• SCHOOL BOARDS
  • WBBSE/WBCHSE
  • CLASS 9
  • BENGALI
  • WBBSE BOARD Class 9 Bengali কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি || মুকুন্দ চক্রবর্তী || Notes || ব্যাখ্যাধর্মী প্রশ্নোত্তর || বর্ণনাধর্মী প্রশ্নোত্তর || সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর || প্রথম পাঠ || প্রথম অধ্যায় || নবম শ্রেণি কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি পাঠ্য কবিতা থেকে প্রশ্ন ও উত্তর || বাংলা সাহিত্যচয়ন || Kallinga Deshe Jhor Bristi by Mukunda Chakraborty notes || LRNR Classes || Amit Sir

WBBSE BOARD Class 9 Bengali কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি || মুকুন্দ চক্রবর্তী || Notes || ব্যাখ্যাধর্মী প্রশ্নোত্তর || বর্ণনাধর্মী প্রশ্নোত্তর || সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর || প্রথম পাঠ || প্রথম অধ্যায় || নবম শ্রেণি কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি পাঠ্য কবিতা থেকে প্রশ্ন ও উত্তর || বাংলা সাহিত্যচয়ন || Kallinga Deshe Jhor Bristi by Mukunda Chakraborty notes || LRNR Classes || Amit Sir

Amit Sir avatar
Amit Sir

Language : Bengali

LRNR provides this material totally free


WBBSE BOARD Class 9 Bengali কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি ||  মুকুন্দ চক্রবর্তী  || Notes || ব্যাখ্যাধর্মী প্রশ্নোত্তর || বর্ণনাধর্মী প্রশ্নোত্তর || সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর || প্রথম পাঠ || প্রথম অধ্যায় || নবম শ্রেণি কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি পাঠ্য কবিতা থেকে প্রশ্ন ও উত্তর  || বাংলা সাহিত্যচয়ন || Kallinga Deshe Jhor Bristi by Mukunda Chakraborty notes ||  LRNR Classes || Amit Sir



‘ক’ বিভাগ ( অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ) :-


1. ‘কলিঙ্গ দেশে ঝড়-বৃষ্টি’ -কবিতাটির উৎস লেখ। 


উঃ - ‘কলিঙ্গ দেশে ঝড়-বৃষ্টি’ কবিতাটি কবি মুকুন্দ চক্রবর্তী রচিত ‘চন্ডীমঙ্গল’ কাব্যের ব্যাধখন্ড বা আখেটিক খন্ডের অন্তর্গত। 


2.এই কবিতাতে দেবী চন্ডীর কোন লীলার কথা বর্ণিত হয়েছে ?


উঃ -দেবী চন্ডীর উগ্র লীলা বা ধ্বংসাত্মক লীলা বর্ণিত হয়েছে। 


3.কবিতাটি কোন সময়ে রচিত হয়েছে?

উঃ -কবিতাটি বাংলা সাহিত্যের মধ্যযুগে রচিত হয়েছে। 


4.মধ্যযুগের অন্যান্য কয়েকটি গ্রন্থের নাম লেখ 

উঃ- ‘চন্ডীমঙ্গল’ ছাড়া অন্যান্য গ্রন্থগুলি হল - ধর্মমঙ্গল, মনসামঙ্গল, শিবমঙ্গল ইত্যাদি। 


5. ঈশান, প্রলয়, রড় -শব্দগুলির অর্থ লেখ।

উঃ - ঈশান -উত্তর-পূর্ব দিক, 

        প্রলয় -বিপদ , 

রড়- দৌড়ানো বা পালানো ।

 

6. ১০ টি দিকের নাম উল্লেখ কর। 

উঃ - ১০ টি দিকের নাম হল -পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু, ঊর্ধ্ব ও অধঃ। 


7. ‘চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ’ অষ্ট গজরাজ কে কে ?


উঃ -ঐরাবত, অঞ্জন, সার্বভৌম, বামন, সুপ্রতীক, পুন্ডরীক, কুমুদ, ও পুষ্পদন্ত।  


8. ‘চারি মেঘে বরিষে মুষল ধারে জল’-চারি মেঘ কী কী ?

উঃ -আবর্ত, সম্বর্ত, পুষ্কর ও দ্রোণ।

 

9.পরিচ্ছিন্ন ও চিকুর শব্দগুলির অর্থ কী ?

উঃ -পরিচ্ছিন্ন -আলাদা ,

 চিকুর -বিদ্যুৎ ।

 

10.হরিত ও মহী শব্দদুটির অর্থ কী ?

উঃ -হরিত-সবুজ, মহী -পৃথিবী । 

11. ‘কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচচনাদ’ -কেন ?


উঃ-কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচচনাদ কারণ কলিঙ্গবাসীকে প্রাকৃতিক দুর্যোগে অসহায় করতে ও কলিঙ্গ ছাড়তে বাধ্য করতে উচচনাদে মেঘ ডাক 


12. ‘বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়’-কেন?


উঃ -দেবী চন্ডীর ধ্বংসাত্মক প্রলয় লীলা দেখে অসহায় হয়ে প্রজারা পালাচ্ছে।


13. ‘পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা-দিবস-রজনী’-অর্থ লেখ। 

উঃ -কলিঙ্গের আকাশে ঘন কালো মেঘ ঢেকে যাওয়ায় যে অন্ধকার আসছে নেমে তা দিনের অবস্থাকে বুঝতে দেয় না। দিন -রাতের পার্থক্য বোঝা না যাওয়ায় একথা বলা হয়ে


14. ‘কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনি’-সোঙর  কথার অর্থ কী ? জৈমিনি কে ?

উঃ - "সোঙর " কথার অর্থ স্মরণ করে। 

       "জৈমিনি" হলেন পুরাণের বজ্র নিবারক মুণি। 



15. কবিতায় একটানা কতদিন ঝড়-বৃষ্টি হয়েছে?

উঃ -সাতদিন। 



16. সাত দিনের বৃষ্টিতে কী কী ঘটেছিল ?

উঃ -জল -স্থল এক হয়ে গিয়ে সাপেরা গর্ত ছেড়ে জলে ভেসে বেড়ায়, পড়ে থাকা ফসল পচে যায়, নদীতে পর্বত সমান ঢেউ উঠে, নির্বিশেষে ঘর-বাড়ি সব পড়ে যায়।


17. "ভণিতা" কী ?

উঃ -মধ্যযুগের কবিরা কবিতার শেষে পরিচয় জ্ঞাপক যে শ্লোকের ব্যবহার করতেন তাকে ভণিতা বলা হয়। যেমন -’অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন।’


‘খ’ বিভাগ (ব্যাখ্যাধর্মী প্রশ্নোত্তর ) :-


18. ‘বিপাকে ভবন ছাড়িয়া প্রজা দিল রড়’-প্রসঙ্গ ব্যাখ্যা কর

উঃ - ‘কলিঙ্গ দেশে ঝড়-বৃষ্টি’ কবিতায় দেবী চন্ডীর ধ্বংসাত্মক রূপ, ক্রিয়াকলাপ বর্ণিত হয়েছে। কলিঙ্গ বাসীকে কলিঙ্গ ত্যাগ করতে বাধ্য করার উদ্দেশ্যে একাধিক প্রাকৃতিক দুর্যোগ যেমন -ঘন মেঘে আকাশ অন্ধকার করে দেওয়া, টানা সাতদিন মুষল ধারে বৃষ্টি হওয়া, ঘন ঘন মেঘ ডাকা, বজ্রপাত হওয়া, প্রবল বেগে ঝড় প্রবাহিত হওয়া প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের কথা উঠে এসেছে। বাধ্য হয়ে সেই সমস্ত প্রাকৃতিক দুর্যোগে অসহায় বোধ করলে কলিঙ্গবাসী নিজেদের ঘর-বাড়ি ছেড়ে পার্শ্ববর্তী নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে দৌড়াতে থাকে।


19. কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনি -প্রসঙ্গ ব্যাখ্যা কর। 

উঃ - ‘কলিঙ্গ দেশে ঝড়-বৃষ্টি’ কবিতায় জৈমিনি হলেন পুরানের বজ্রনিবারক মুনি।        কলিঙ্গবাসীকে কলিঙ্গ ত্যাগ করতে দেবী চন্ডী যেমন ঝড়-বৃষ্টি ঘটিয়েছেন তেমনই আরও বেশি পরিমানে আতঙ্কিত করতে ঘন ঘন বজ্রপাত-এর অবতারনা করেছেন। এর আওয়াজে কেউ কারোর কথা শুনতে ও বুঝতে পারে না, অন্যকে বোঝাতে পারে না। তাই এই প্রলয় থেকে নিজেদের রক্ষা করতে তারা বজ্রনিবারক মুনি  জৈমিনির স্মরণাপন্ন হয়েছেন।


Thank You For visiting LRNR.in.


 

Ratings
No reviews yet, be the first one to review the product.