদান, দেশিয় সাহিত্য ও বৈদেশিক বিবরণ। 






Ratings
No reviews yet, be the first one to review the product.