Chapter 1 - পরিবেশ ও বিজ্ঞান - ভৌত পরিবেশ

Language : Bengali

The Note contains Textual Question Answers from WBBSE Class 8 Poribesh O Bigyan Chapter 1 Vouto Poribseh (প্রথম অধ্যায় ভৌত পরিবেশ). Read the Question Answers carefully. This Question Answer set from the WBBSE board provides quality Multiple Choice Questions (MCQ), Short Answer Type Questions (SAQ), and Long Answer Type Questions from the above chapter. By reading these, students will get a clear idea about that chapter. It will enhance their knowledge and enable them to get good marks in the board exams. 

অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায় ভৌত পরিবেশ,

ভৌত পরিবেশ অধ্যায় এর সম্পূর্ণ আলোচনা ও অনুশীলনীর প্রশ্নোত্তর,

ভৌত পরিবেশ থেকে সংক্ষিপ্ত, রচনাধর্মী ও ব্যাখ্যা ধর্মী প্রশ্নোত্তর, 

Class 8 Poribesh O Bigyan Chapter 1 Vouto Poribseh,

Vouto Poribseh Class 8 Poribesh O Bigyan,

Short Answer Type Question (SAQ) from Vouto Poribseh,

Long Answer Type Question from Vouto Poribseh,


1. ভৌত পরিবেশ 

1.1 বল ও চাপ 


1) M ভরের বস্তুতে F বল t সময় ধরে ক্রিয়া করায় বস্তুর প্রাথমিক বেগ u থেকে চূড়ান্ত বেগ হয় V 

প্রাথমিক ভরবেগ = MU

চূড়ান্ত ভরবেগ = MV

ভরবেগের পরিবর্তন = MV-MU

ভরবেগের পরিবর্তন হার  = MV-MUt

দ্বিতীয় গতিসূত্র থেকে পাই, 

F MV-MUt

F = K . MV-MUt

F = KM (v-ut)

F = K.ma

F = 1, M =1, a = 1 হয় 

K = 1

F = Ma বলের পরিমাপ 


2. বলের পরিমাপ ও একক :

বল = ভর ত্বরণ [F = ma ]

বল কয় প্রকার ?

2 প্রকার। পরম একক, অভিকর্ষীয় একক 

পরম একক - 1 ডাইন = 1 গ্রাম 1 সেমি / সেকেন্ড 2


1. ডাইন কাকে বলে?

এক গ্রাম ভরের কোনো বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 সেমি / সেকেন্ড 2  ত্বরণ উৎপন্ন হয় তাকে বলে 1 ডাইন। 


2. নিউটন কাকে বলে?

1 কিগ্ৰা ভরের কোনো বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিটার /সেকেন্ড 2 ত্বরণ উৎপন্ন হয় তাকে বলে 1 নিউটন। 

অভিকর্ষীয় একক : 1 নিউটন = / সেকেন্ড 2

ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক 

1 নিউটন = 1 কিগ্ৰা 1 মি. /সেকেন্ড 2

= 1000 গ্রাম 100 সেমি /সেকেন্ড 2

= 10 3 10 2 গ্রাম সেমি /সেকেন্ড 2

= 100000 বা 10 5 ডাইন 


1. ওজন (Weight) কাকে বলে?

পৃথিবী যে বল দ্বারা কোন বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলে ওজন (Weight) 

2. ভর ও ভার -এর সম্পর্ক কী?

ভার = ভর অভিকর্ষজ ত্বরণ 


1. ঘর্ষণ কাকে বলে?

কোন তলের সংস্পর্শে রাখা একটি বস্তুকে যখন তল বরাবর সরানো হয় বা গতিশীল করা হয় তখন তাদের স্পর্শতলে বস্তুটির গতির বিরুদ্ধে যে বল ক্রিয়া করে তাকে ঘর্ষন বলে। 


1. লিটার কাকে বলে?

4 C উষ্ণতায় এক কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে বলে 1 লিটার। 


2. ঘনত্ব কাকে বলে ?

কোনো পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। 

ঘনত্ব  = ভর আয়তন

D = MV

ঘনত্বের C.G.S একক - গ্রাম /ঘন সেমি।

ঘনত্বের S. I একক = কেজি / ঘন মিটার 

1. বিশুদ্ধ জলের ঘনত্ব কত?

1 গ্রাম / ঘনসেমি 


2. পারদের ঘনত্ব কত?

13.6 গ্রাম / ঘনসেমি। 


3) 1 লিটার পারদের ভর কত গ্রাম?

আমরা জানি যে 1 লিটার = 1000 ঘনসেমি

পারদের ঘনত্ব  = 13.6 গ্রাম /ঘনসেমি 

আমরা লিখতে পারি : 

1 ঘনসেমি পারদের ভর  = 13.6 গ্রাম 

1000 ঘনসেমি পারদের ভর  = 13.6 1000 গ্রাম

ঘনসেমি পারদের ভর  = 13600.0 গ্রাম

ঘনসেমি পারদের ভর  = 13600 গ্রাম

যদি এটাকে কিগ্ৰায় করা হয় তাহলে -

আমরা জানি যে 1 লিটার  = 1000 ঘনসেমি 

পারদের ঘনত্ব  = 13.6 গ্রাম /ঘনসেমি 

আমরা লিখতে পারি :

1000 ঘনসেমি পারদের ভর  = 13600 কিগ্ৰা 

1 ঘনসেমি পারদের ভর = 136001000কিগ্ৰা 

= 13.6 কিগ্ৰা 


1) ঘর্ষণ বল সম্পর্কে আমরা কী কী জানতে পারি?

একটি তলের ওপর স্থির হয়ে বসে থাকা একটি বস্তুকে যখন সরানোর চেষ্টা করা হয় বা ওই তলের ওপর দিয়ে বস্তুটি যখন চলতে থাকে তখন ঘর্ষণ বল ক্রিয়াশীল হয়। 

ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তলদুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে। 

টানা বা ঠেলা যে কোনো ধরণের বল যেমন ঠেলা, ধাক্কা ইত্যাদির প্রয়োগ সত্ত্বেও একটি বস্তু যখন একটি তলের ওপর স্থির থাকে তখন যে ঘর্ষণ বলটি ক্রিয়া করে তার নাম স্থির অবস্থার ঘর্ষণ। 

স্থির অবস্থার ঘর্ষণ বলের একটি সর্বোচ্চ মান আছে। এই সর্বোচ্চ মান একটি নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে এবং একটি নির্দিষ্ট তলের ওপর থাকার সময় সর্বদা একই থাকে। 

দুটি তলের মধ্যে উল্লম্বভাবে ক্রিয়াশীল লম্ব ক্রিয়া -প্রতিক্রিয়া বল যত বেশি হয়। ওই তলের সমান্তরালে ক্রিয়াশীল স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মানও তত বেশি হয়। 


2) 10 কেজি ভরের একটি ব্লককে টেবিলের উপর রাখা আছে। ব্লকটির ক্ষেত্রফল 0.25 বর্গমিটার হলে, একটি টেবিলের উপর কত চাপ দিচ্ছে?

ব্লকটি টেবিলের উপর বল দিচ্ছে -10 9.8 নিউটন 

= 98.0 নিউটন 

F = 98 নিউটন , A = 0.25 বর্গমিটার 

ব্লকটি টেবিলের উপর চাপ দিচ্ছে -

(চাপ) P = F(বল )A(ক্ষেত্রফল ) = 98 1000.25 নিউটন /বর্গমিটার 

= 392 নিউটন / বর্গমিটার 


1) চাপ কাকে বলে ?

একক ক্ষেত্রফলের প্রযুক্ত বলকে বলা হয় চাপ (P)। 

অর্থাৎ, চাপ = বল ক্ষেত্রফল P = FA

চাপ -এর C.G.S একক - ডাইন (Dine)/ বর্গসেমি 

চাপ -এর S.I. একক - নিউটন (Neuton) / বর্গমিটার 


2) তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?

তরলের উচ্চতা বা গভীরতা  - উচ্চতা বা গভীরতা যত বাড়ে তরলের চাপ তত বাড়বে। 

তরলের ঘনত্ব - তরলের ঘনত্ব বাড়লে চাপ বাড়বে। 


1) একটি বড়ো ছড়ানো গামলা ও একটি লম্বা জলের বোতল নেওয়া হয়েছে। গামলাটিতে ওই বোতলের প্রায় পাঁচ বোতল জল ধরে এবং গামলার মেঝের ক্ষেত্রফল বোতলের মেঝের ক্ষেত্রফলের 6 গুণ বোতলের জলের ভর 1 কেজি হলে কার তলদেশের চাপ সবচেয়ে বেশি হবে ?

বোতলের জলের ভর  = 1 কেজি 

বোতলের জলের ওজন = (1 9.8) নিউটন = 9.8 নিউটন 

বোতলের মেঝের ক্ষেত্রফল ধরা যাক A বর্গমি

অতএব বোতলের মেঝেতে দেওয়া জলের চাপ = বল ক্ষেত্রফল = 9.8 নিউটন  A বর্গমি  = 9.8   নিউটন /বর্গমি 

গামলার জলের ভর = 5 কেজি 

গামলার জলের ওজন (59.8) নিউটন  = 49 নিউটন। গামলার মেঝের ক্ষেত্রফল বোতলের মেঝের ক্ষেত্রফলের প্রায় 6 গুণ। 

অতএব গামলার মেঝের ক্ষেত্রফল = 6A বর্গমি 

অতএব গামলার মেঝেতে দেওয়া জলের চাপ = বল ক্ষেত্রফল = 49 নিউটন  6A বর্গমি  49 6A নিউটন / বর্গমি 

= 8.2 A নিউটন / বর্গমি (প্রায় )


2) বায়ুর চাপ কত উচ্চতার জলের চাপের সমান?

10.3 মিটার বা 34 ফুট। 


3) বায়ুর চাপ কত উচ্চতার পারদের চাপের সমান?

76 সেমি 


4) বায়ুর চাপ 76 সেমি উচ্চতার পারদের চাপের সমান। এটি কে প্রমাণ করেন ?

ইভানে গেলিস্তা টরিসেলি বা পদার্থবিজ্ঞানী টরিচেল্লি (ইতালির)


5) একই পরিমাণ চাপ তৈরি করতে যেখানে 10.3 মিটার উঁচু জল দরকার সেখানে মাত্র 76 সেমি পারদ সেই চাপ তৈরী করতে পারল কীভাবে ? তরলের কোন ধর্মের মধ্যে এর উত্তর লুকিয়ে আছে ?

তরলের ঘনত্ব বাড়লে তরলের চাপ বাড়ে। পারদের ঘনত্ব, জলের ঘনত্ব 13.6 । তাই একই পরিমান চাপ তৈরী করতে পারদের উচ্চতা 76 সেমি হলে, জলের উচ্চতা পারদের উচ্চতার 13.6 গুণ অর্থাৎ  (76 13.6) সেমি = 1033.6 সেমি বা 10.3 মিটার (প্রায় ) হবে। 


1) প্লবতা কাকে বলে ?

কোনো বস্তুকে স্থির তরলে বা গ্যাসে, আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে, ঐ তরল বা গ্যাস বস্তুর উপর যে উর্ধমুখী ঘাত প্রয়োগ করে তাকে বলে প্লবতা। 


2) আর্কিমিডিসের নীতি কী ?

কোনো বস্তুকে স্থির তরলে বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে, বস্তু তার সমআয়তনের তরল বা গ্যাসকে অপসারিত করে এবং বস্তুর ওজনের কিছুটা আপাত হ্রাস ঘটে। বস্তুর ওজনের এই আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসের ওজনের সঙ্গে সমান। 


3) ভাসন ও নিমজ্জনের শর্ত কী ?

ধরি প্লবতা W1  ও বস্তুর ওজন W2

i) বস্তুটি তরলের উপর ভাসবে যদি W1>W2 হয়। 

ii) বস্তুটি তরলে ডুবে থেকে ভাসবে যদি  W1 =W2 হয়। 

iii) বস্তুটি তরলে সম্পূর্ণরূপে ডুবে যাবে যদি  W1W2 হয়। \


1.2 স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল -


অভিকর্ষ ও মহাকর্ষ :


1) মহাকর্ষ কাকে বলে ?

মহাবিশ্বের যে কোন দুটি বস্তুকণা উহাদের কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর পরস্পর পরস্পরকে যে সমমানের বলে আকর্ষণ করে তাকে বলে মহাকর্ষ। 


2) মহাকর্ষ সূত্র কী ?

মহাবিশ্বের যে কোন দুটি বস্তুকণা উহাদের কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর পরস্পর পরস্পরকে সমমানের বলে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান i) বস্তুকণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক 

ii)বস্তুকণা দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যাস্তানুপাতিক। 


3) মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ -

ধরি M1M2 ভরের দুটি বস্তুকণা পরষ্পর থেকে d দূরত্বে রাখা আছে। তাদের মধ্যে মহাকর্ষ বল F হলে। মহাকর্ষ সূত্র থেকে পাই, 

F M1 M2

F 1d2

F M1 M2d2

F = G. M1 M2d2 [ G হলো মহাকর্ষীয় ধ্রুবক ]

G-এর মান 

G = 6.67 10-11  NM2/kg2


4) অভিকর্ষ কাকে বলে ?

পৃথিবী যে বল দ্বারা সকল বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই আকর্ষণ বলকে বলে অভিকর্ষ। 

কোন বস্তুর ভর 3 k.g. বস্তুটির ওজন কত ?

W = m

বস্তুর ওজন = 3 9.8 kg m/s2

  = 29.4 নিউটন 


5) অভিকর্ষজ ত্বরণ কাকে বলে ?

অভিকর্ষ বলের ক্রিয়ায় ভূ -পৃষ্ঠের পতনশীল কোন বস্তুর উপর যে ত্বরণ উৎপন্ন হয় তাকে বলে অভিকর্ষজ ত্বরণ। 


6) চাঁদের গড় অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর গড় অভিকর্ষজ ত্বরণের কত গুন ?

16 গুণ 


7) পতনশীল বস্তু কাকে বলে ?

পৃথিবীর টানে কোন বস্তু পৃথিবীর দিকে পড়তে থাকলে তাকে বলে পতনশীল বস্তু। 


8) স্থির অবস্থা থেকে বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও গ্যালিলি যে তিনটি সূত্র বলে গিয়েছেন। সেই সূত্র গুলি লেখো -

i) একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তুই সমান দ্রুততায় নীচে নামে। 

ii) সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকে। 

iii) সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্বও বাড়ে। 


9) কুলম্বের সূত্র - দুটি বিন্দু তড়িতাধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান -

i) আধান দুটির পরিমাণের গুণফলের সহিত সমানুপাতিক। 

ii) আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের সহিত ব্যাস্তানুপাতিক 

iii)  আধান দুটির মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল। 


10) কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো। 

q1 ও q2 পরিমান দুটি আধানকে পরষ্পর এর থেকে r  দূরত্বে রাখা হলে, তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ F হয় তবে 

F q1 q2

F 1r2

F q1 q2r2 [ যৌগিক ভেদ থেকে পাই ]

F K. q1 q2r2 [ K = ধ্রুবক ]


11) 1 esu বা  1 স্ট্যাটকুলম্ব কাকে বলে ?

যদি একই সমআধানযুক্ত দুটি বিন্দু আকৃতির বস্তুকে শূন্যস্থানে পরষ্পর থেকে 1 সেমি দূরত্বে রাখা হয় তবে বস্তুদুটির মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করবে। যদি এই বিকর্ষণ বলের মান 1 ডাইন হয় তাহলে বলা যায় যে বস্তুদুটির মধ্যে প্রতিটির আধানের পরিমান 1 esu বা 1 স্ট্যাটকুলম্ব। 


12) 1 ক্যালোরি কাকে বলে ?

1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1C বৃদ্ধি করতে যে পরিমান তাপের প্রয়োজন হয় তাকে বলে 1 ক্যালোরি। 

গৃহীত তাপ = বর্জিত তাপ 

Q = mst 

m = বস্তুর ভর, s = আপেক্ষিক তাপ 

t = উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস 


13) আপেক্ষিক তাপ কাকে বলে ?

একক ভরের কোন পদার্থের উষ্ণতা 1C বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলে ঐ পদার্থের আপেক্ষিক তাপ। 

আপেক্ষিক তাপের C. G. S - একক  - ক্যালোরি /  গ্রাম C

“          “       SI   “     জুল / কেজি কেলভিন 


14) 25૦C উষ্ণতার  60 গ্রাম জলে  100૦C উষ্ণতার 120 গ্রাম ভরের একটি বস্তুকে জলে ফেলা হলো কিছুক্ষণ পর দেখা গেল জল ও বস্তু উভয়ের উষ্ণতা হলো  50૦C । বস্তুটির উপাদানের আপেক্ষিক তাপ কত ?

জলের ভর (m1) = 60 গ্রাম 

জলের আপেক্ষিক তাপ (s1) = 1 ক্যালোরি / গ্রামC

জলের উষ্ণতা বৃদ্ধি (t1) = (50 -25)C = 25C

বস্তুর ভর (m2) = 120 গ্রাম 

বস্তুর আপেক্ষিক তাপ (S2) = কত ?

 বস্তুর উষ্ণতা হ্রাস (t2) = (100 - 50) C= 50C

জল কর্তৃক গৃহীত তাপ = m1s1t1

= 60125 ক্যালোরি 

বস্তু কর্তৃক বর্জিত তাপ =m2s2t2

= 120s2 50 ক্যালোরি 

আমরা জানি গৃহীত তাপ = বর্জিত তাপ 

120 s2 50 = 60 1 25

S2= 602512050 ক্যালোরি /গ্রামC

= 14 ক্যালোরি /গ্রামC

=0.25


1.3 তাপ 


1. গলনাঙ্ক কাকে বলে ?

প্রমান বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগে যে নির্দিষ্ট উষ্ণতায় কোন কঠিনের সমস্ত অংশ গলে তরলে পরিণত হয় সেই উষ্ণতাকে গলনাঙ্ক বলে। 


2. হিমাঙ্ক কাকে বলে ?

প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে তাপ নিষ্কাশনে যে নির্দিষ্ট উষ্ণতায় কোন তরলের সমস্ত অংশ জমে কঠিনে পরিণত হয় সেই উষ্ণতাকে ঐ তরলের হিমাঙ্ক বলে। 


3. স্ফুটনাঙ্ক কাকে বলে ?

প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, তাপ প্রয়োগে যে নির্দিষ্ট উষ্ণতায় কোন তরলের সমস্ত অংশ ফুটে বাষ্পে পরিণত হয় সেই উষ্ণতাকে ঐ তরলের স্ফুটনাঙ্ক বলে। 


4. শিশিরাঙ্ক কাকে বলে ?

যে নির্দিষ্ট উষ্ণতায় কোন নির্দিষ্ট অঞ্চলের বায়ু ঐ বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা বায়ু সম্পৃক্ত হয়। সেই উষ্ণতাকে  শিশিরাঙ্ক বলে। 


5. প্রেসার কুকারের কার্যনীতি লেখো। 

চাপ বৃদ্ধিতে স্ফুটনাঙ্ক বৃদ্ধি এই নীতির উপর ভিত্তি করে প্রেসার কুকার তৈরী করা হয়। প্রেসার কুকারে বাষ্পের চাপ বৃদ্ধি করে জলের স্ফুটনাঙ্ককে 100C অপেক্ষা বাড়িয়ে দেওয়া হয়। এর ফলে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সু -সেদ্ধ হয়। 


6. ভালো শিশির জমার শর্ত কী ?

i) আকাশ মেঘমুক্ত হতে হবে। 

ii) বাতাসে জলীয় বাষ্প উপস্থিত থাকতে হবে। 

iii) বায়ুমন্ডলের উষ্ণতা শিশিরাঙ্কের নীচে নামতে হবে। 


7. পরিবহন প্রণালী কাকে বলে ?

যে প্রণালীতে তাপ কোন কঠিন পদার্থে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে বা পরস্পরের সংস্পর্শে থাকা উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে সঞ্চালিত হয় কিন্তু কণাগুলির কোন স্থান চ্যুতি ঘটে না। তাকে পরিবহন প্রণালী বলে। 


8. পরিচলন প্রণালী কাকে বলে ?

যে প্রণালীতে তাপ তরল বা গ্যাসীয় পদার্থের অণুগুলি নিজেরাই উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে বয়ে নিয়ে যায় তাকে পরিচলন প্রণালী বলে।

 

9. বিকিরণ প্রণালী কাকে বলে ?

যে প্রণালীতে তাপ কোন মাধ্যম ছাড়াই বা মাধ্যম থাকলেও তাকে অবলম্বন না করে একস্থান থেকে অন্যস্থানে সঞ্চালিত হয় তাকে বিকিরণ প্রণালী বলে। 


10. সূর্য থেকে পৃথিবীতে তাপ কীসের মাধ্যমে আসে ?

বিকিরণ প্রণালীতে। 


1.4 আলো 


1. প্রতিবিম্ব কাকে বলে ?

কোন বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি কোন বিন্দুতে মিলিত হয় বা কোন বিন্দু থেকে আসছে বলে মনে হয় তখন সেই বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। 


2. প্রতিবিম্ব সৃষ্টির দুটি কারন লেখো। 

আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ 


3. প্রতিবিম্ব কয় প্রকার ? ও কি কি ?

২ প্রকার, সদবিম্ব, অসদবিম্ব 


4. সদবিম্ব কাকে বলে ?

কোন বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি কোন বিন্দুতে মিলিত হয় তখন সেই বিন্দুটাকে প্রথম বিন্দুর সদবিম্ব বলে। 

সাধারণ লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব সদবিম্ব। 


5. অসদবিম্ব কাকে বলে ?

কোন বিন্দু উৎস থেকে আগত আলোকরশ্মি গুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর কোন বিন্দু থেকে আসছে বলে মনে হয় তখন সেই বিন্দুটিকে প্রথম বিন্দুর অসদবিম্ব বলে। 


6. আলোর প্রতিসরণ কাকে বলে ?

আলোক রশ্মি একটি সমসত্ত্ব স্বচ্ছ মাধ্যম দিয়ে যেতে যেতে, যখন অন্য কোন ভিন্ন ঘনত্বের আলোকীয় মাধ্যমে তির্যকভাবে প্রবেশ করে। তখন মাধ্যমদুটির বিভেদতল থেকে রশ্মিগতির অভিমুখের কিছুটা সরণ ঘটে। এই ঘটনাকে বলে আলোর প্রতিসরণ। 


7. প্রতিসরণের সূত্র -

i) আপাতরশ্মি, প্রতিসৃত রশ্মি ও আপতন বিন্দুতে প্রতিসারক তলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। 

ii) দুটি নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপতন কোণের sin ও প্রতিসরণ কোণের sin এর অনুপাত সর্বদা ধ্রুবক অর্থাৎ আপতন কোণ  i ও প্রতিসরন কোণ r হলে 

sin isin r = (মিউ ) [ হলো ধ্রুবক। একে প্রতিসরাঙ্ক বলে। ]


8. প্রতিসরাঙ্ক কাকে বলে ?

দুটি নির্দিষ্ট মাধ্যম ও একটি নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের sin এর প্রতিসরণ কোনের sin এর অনুপাত সর্বদা ধ্রুবক ঐ ধ্রুবকটিকে বলে প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। 


9. পরম প্রতিসরাঙ্ক কাকে বলে ?

একটি নির্দ্দিষ্ট বর্ণের আলোকরশ্মি শুন্য মাধ্যম থেকে নির্দিষ্ট কোন মাধ্যমে প্রতিসরণের জন্য আপতন কোণের sin ও প্রতিসরণ কোণের sinএর অনুপাত ধ্রুবক হয়। ঐ ধ্রুবকটিকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলে। 


10.  সংকট কোণ কাকে বলে ?

আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে প্রতিসৃত হবার সময়, ঘন মাধ্যমের যে আপতন কোণের জন্য প্রতিসরন কোণের মান হয় 90, ঘন মাধ্যমের সেই আপতন কোনটিকে মাধ্যমদ্বয়ের সংকট কোণ বলে। 


11. অভ্যন্তরীণ পূর্ণপ্রতিফলন কাকে বলে। 

আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে প্রতিসৃত হবার সময়, ঘন মাধ্যমের আপতন কোন সংকট কোন অপেক্ষা বেশি হলে ঐ রশ্মির সম্পূর্ণ অংশ মাধ্যম দুটির বিভেদতল থেকে দিক পরিবর্তন করে পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর অভ্যন্তরীণ পূর্ণপ্রতিফলন বলে। 


12. অভ্যন্তরীণ পূর্ণপ্রতিফলন -এর শর্ত -

i) আলোক রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে, মাধ্যম দুটির বিভেদতলে আপতিত হতে হবে। 

ii) ঘন মাধ্যমের আপতন কোণ, সংকট কোণ অপেক্ষা বেশি হতে হবে। 


Ratings
No reviews yet, be the first one to review the product.