• SCHOOL BOARDS
  • WBBSE/WBCHSE
  • CLASS 7
  • HISTORY
  • WBBSE Class 7th History Chapter 1 ইতিহাসের ধারণা PART 1 অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর || Short Questions and Answers || Class VII 1st Chapter Itihaser Dharona short questions || শূন্যস্থান পূরণ || সপ্তম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা

WBBSE Class 7th History Chapter 1 ইতিহাসের ধারণা PART 1 অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর || Short Questions and Answers || Class VII 1st Chapter Itihaser Dharona short questions || শূন্যস্থান পূরণ || সপ্তম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা

Language : Bengali

LRNR provides this material totally free

অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : সম্ভাব্য মান -১


1. ইতিহাসের সময় মাপার একক গুলি কী কী ?

উঃ - ইতিহাসের সময় মাপতে গেলে চাই তারিখ, মাস, সাল, শতাব্দী, সহস্রাব্দ ইত্যাদি নানা সময় মাপার হিসাব। সেখানে সেকেন্ড, মিনিট,  ঘন্টার হিসাব বিশেষ কাজে লাগে না। 


2. ”বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে”-এই বাক্যটায় কয়জন মুঘল সম্রাটের নাম লুকিয়ে আছে ? কী কী ?

উঃ -”বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে”-বাক্যটায় ছয়জন মুঘল সম্রাটের নামের হদিশ পাওয়া যায়, এরা হল -




বাবার - বাবর 

হইল - হুমায়ুন আবার - আকবর 

জ্বর - জাহাঙ্গীর 

সারিল - শাহজাহান 

ঔষধে - ঔরঙ্গজেব 


3. লেখ কাকে বলে ?

উঃ - পাথর বা ধাতুর পাতে লেখা থেকে পুরোনো দিনের অনেক কথা জানা যায়, সেগুলিকে লেখ বলে। 


4. তাম্রলেখ কাকে বলে ?


উঃ - তামার পাতে লেখাগুলিকে তাম্র লেখ বলে। 


5. শিলালেখ কাকে বলে ?

উঃ - পাথরের উপর লেখা হলে তা হয় শিলালেখ। 


6. লিখিত উপাদান কাকে বলে ?

উঃ - কাগজের উপর লেখাগুলিকে বলা হয় লিখিত উপাদান। 


7. সুলতানি ও মুঘল যুগে ‘বিদেশি’ বলতে কী বোঝাত ?

উঃ - সুলতানি ও মুঘল যুগে ‘বিদেশি’ বলতে গ্রাম বা শহরের বাইরে থেকে আসা যে কোনো লোককেই বোঝাত। 


8. অনেকে ‘দেশ’ বলতে কী বোঝেন ?

উঃ - অনেকে ‘দেশ’ বলতে তাদের আদি বাড়ি বোঝেন। 


9. ’ইন্ডিয়া’ নামটি প্রথম কে ব্যবহার করেন ?

উঃ - খ্রিস্টপূর্ব ষষ্ঠ-পঞ্চম শতকে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ‘ইন্ডিয়া’ নামটি প্রথম ব্যবহার করেন। 



10. পারসিক ভাষায় কি ‘স’-এর উচ্চারণ আছে ?

উঃ - না, ইরানি ভাষায় ‘স’ এর উচ্চারণ নাই। 


11. গ্রিক ভাষায় কি ‘হ’-এর উচ্চারণ আছে ?

উঃ - না, গ্রিক ভাষায় ‘হ’-এর উচ্চারণ নাই। 


12. ’হিন্দুস্তান’ শব্দটি কোথায় পাওয়া যায় ?

উঃ - ২৬২ খ্রিস্টাব্দে খোদিত ইরানের সাসানীয় শাসকের শিলালেখতে হিন্দুস্তান শব্দটি পাওয়া যায়।


13. কোন গ্রন্থে ‘হিন্দুস্তান’ শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হয়েছে ?

উঃ - হুদুদ অল্ আলম গ্রন্থে হিন্দুস্তান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হয়েছে। 


14. ’হুদুদ অল আলম’-গ্রন্থটি কার লেখা ?

উঃ - লেখকের নাম জানা যায় নি। 


15. ইতিহাসে ‘যুগ’ শব্দটি ব্যবহার করা হয় কেন ?

উঃ - ঐতিহাসিকরা ‘যুগ’ শব্দটি দিয়ে আলাদা করেন লম্বা একটি সময়কে। 


16. ইতিহাসের সময়কে কয়টি যুগে ভাগ করা হয় ?

উঃ - সাধারণভাবে ‘প্রাচীন’,’মধ্য’ ও ‘আধুনিক’-এই তিন যুগে ভাগ করা হয় ইতিহাসের সময়কে। 


17. তোমরা সপ্তম শ্রেণিতে কোন যুগের ইতিহাস পড়বে ?

উঃ - আমরা যে হাজার বছরের কথা এখানে আলোচনা করব সেটা ‘মধ্য যুগে’ পড়ে। 

18. ভারতীয়রা কাদের কাছ থেকে আলু খেতে শিখেছে ?


উঃ - ভারতীয়রা রান্নায় আলুর ব্যবহার শিখেছে পোর্তুগীজদের কাছ থেকে। 


19. ’তাজমহল’ কে বানিয়েছে ?


উঃ - ’তাজমহল’ বানিয়েছে সম্রাট শাহজাহান।



ঠিক ভুল নির্বাচন কর : সম্ভাব্য মান -১


1. ’পরদেশি’ ও ‘অজনবি’ কথা দুটি প্রায় সমার্থক 

 উঃ - ঠিক 


2. বর্ধমান পশ্চিমবঙ্গের একটি জেলা মাত্র। 

উঃ - ঠিক 


3. ইরানি ভাষায় ‘হ’ -এর উচ্চারণ আছে। 


উঃ - ঠিক 


4. ’হুদুদ অল আলম’ গ্রন্থের লেখকের নাম জানা গেছে। 

উঃ - ভুল 


5. চোল রাজারা মন্দির বানিয়েছেন। উঃ - ঠিক 


6. ইতিহাস পড়তে গিয়ে সবাই মজা পায় না

উঃ - ঠিক 


7. ইতিহাসের কোন ঘটনাটি আগে, কোন ঘটনাটা পরে ঘটেছিল তা জানার জন্য সাল, তারিখ মনে রাখাটা জরুরি। 

উঃ -ঠিক 


। 






Ratings
No reviews yet, be the first one to review the product.