• SCHOOL BOARDS
  • WBBSE/WBCHSE
  • CLASS 9
  • BENGALI
  • WBBSE BOARD Class 9 Bengali ইলিয়াস || লিও তলস্তয় || Notes || ব্যাখ্যাধর্মী প্রশ্নোত্তর || বর্ণনাধর্মী প্রশ্নোত্তর || সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর || প্রথম পাঠ || প্রথম অধ্যায় || নবম শ্রেণি ইলিয়াস পাঠ্য থেকে প্রশ্ন ও উত্তর || বাংলা সাহিত্যচয়ন || LRNR Classes || Amit Sir

WBBSE BOARD Class 9 Bengali ইলিয়াস || লিও তলস্তয় || Notes || ব্যাখ্যাধর্মী প্রশ্নোত্তর || বর্ণনাধর্মী প্রশ্নোত্তর || সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর || প্রথম পাঠ || প্রথম অধ্যায় || নবম শ্রেণি ইলিয়াস পাঠ্য থেকে প্রশ্ন ও উত্তর || বাংলা সাহিত্যচয়ন || LRNR Classes || Amit Sir

Language : Bengali

LRNR provides this material totally free


ইলিয়াস 

লিও তলস্তয়


‘ক’ বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ) :-


1. ইলিয়াস গল্পটির উৎস লেখ। 


উঃ -সাহিত্যিক লিও তলস্তয়ের গল্পটি লেখক মণীন্দ্র দত্ত ‘ইলিয়াস’ নামে অনুবাদ করেছেন। 



2. ‘ইলিয়াস’ গল্পটি তলস্তয়ের কোন গ্রন্থের অন্তর্গত?

উঃ -Twenty Three Tales, সংকলন গ্রন্থের অন্তর্গত। 



3. ইলিয়াস কোথায় বাস করত?

উঃ -উফা প্রদেশে। 



4. প্রথমে ইলিয়াসের কেমন সম্পত্তি ছিল ?


উঃ -সাতটি ঘোটকী, দুইটি গরু, কুড়িটা ভেড়া। 



5. ইলিয়াসের বাবা কখন মারা যান ?


উঃ -ইলিয়াসের বিয়ের একবছর পর। 



6. কীভাবে, ইলিয়াসের অবস্থার উন্নতি হতে লাগল ?


উঃ -সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করে অর্থাৎ সে ও তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে উঠত অথচ সকলের পরে ঘুমোতে যেত। এভাবেই তাদের অবস্থার উন্নতি হতে থাকে।



7. ইলিয়াস একটানা কতবছর পরিশ্রম করে ?

উঃ -৩৫ বছর। 


8. ৩৫ বছর পরিশ্রমে ইলিয়াসে কীরূপ সম্পত্তি হয়েছিল ?

উঃ -ইলিয়াস দীর্ঘ ৩৫ বছরের পরিশ্রমে দুশো ঘোড়া, দেড়শো গোরু- মোষ আর বারোশো ভেড়ার মালিক হয়। ফলে ভাড়াটে মজুররা তার গোরু, ঘোড়া দেখাশোনা করত, ভাড়াটে মজুরানিরা দুধ দুইত, কুমিস, মাখন ও পনির তৈরি করত। তাঁর এই প্রভূত সম্পত্তির জন্য দূর-দূরান্তের মানুষের কাছে তাঁর নাম, পরিচয় পৌঁছে যায়।


9. ইলিয়াসের প্রতিবেশীরা ইলিয়াসকে কী বলত ?


উঃ -ইলিয়াসকে হিংসা করে তার প্রতিবেশীরা বলত যে -”ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ; কোনো কিছুর অভাব নেই ; ওর তো মরবারই দরকার নেই”। 


10. ইলিয়াসের বাড়িতে কে কে আছে?

উঃ -ইলিয়াস, ইলিয়াসের স্ত্রী (শাম-শেমাগি) দুই ছেলে এবং এক মেয়ে। তারা প্রত্যেকে বিবাহিত। যদিও বড়ো ছেলে আগেই মারা গেছে। ছোটো ছেলের স্ত্রী ঝগড়াটে হওয়ায় ইলিয়াস তাদের বাড়ি থেকে বার করে দেয়, একমাত্র মেয়েটিও মারা যায়।


11. ইলিয়াসের সাহায্যকারী প্রতিবেশীর নাম কী ?


উঃ -মহম্মদ সাহ। 



12. ইলিয়াসকে কী কী কাজ করতে বলা হয়েছিল ?


উঃ -গ্রীষ্মে তরমুজের ক্ষেত দেখাশোনা করা, শীতকালে গোরু, ঘোড়াগুলিকে খেতে দেওয়া, ঘোটকিগুলিকে দোওয়া, কুমিস তৈরি করা ইত্যাদি কাজের কথা বলা হয়েছিল। 


13. ইলিয়াস কথার অর্থ কী ?

উঃ -ঈশ্বরই আমার প্রভু।


14. তলস্তয়ের পুরো নাম কী ?

উঃ কাউন্ট লেও নিকোলায়েভিচ তলস্তয়।

 

15. ইলিয়াস শব্দটির উৎস কী ?

উঃ -ইলিয়াস শব্দটি আরবি শব্দ। শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। 


16. “ইহা হল আমার মনের কথা”-মনের কথাটি কী ?

উঃ -মনের কথাটি হল ইলিয়াস ও তার স্ত্রী একত্রে বাস করে পঞ্চাশ বছর ধরে প্রকৃত সুখকে পাননি। সর্বস্ব হারিয়ে ভাড়াটে মজুরের জীবনে মহম্মদ শাহের বাড়িতে দ্বিতীয় বছরে তারা সত্যিকারের সুখ পেয়েছে। এগুলি হল বক্তা শাম-শেমাগির মনের কথা।


17. “অতিথিরা বিস্মিত”-অতিথি কারা ?

উঃ -মহম্মদ শাহের বাড়িতে আসা একদল আত্মীয় ও মোল্লাসাহেব। 


18. “এটা খুব জ্ঞানের কথা”-বক্তা কে ? কথাটি কী ?

উঃ -বক্তা হলেন মোল্লা সাহেব। 

ইলিয়াস প্রথমে সম্পত্তি হারিয়ে খুব কেঁদেছিলেন, কষ্ট পেয়েছিলেন। পরে প্রকৃত সুখকে, সত্যকে উপলব্ধি করেছেন, সুখী জীবনের সন্ধান পেয়েছেন। বিষয়সম্পত্তি বা অর্থ মানুষকে যে প্রকৃত সুখ দিতে পারে না সেই প্রসঙ্গেই মোল্লাসাহেব একথা বলেছেন।


খ’ বিভাগ ( ব্যাখ্যাধর্মী প্রশ্নোত্তর ) :-


19. “ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ”-বক্তা কে ? বক্তব্যের সত্যতা নির্ণয় করো ।  

উঃ -ইলিয়াসের সম্পত্তি ও প্রতিপত্তি সম্পর্কে হিংসা করে প্রতিবেশী সমালোচকেরা এই মন্তব্য করেছেন। 

ইলিয়াস যে সম্পত্তি গঠন করেছেন তা একদিনে হয়নি। দীর্ঘ  ৩৫ বছরের কঠোর পরিশ্রমে সে দুশো ঘোড়া, দেড়শো গোরু-মোষ এবং বারোশো ভেড়ার মালিক হয়। এই বিশাল পশুপালন ক্ষেত্র রক্ষনাবেক্ষন করতে প্রয়োজন হয় ভাড়াটে মজুর ও মজুরানির। ইলিয়াস ও তার সহযোগী প্রত্যেকেই এ কাজ করত। ফলে কঠোর পরিশ্রমে সে যশ, খ্যাতি অর্জন করেছে। এই প্রভাব প্রতিপত্তিকেই আমরা কখনই ভাগ্যের দান হিসাবে উল্লেখ করতে পারি না। তাই সমালোচকদের উক্ত মন্তব্যের সাথে আমরা একমতনা।তে পারি না।


20. “ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল”-কখন কীভাবে টান পড়ল ?

উঃ -ইলিয়াস গল্পে ইলিয়াস একটানা  ৩৫ বছর কঠোর পরিশ্রম করে যে সম্পত্তি গঠন করেছিলেন তা তার ছেলেদের কারনে এবং অন্যান্য কয়েকটি কারনে অল্প কয়েকদিনেই নষ্ট হয়ে যায়। তারা ধনী হওয়ার পর তার বড়ো ছেলে আয়েশী হওয়ায় এবং ছোটো ছেলে বৈবাহিক কারনে পৃথক হলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ে পাশাপাশি তাদের ভেড়ার পালে মড়ক লাগা, দুর্ভিক্ষ হওয়া এবং কিরবিজদের পশু চুরির কারনে ইলিয়াসের আর্থিক অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। বাধ্য হয় গৃহের অন্যান্য জিনিসপত্র (পশমের কোট, ঘোড়ার জিন, তাঁবু প্রভৃতি) বিক্রি করে দিতে।



21. “সেও তো পাপ”-বক্তা কে ? কোন পাপের কথা তিনি বলেছেন ?

উঃ -বক্তা হলেন ইলিয়াসের স্ত্রী শাম-শেমাগি। ধনী থাকা অবস্থায় তাদের এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। কথা বলবার সময় ছিল না। শুধু দুশ্চিন্তা হিসাবে ছিল -অতিথিরা এলে তাদের কী খেতে দেবেন যাতে নিন্দা না হয় বা কাকে কী উপহার দেবেন ইত্যাদি। আবার অতিথিরা চলে গেলে নিজেদের স্বার্থে মজুরদের দিকে নজর রাখতে হত যাতে তারা কম খেটে বেশি খেতে ব্যস্ত না হয়। এভাবে নিজেদের স্বার্থে অন্যদের দিকে কড়া নজর রাখা তিনি পাপ বলে মনে করেছেন। 


‘গ’ বিভাগ ( বর্ণনাধর্মী প্রশ্নোত্তর ) :-


22. ইলিয়াসের চরিত্রের বিশিষ্ট্যগুলি আলোচনা কর 

উঃ -লিও তলস্তয় রচিত ও মণীন্দ্র দত্ত অনুবাদিত ইলিয়াস গল্পে কেন্দ্রীয় চরিত্র ইলিয়াস। গল্পে তাঁর কথাবার্তায় ও আচরণে যে বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয়েছে সেগুলি


) পরিশ্রমী -ইলিয়াসের প্রথম জীবনে ৭টি ঘোড়া, ২টি গোরু ও ২০ টি ভেড়া ছিল। সদ্য পিতৃহারা ইলিয়াস একটানা ৩৫ বছর কঠোর পরিশ্রম করে পূর্বের সম্পত্তির শ্রীবৃদ্ধি ঘটিয়েছে। মালিক হয়েছে ২০০ টি ঘোড়া, ১৫০ টি গোরু-মোষ , ১২০০ টি ভেড়া। এদের দেখাশোনায় রয়েছে ভাড়াটে মজুর ও মজুরানিরা।


২) অতিথি আপ্যায়ন অগাধ সম্পত্তির মালিক হয়েও সে অতিথিদের ব্যাপারে যত্নশীল ছিল। যারা তার সঙ্গে দেখা করতে আসত তাদেরকে যথাযথ আপ্যায়ন করত। কুমিস, চা, শরবত, মাংস সবসময় অতিথিদের উদ্দেশ্যে পরিবেশিত হত।


৩) কর্তব্য পরায়ণ ইলিয়াস কলহ বা বিবাদ দূরে রাখতে ছোটো ছেলে ও তাঁর পুত্রবধূকে শুধু পৃথক করেনি। বাড়ি থেকে তাদের আলাদা করে সম্পত্তির কিছু অংশ দিয়েছে। এ থেকেই আমরা ইলিয়াসকে কর্তব্য পরায়ণ পিতা হিসেবে লক্ষ্য করি। 



৪) শান্তিপ্রিয়-ইলিয়াসের সুখী জীবনের অন্যতম কারন ছিল সে শান্তিপ্রিয়। নিত্য অশান্তির সৃষ্টিকারী তার ছোটো ছেলে ও পুত্রবধূকে আলাদা করেছে শান্তি বজায় রাখতে।


৫) আধ্যাত্মিক -ইলিয়াস ঈশ্বরের প্রভাবকে উপলব্ধি করতে পেরেছে বলেই সম্পত্তি হারিয়েও নিজেকে সুখী বলে মনে করেছে। ইলিয়াসের মতো তার স্ত্রীও ঈশ্বরের উপাসনার জন্য সময় বার করেছএভাবেই ইলিয়াস চরিত্রের মধ্য দিয়ে প্রকৃত সুখী মানুষের উপরোক্ত বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করি।


23. ইলিয়াস গল্পে ইলিয়াসের স্ত্রী শাম-শেমাগির চারিত্রিক বৈশিষ্ট্যগুলি লে 


উঃ -এই গল্পে শাম শেমাগি চরিত্রটি ইলিয়াসের মতোই কতগুলি বৈশিষ্ট্যের অধিকারিণী হয়েছে। এগুলি হল -


১) পরিশ্রমী -শাম শেমাগি বিবাহিত জীবনে ইলিয়াসের মতোই পরিশ্রমী ছিলেন। ইলিয়াস ও তার যৌথ পরিশ্রমে দীর্ঘ  ৩৫ বছর পর তারা ধনী হয়েছে, পূর্বের সম্পত্তির শ্রীবৃদ্ধি ঘটিয়েছে


২) অতিথি আপ্যায়ন-অগাধ সম্পত্তি মালিক হয়েও ইলিয়াসের মতো সেও অতিথিদের আপ্যায়নের ব্যাপারে যত্নশীল ছিল। যথাযথ আপ্যায়ন করত কুমিশ, চা, শরবত,  মাংস সবই প্রয়োজন অনুসারে পরিবেশিত হত।


৩) আধ্যাত্মিক -ইলিয়াসের স্ত্রী শাম শেমাগি দুঃখের জীবনে প্রকৃত সুখকে উপলব্ধি করেছে। সম্পত্তি হারিয়েও ঈশ্বরের উপাসনার জন্য সময় বার করেছে। প্রকৃত সুখী হওয়ার জন্যই ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে


৪) সত্যবাদী -গল্পের অন্যতম চরিত্র শাম শেমাগির অন্যতম বৈশিষ্ট্য সততা।সম্পত্তি হারিয়ে সে অকপট ভাবে জানিয়েছে ধনী অবস্থায় তৎকালীন দুশ্চিন্তার বিবিধ কারন। যে জন্য তারা সারারাত ঘুমাতে পারত না, সুখ দুঃখের কথা বলতে পারত না, সময় ছিল না ঈশ্বরের প্রাথর্নার জন্য। তাই ইলিয়াসের কথায় -”তিনি মেয়ে মানুষ, তাঁর মনেও যা মুখেও তাই”।এভাবেই আমরা বুঝতে পারি তার সরল, সত্যবাদী চরিত্রকে।। 


Thank you for visiting LRNR.in.

 You can solve MCQ mock sets and can get video lessons and notes on various subjects.





Ratings
No reviews yet, be the first one to review the product.