• SCHOOL BOARDS
  • WBBSE/WBCHSE
  • CLASS 9
  • HISTORY
  • প্রথম অধ্যায় ফরাসি বিপ্লব, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক - গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর Chapter 1 Forasi Biplob O Forasi Biplober Koyekti Dik

প্রথম অধ্যায় ফরাসি বিপ্লব, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক - গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর Chapter 1 Forasi Biplob O Forasi Biplober Koyekti Dik

Language : Bengali

The Note contains Textual Question Answers from WBBSE Class 9 History Chapter 1 Forasi Biplob O Forasi Biplober Koyekti Dik (প্রথম অধ্যায় ফরাসি বিপ্লব, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক). Read the Question Answers carefully. This Question Answer set from the WBBSE board provides quality Multiple Choice Questions (MCQ), Short Answer Type Questions (SAQ), and Long Answer Type Questions from the above chapter. By reading these, students will get a clear idea about that chapter. It will enhance their knowledge and enable them to get good marks in the board exams. 

Class 9 History Chapter 1 Forasi Biplob O Forasi Biplober Koyekti Dik (ফরাসি বিপ্লব)

Short Answer Type Question (SAQ) from Farasi Biplob O Forasi Biplober Koyekti Dik

Long Answer Type Question from Forasi Biplob O Farasi Biplober Koyekti Dik,

Class 9 History Chapter 1 French Revolution,

নবম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লব , ফরাসি বিপ্লবের কয়েকটি দিক ,

নবম শ্রেণি ফরাসি বিপ্লব সম্পূর্ণ আলোচনা ও অনুশীলনীর প্রশ্নোত্তর,

নবম শ্রেণি ইতিহাস ফরাসি বিপ্লব থেকে সংক্ষিপ্ত, রচনাধর্মী ও ব্যাখ্যা ধর্মী প্রশ্নোত্তর 


LRNR provides this material totally free

প্রথম অধ্যায় ফরাসী বিপ্লবের কয়েকটি দিক 

Chapter 1 Forasi Biplob O Forasi Biplober Koyekti Dik - প্রথম অধ্যায় ফরাসী বিপ্লবের কয়েকটি দিক 

1. “আমিই রাষ্ট্র”- উক্তিটি কার ?

উঃ - চতুর্দশ লুই। 

2. কার আমলে ফরাসি বিপ্লব হয়েছিল ?

উঃ - ষোড়শ লুই -এর আমলে।  (1789 খ্রি:)

3. ফরাসি বিপ্লবের আদর্শ গুলি কী কী ?

উঃ -সাম্য, মৈত্রী, স্বাধীনতা। 

4. “The Wealth of nation”- কার লেখা ?

উঃ - আডাম স্মিথ। 

5. ফ্রান্সকে কে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন ?

উঃ - আডাম স্মিথ। 

6. ইনটেনডেন্ট কারা ?

উঃ - ইনটেনডেন্ট ফরাসীর কর্মচারী বৃন্দ। এরা ফরাসি জনগণের কাছ থেকে জোর করে কর আদায় করত। প্রজাসাধারণ এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এদের অর্থলোলুপ নেকড়ে উপাধিতে ভূষিত করে। 

7. “লেত্র দ্য ক্যাসে”- কী ?

উঃ - একপ্রকার গ্রেপ্তারি পরোয়ানা যার দ্বারা যেকোনো মানুষকে গ্রেপ্তার করা যেত। 

8. কাকে প্রজাপতি রাজা বলা হয় ?

উঃ - পঞ্চদশ লুই। 

9. “অসিয়া রেজিম” - কথাটির অর্থ কী ?

উঃ - পূর্বতন সমাজ। 

10. দুইজন ফরাসি দার্শনিকের নাম লেখ ?

উঃ - মন্তেস্কু, ভলতেয়ার, রুশো। 

11. মন্তেস্কুর লেখা দুটি গ্রন্থের নাম লেখ ?

উঃ - পার্সিয়ান লেটার্স, স্পিরিট অফ লজ। 

12. ভলতেয়ারের প্রকৃত নাম কী ?

উঃ - ফ্রাঁসোয়া মারি আরোয়েৎ। 

13. ভলতেয়ারের লিখিত গ্রন্থের নাম লেখ ?

উঃ - ফিলজফিক্যাল লেটার্স, কাঁদিদ। 

14. রুশোর লেখা গ্রন্থের নাম লেখ ?

উঃ - Social Contract, Origin in inequality.

15. সাঁ-কুলোৎ -কাদের বলা হতো ?

উঃ - ‘কুলোৎ’ শব্দের অর্থ যারা ব্রিচেশ বা লম্বা মোজা পড়ে না।  ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের মানুষদের এই মোজা পরার অধিকার ছিল না। তাই তারা নিজেদের শ্লেষাত্মক ভঙ্গিতে সাঁ-কুলোৎ বলে পরিচয় দিত। প্রকৃতপক্ষে সাঁ-কুলোৎ বলতে শহরের খেটে খাওয়া মানুষদের বোঝায়। 

16. লবণের উপর কর ছিল ?

উঃ - গ্যাবেল। 

17. উৎপাদন ভিত্তিক আয়কর ছিল ?

উঃ - কপিতা সিয়। 

18. স্থাবর ও অস্থাবর সম্পত্তির উপর কর ছিল ?

ভ্যান্তিয়াম। 

19. বেগার শ্রম ছিল ?

উঃ - করভি। 

20. মদ ও তামাকজাত পণ্যের উপর কর ?

উঃ - এইদস 

21. জীবজন্তু ও মৎস শিকারের উপর কর ছিল ?

উঃ - দ্রোয়া দ্য কলভিয়ে এ দ্য শাস। 

22. উৎপাদিত ফসলের একটি নির্দিষ্ট অংশ দিতে হত ?

উঃ - বানালিতে। 

23. অষ্টাদশ শতকে ফরাসি সমাজ কটি ভাগে বিভক্ত ছিল ?

উঃ - তিনটি, যথা - যাজক, অভিজাত  ও তৃতীয় সম্প্রদায়। 

24. ষোড়শ লুই- য়ের স্ত্রীর নাম কী ?

উঃ - মেরী আতোয়ানেৎ। 

25. ফ্রান্সের তৃতীয় শ্রেণি নামে কারা পরিচিত ছিল ?

উঃ - প্রাক -বিপ্লব যুগে ফ্রান্সে মধ্যবিত্ত কৃষক, শ্রমিক, চিকিৎসক, শিক্ষক, বণিক, দোকানদার, আইনবিদ ইত্যাদি পেশার অন্তর্ভুক্ত মানুষ যারা 97% তারা তৃতীয় শ্রেণি নামে পরিচিত। 

26. রোবসফিয়র কে ছিলেন ?

উঃ - ফ্রান্সে সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা হওয়ার জন্য যার অবদান ছিল সবথেকে বেশি তিনি হলেন রোবসফিয়র।  তিনি জেকোবিন ক্লাবের প্রধান নেতা ছিলেন। 

27. ফরাসি সম্রাট কেন স্টেটস জেনারেল অধিবেশন বন্ধ করে ?

উঃ - স্টেটস জেনারেলে তৃতীয় শ্রেণির প্রতিনিধিদের দাবী ফরাসি সম্রাট মানতে রাজি না হওয়ায় তাদের মনোভাবে ভীত হয়ে তিনি স্টেটস জেনারেলের অধিবেশন বন্ধ করে দেন। 

28. টেনিস কোর্টের শপথ কী ?

উঃ - ফ্রান্সের রাজা ষোড়শ লুই জাতীয় সভার অধিবেশন বন্ধ করে দিলে। 1789 খ্রিষ্টাব্দের  20 শে জুন তৃতীয় শ্রেণির প্রতিনিধিরা মিরাবোর নেতৃত্বে পার্শ্ববর্তী একটি টেনিস কোর্টে শপথ নেন যে ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা করা না পর্যন্ত তারা জাতীয় সভা ত্যাগ করবে না যা টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। 

29. ব্যক্তি ও নাগরিকের ঘোষণা কী ?

উঃ - ফরাসি সংবিধান সভা 1789 খ্রিষ্টাব্দের 26 শে আগস্ট এক ঘোষণা পত্রের মাধ্যমে নতুন সংবিধান আদর্শ বিধিবদ্ধ করেন যা ব্যক্তি ও নাগরিকের ঘোষণা নামে পরিচিত।  এই ঘোষণা পত্রের মূল কথা ছিল, স্বাধীনভাবে বাঁচা মানুষের জন্মজাত অধিকার এবং আইনের চোখে সবাই সমান। 

30. বিশ্ব কোষের রচয়িতা কে ?

উঃ - দিদেরো দ্যা এলেমবার্ট। 

31. টিপু সুলতান কোন ক্লাবের সদস্য ছিলেন ?

উঃ - জ্যাকোবিন ক্লাবের। 

32. ফ্রান্সে দ্বিতীয় কোয়ালিশন কবে গঠিত হয় ?

উঃ - 1798 খ্রি : 

33. ক্ষমতা বিভাজন নীতির প্রবক্তা কে ?

উঃ - মন্তেস্কু 

34. গিলোটিন কী ?

শিরচ্ছেদ করার যন্ত্র। 

35. বিপ্লবের আগে ফ্রান্সে কারা প্যাট্রিশিয়ান এবং কারা প্লেকিয়ান নামে পরিচিত ছিল ?

উঃ - ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের অভিজাতরা  প্যাট্রিশিয়ান এবং তৃতীয় শ্রেণির মানুষ প্লেকিয়ান নামে পরিচিত ছিল। 

36. ফ্রান্সে অসিয়া রেজিম বলতে কী বোঝ ?

উঃ - ফরাসি বিপ্লবের আগে ফ্রান্স তথা ইউরোপের বিভিন্ন দেশে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত ছিল।  এই ব্যবস্থা অসিয়া রেজিম নামে পরিচিত। 

37. থার্ড এস্টেট কী ?

উঃ - ফরাসি বিপ্লবের আগে শ্রেণি বিভক্ত ফরাসি সমাজ ব্যবস্থায় যে তিনটি শ্রেণির অস্তিত্ব ছিল , তার মধ্যে অন্যতম ছিল থার্ড এস্টেট বা তৃতীয় সম্প্রদায়। এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল সবধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ধনী বুর্জোয়া, মধ্যবিত্ত দরিদ্র কৃষক ও শ্রমিক, চাল -চুলোহীন  ভবঘুরে প্রভৃতি। 

38. ফিজিও ক্র্যাট নামে পরিচিত ?

উঃ - বিপ্লবের আগে ফ্রান্সে মার্কেনটাইল মতবাদের বিরোধী এবং আডাম স্মিথের অনুগামী একশ্রেণীর অর্থনীতিবিদদের আত্মপ্রকাশ ঘটে, এই অর্থনীতিবিদগণ শিল্প -বাণিজ্যে সংরক্ষণ নীতি ও রাষ্ট্রীয় কর্তৃত্বের বিরোধিতা করেন এবং অবাধ বাণিজ্য ও বেসরকারি শিল্প স্থাপনের দাবী জানান এরাই ফিজিও ক্র্যাট নামে পরিচিত। 

39. আসাইনেট কী ?

উঃ - আসাইনেট হলো 1791 খ্রিস্টাব্দে ফরাসি সংবিধান সভা কর্তৃক প্রবর্তিত একধরনের কাগজের নোট। ফ্রান্সে প্রবল অর্থসংকট দেখা দিলে সংবিধান সভা গির্জার বাজেয়াপ্ত করা ভূ -সম্পত্তি আমানত রেখে , তার ভিত্তিতে এই নোট চালু করে। 

40. “সিভিল কনসটিটিউশান অফ দ্য ক্লাজি’ কী ?

উঃ - ফরাসি সংবিধান সভা 1790 সালে ‘সিভিল কনসটিটিউশান অফ দ্য ক্লাজি’ বা ‘ধর্ম যাজকদের সংবিধান’ নামে এক আইন পাশ করে। এর দ্বারা -

i) গির্জার উপর পোপের যাবতীয় কর্তৃত্বের অবসান ঘটানো হয়। 

ii) গির্জাকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হয়। 

iii) যাজকদের নিয়োগ পদচ্যুতি রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হয়। 

iv) সরকার যাজকদের বেতন প্রদানের ব্যবস্থা করেন। 

41. পাদুয়ার ঘোষণা কী ?

উঃ - অষ্ট্রিয়ার সম্রাট লিওপোল্ড পাদুয়া নামক স্থান থেকে 1791 খ্রিস্টাব্দে ( 6 ই জুলাই ) এক ঘোষণা জারি করেন। এতে তিনি ফরাসি রাজতন্ত্রের সপক্ষে ইউরোপের রাজন্য বর্গকে সশস্ত্র হস্তক্ষেপের আবেদন জানান। এই ঘোষণা পাদুয়ার ঘোষণা নামে পরিচিত। 

42. ‘পিলনিৎজের’ ঘোষণা কী ?

উঃ - অষ্ট্রিয়ার রাজা লিওপোল্ড এবং প্রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডরিখ উইলিয়াম 1791 খ্রিস্টাব্দে 27 শে আগস্ট পিলনিজ নামক স্থান থেকে যৌথভাবে এক ঘোষণা পত্রের দ্বারা ফরাসি রাজতন্ত্রের সাপেক্ষে ইউরোপের রাজন্যবর্গকে সশস্ত্র হস্তক্ষেপের আহবান জানান। এটি  ‘পিলনিৎজের’ ঘোষণা নামে পরিচিত। 



43. ফরাসি বিপ্লবের সামাজিক কারন লেখ। 

উঃ - ফ্রান্সের অধিবাসী ফরাসিরা 1789 খ্রিষ্টাব্দে যে বিপ্লব ঘটিয়েছিল তা ফরাসি বিপ্লব নামে পরিচিত। ফরাসি বিপ্লব ছিল বিশ্ব ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা। এই বিপ্লবের মাধ্যমে ফরাসি জনগণের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ -এর বহিঃপ্রকাশ ঘটে। 

সামাজিক কারন : ফরাসি বিপ্লবের অন্যতম প্রধান কারন ছিল ফরাসি সমাজে বৈষম্য ও শোষণ। শ্রেণিবিভক্ত ফরাসি সমাজ ব্যবস্থা মধ্যযুগীয় সামন্ততন্ত্রের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল , ফরাসি সমাজে এই সময় প্রধান তিনটি শ্রেণি বর্তমান ছিল। 

প্রথম শ্রেণী - ধর্ম যাজক সম্প্রদায় ফ্রান্সের সমাজে প্রথম শ্রেণি ভুক্ত ছিলেন। এরা ছিলেন সুবিধাভোগী এবং সংখ্যায় ফরাসি জনগনের 1 শতাংশ। এদের মোট সংখ্যা ছিল 1 লক্ষ 20 হাজার অথচ এদের দখলে ছিল ফ্রান্সের মোট জমির 10%, এই জমির জন্য তারা রাজাকে কোনো কর দিত না, জমি ও ধর্ম কর নিয়ে গির্জার আয় হত প্রায় 10 কোটি লিব্র।  প্রথম শ্রেণির মধ্যে আবার উচ্চ যাজক ও নিম্ন যাজকদের মধ্যে বৈষম্য ছিল। এরা সম্পত্তি ভোগ ও বিলাস ব্যসনে জীবন যাপন করত। 

দ্বিতীয় শ্রেণি - অভিজাত সম্প্রদায় ছিল ফ্রান্সের দ্বিতীয় শ্রেণি। বিপ্লবের সময় ফ্রান্সে অভিজাতদের মোট সংখ্যা ছিল 3 লক্ষ  50 হাজার। অভিজাতরা সংখ্যায় সামান্য হলেও ফ্রান্সের কৃষি জমির 12 অংশ ছিল অভিজাতদের হাতে। এই জমির জন্য তারা সরকারকে কোনো ভূমিকর দিত না। অভিজাতরা তাদের বংশ মর্যাদার জোড়ে বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা আদায় করত। প্রশাসনিক ও বিচার বিভাগের উচ্চপদগুলির তাদের হাতেই ছিল। 

তৃতীয় শ্রেণি - ফরাসি সমাজ ব্যবস্থায় দুঃস্থ কৃষক, দিনমজুর, প্রমুখ দরিদ্র জনগোষ্ঠী তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। ধনী বুর্জোয়ারা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে প্রচুর অর্থ -সম্পদের মালিক হলেও তারা কখনোই অভিজাতদের সমান সামাজিক মর্যাদা ও অধিকার পেত না। তৃতীয় শ্ৰেণীর একটি বড়ো অংশের মানুষ ছিল দরিদ্র কৃষক, কারিগর, দোকানদার, দিনমজুর প্রমুখ। অনাহার, অর্ধাহার, অত্যাচার ও শোষণে অতিষ্ট হয়ে এই দরিদ্ররা ফ্রান্সের প্রচলিত সমাজব্যবস্থার উপর ক্ষুব্ধ ছিল। 


44. বিপ্লবের আগে ফ্রান্সের বৈশম্য মূলক কর ব্যবস্থার পরিচয় দাও। 

অর্থনীতিবিদ আডাম স্মিথ বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে অভিহিত করেছেন। এই ভ্রান্ত অর্থনীতির অন্যতম দিক ছিল দেশের বৈষম্য মূলক ও বিভ্রান্তিমূলক কর ব্যবস্থা, কেননা কর ব্যবস্থায় অধিকারভোগী যাজক ও অভিজাত সম্প্রদায় এবং অধিকারহীন তৃতীয় সম্প্রদায়ের কৃষকদের জন্য পৃথক নীতি ছিল। 

অধিকারভোগী শ্রেণি - অধিকারভোগী যাজক ও অভিজাতদের হাতে ফ্রান্সের 50 % -এর বেশি কৃষি জমি ছিল। অথচ এই বিপুল পরিমান জমির জন্য তারা সরকারকে কোনো প্রকার কর প্রদানে বাধ্য ছিল না। তারা রাষ্ট্র ও সমাজ থেকে যেসব বিশেষ সুবিধা ভোগ করত, তার জন্যেও তাদের কোনো কর দিতে হত না।  

অধিকারহীন শ্রেণি - অধিকারভোগী সম্প্রদায়গুলি কর প্রদান থেকে অব্যহতি পাওয়ায় দরিদ্র কৃষক সম্প্রদায়কে করের বিপুল বোঝা বহন করতে হতো।  ঐতিহাসিক লাব্রুজ বলেছেন, যে অষ্টাদশ শতকে ফ্রান্সের কৃষকরা ছিল সর্বাপেক্ষা শোষিত শ্রেণি।  দেশের সমগ্র রাজত্বের 96% তৃতীয় সম্প্রদায়কে দিত। 

বিভিন্ন কর - রাষ্ট্র, সামন্ত প্রভু ও গির্জা তৃতীয় শ্রেণির কাছ থেকে বিভিন্ন ধরণের কর আদায় করত। যেমন - টাইলে বা ভূমিকর, ক্যাপিটেশন বা উৎপাদন কর, ভিটিংয়েমে বা আয়কর, গ্যাবলা বা লবণকর, টাইদ বা ধর্মকর, করভি বা বাধ্যতামূলক বেগারশ্রম প্রভৃতি। এত রকম কর মিটিয়ে কৃষকদের হাতে তার মোট আয়ের মাত্র 15 অংশ অবশিষ্ট থাকত। তা দিয়ে তাদের ভরন -পোষন চলত না। 


45. ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকরা কতটা ভূমিকা পালন করেছিল ?

উঃ - অষ্টাদশ শতাব্দী ছিল ইউরোপীয় দার্শনিকদের জ্ঞানের আলোয় আলোকিত শতাব্দী। এই শতাব্দীতে ফরাসী দার্শনিক ও লেখকদের লেখনী ফরাসি বিপ্লবের মানসিক ক্ষেত্র প্রস্তুত করেছিল। তাঁরা সমাজ, অর্থনীতি, রাজনীতি, ধর্ম, সবক্ষেত্রে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে পুরাতন ব্যবস্থার ভীত নাড়িয়ে দিয়েছিলেন। 

দার্শনিকদের ভূমিকা - 

মন্তেস্কু - ফরাসি দার্শনিক, পেশায় আইনজীবি মন্তেস্কু রচনা করেন ‘দ্য পার্সিয়ান লেটার্স’ এবং ‘দ্য স্পিরিট অব লজ’ গ্রন্থ।  পার্সিয়ান লেটার্স গ্রন্থে তিনি দেখিয়েছেন যে, অভিজাতরা অন্যায়ভাবে সকলকে বঞ্চিত করে। সমাজের সুযোগ-সুবিধা ভোগ করে। আবার ‘দ্য স্পিরিট অফ লজ’ গ্রন্থে তিনি রাজার ঈশ্বর প্রদত্ত ক্ষমতা ও স্বৈরাচারী শাসনের তীব্র সমালোচনা করেছেন। এছাড়া তিনি ফ্রান্সের শাসন, বিচার ও আইন বিভাগের সম্পূর্ণ পৃথকীকরণের দাবীও জানিয়েছেন এই গ্রন্থে। 

ভলতেয়ার - ভলতেয়ার ছিলেন একাধারে দার্শনিক, সাহিত্যিক, ঐতিহাসিক, প্রাবন্ধিক ও কবি প্রতিভার অধিকারী। তাঁর প্রকৃত নাম ছিল ফ্রাঁসোয়া মারি আরোয়েৎ, তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ হলো ‘কাঁদিদ’ ও ‘লেতর ফিলজফিক’ এই গ্রন্থ দুটিতে তিনি ধর্মীয় অনাচার ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তিনি ক্যাথোলিক গির্জাকে বিশেষ অধিকার প্রাপ্ত উৎপাত বলে অভিহিত করেছেন। 

রুশো - ফ্রান্সের সর্বাপেক্ষা জনপ্রিয় দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন ফরাসি বিপ্লবের জনক নামে খ্যাত জাঁ জেকুইস রুশো, তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ হল - ‘সামাজিক চুক্তি’ এবং ‘অসাম্যের উৎস’ প্রথমোক্ত গ্রন্থে তিনি দেখিয়েছেন যে রাজা ঈশ্বরের প্রতিনিধি নন, চুক্তির মাধ্যমে রাজপদের সৃষ্টি হয়েছে। জনগণই হলো ক্ষমতার উৎস এবং প্রকৃত শক্তির অধিকারী। 

দিদেরো ও এলেমবার্ট - ফরাসি দার্শনিক দিদেরো ও দ্য এলেমবার্ট 35 খন্ডের একটি বিশ্বকোষ সংকলন করেন। দর্শন, সমাজবিজ্ঞান, সাহিত্য প্রভৃতিতে সমৃদ্ধ এই বিশ্বকোষ পাঠ করে ফরাসিদের চিন্তাধারায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।  দিদেরো বলেছেন মানুষ তার চারপাশের অবস্থার পরিবর্তন ও নিয়ন্ত্রণ করতে পারে বলেই জীবজগতের শ্রেষ্ঠ। তার কথায় উদ্বুদ্ধ হয়ে ফরাসি জাতি নিজ ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে তৎপর হয়ে ওঠে। 

ফিজিওক্রাটস - ফরাসি বিপ্লবের প্রাক -কালে ফিজিওক্রাটস নামে একদল অর্থনীতিবিদদের আবির্ভাব হয়। এরা অর্থনীতিক ক্ষেত্রে নিয়ন্ত্রণের পরিবর্তে অবাধ বাণিজ্য ও শিল্পে বেসরকারিকরণের পক্ষপাতী ছিলেন।এই গোষ্ঠীর নেতা ছিলেন কুয়েসনে।


46. ফরাসি বিপ্লবের নারীদের অংশ গ্রহণের বিবরণ দাও। 

উঃ - 1789 খ্রিষ্টাব্দের মাঝামাঝি রাজা ষোড়শ লুই স্টেটস জেনারেলের অধিবেশন ডাকলে বুর্জোয়ারা সেখানে তিন সম্প্রদায়ের একত্রে অধিবেশনে বসে এবং সদস্যদের মাথাপিছু ভোটের দাবি জানায়। বিপদগ্রস্থ রাজা বাধ্য হয়ে তা মেনে নিলেও খুব শীঘ্রই মূল্য বৃদ্ধি, খাদ্যাভাব প্রভৃতি ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় শ্রেণির লোকেরা বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে। 

খাদ্যাভাব -1789 খ্রিষ্টাব্দের দ্বিতীয় ভাগে ফ্রান্সের গ্রামাঞ্চলে খাদ্যাভাব চরম আকার ধারণ করে। খাদ্যের দাবিতে প্যারিসে দাঙ্গা -হাঙ্গামা শুরু হয়। এই পরিস্থিতিতে খাদ্যের দাবিতে প্রায় 6000 মহিলা  5 ই অক্টোবর প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে মিছিল করে ভার্সাই রাজপ্রাসাদ অভিযান করে। ‘রুটি চাই’ ধ্বনিতে মিছিল মুখরিত হয়। 

রাজতন্ত্রের শবযাত্রা - আন্দোলনকারী নারীরা 6 ই অক্টোবর রাজপ্রাসাদের রক্ষীদের হত্যা করে এবং সমগ্র রাজপরিবারকে বন্দী করে প্যারিসে আসতে বাধ্য করে। ঐতিহাসিক রাইকার এই ঘটনাকে রাজতন্ত্রের শবযাত্রা বলে উল্লেখ করেছেন। 

47. সন্ত্রাসের রাজত্ব চালু হওয়ার কারণ কী ?

উঃ - ফ্রান্সের রাজা ষোড়শ লুইএর মৃত্যু দণ্ডের পর থেকে বিপ্লবী ফ্রান্স আভ্যন্তরীন ও বৈদেশিক উভয় দিক থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এই পরিস্থিতিতে তিনি এক জরুরি শাসন চালু করেন যা সন্ত্রাসের শাসন নামে পরিচিত। 

অভ্যন্তরীন কারন - অভ্যন্তরীন ক্ষেত্রে ফ্রান্স নানা সমস্যার সম্মুখীন হয়। রাজতন্ত্রের সমর্থনে এবং বিপ্লবের বিরুদ্ধে দেশে বিপ্লব বিরোধী আন্দোলন ক্রমে জোরদার হয়। 

কিছু লোক সরকারি আইন অগ্রাহ্য করে এবং সরকারকে কর প্রদান বন্ধ করে দেন। 

ফরাসি যুবকরা সেনাদলে যোগ দিতে অস্বীকার করে। এরকম সংকটের পরিস্থিতিতে ফ্রান্সে বিপ্লবী সরকারের পতনের সম্ভাবনা দেখা দেয়। 

বৈদেশিক কারণ - ইউরোপের বিভিন্ন রাজনৈতিক শক্তি ফ্রান্সে বিপ্লবের প্রসারে আতঙ্কিত হয়ে ওঠে। 

ইংল্যান্ড, অষ্ট্রিয়া, প্রাশিয়া, স্পেন, পর্তুগাল প্রভৃতি দেশ ফ্রান্সের বিপ্লবী সরকারকে ধ্বংস করার উদ্দেশ্যে  1793 খ্রিস্টাব্দে প্রথম শক্তিজোট গঠন করে। 

শত্রুপক্ষ ফ্রান্সের সীমানা অতিক্রম করে দ্রুত প্যারিসের দিকে ছুটে আসে। 

এইসময় বিপ্লবী ফ্রান্সের সেনাপতি ডুমুরিয়ে বিশ্বাসঘাতকতা করে অষ্ট্রিয়ার পক্ষে যোগ দেয়। 


48. ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ লেখ। 

ফরাসি বিপ্লব (1789 খ্রি:) আধুনিক বিশ্বের ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। ঐতিহাসিক কোবান ফরাসি বিপ্লবকে অসংখ্য ছোটো বড়ো খরস্রোতা নদীর সমন্বয়ে ছড়িয়ে পড়া ভয়ানক বন্যার সঙ্গে তুলনা করেছেন। 

সরকারি অপব্যয় - ফরাসি রাজপরিবার অকাতরে অর্থব্যয় করে রাষ্ট্রের অর্থনৈতিক শক্তিকে দুর্বল করেছেন। চতুর্দশ লুই (1643-1715 খ্রি:), পঞ্চদশ লুই (1715 - 74 খ্রি:) ও ষোড়শ লুই -এর আমলে সম্রাট সহ রাজপরিবার অমিতব্যয়ী ও বিলাসিতা চরমে পৌঁছায়। ফলে ফরাসি রাজকোশ শুন্য হয়ে যায়। 

ব্যায়বহুল যুদ্ধ - চতুর্দশ ও পঞ্চদশ লুই বিভিন্ন ব্যায়বহুল যুদ্ধে অংশ নিয়ে বিপুল অর্থ ব্যায় করেন। ষোড়শ লুই আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশ নিলে প্রচুর লোক ও অর্থ ব্যয় হয়। 

অধিকারভোগীদের আয় - ফ্রান্সের প্রায় অর্ধেক কৃষিজমি ছিল যাজক ও অভিজাতদের হাতে। জমি থেকে বিপুল আয় সত্বেও তারা সরকারকে টাইলে বা ভূমিকর, ক্যাপিটেশন বা আয়কর দিত না। তা সত্বেও তারা রাষ্ট্রের বিভিন্ন ধরনের সুযোগ -সুবিধা ভোগ করত। 

তৃতীয় শ্রেণির করের বোঝা - রাষ্ট্র, গির্জা ও জমিদাররা তৃতীয় শ্রেণির কাছ থেকে বিভিন্ন ধরনের কর আদায় করত। টাইলে, ক্যাপিটেশন, ভিংটিয়েম, লবণ কর, ভোগ্য পণ্যের উপর কর, যাজকদের টাইদ বা ধর্মকর, এইদস বা মদ, তামাক প্রভৃতির কর, করভি, অন্যান্য অতিরিক্ত কর প্রভৃতি দিতে বাধ্য হতো। এতরকম কর মিটিয়ে কৃষকদের হাতে উৎপন্ন ফসলের 20 শতাংশ পড়ে থাকত। 

মধ্যবিত্তদের দুরাবস্থা - অর্থনীতিবিদ আডাম স্মিথ মনে করেন যে বিপ্লবের আগে ফ্রান্স ছিল ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’, ত্রুটিপূর্ণ অর্থনীতির জন্য দেশে দ্রব্যমূল্য ব্যাপক হারে বৃদ্ধি পেলে, দরিদ্র মানুষ সীমাহীন দুর্দশার মুখে পড়ে। খাদ্য ও অন্যান্য দ্রব্যের মূল্য গরীব মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। অন্যদিকে ধনী বুর্জোয়া ব্যবসায়ী, শিল্পপতিরা স্বাধীন ও অবাধ বাণিজ্যের জন্য শুল্ক ও নিয়ন্ত্রণ লোপের দাবি জানায়। 

এই সমস্ত বিভিন্ন কারনে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল। 


49. সন্ত্রাসের রাজত্বের গুরুত্ব লেখ। 

ফ্রান্সে সন্ত্রাসের শাসনের বিভিন্ন কৃতিত্ব বা সাফল্য ছিল। যথা - 

১) সন্ত্রাসের শাসনের ফলে ফ্রান্সের প্রতিবিপ্লবী কার্যকলাপ দমিত হয় এবং অরাজকতা ও গৃহযুদ্ধের অবসান ঘটে। বিদেশী শক্তিগুলির আক্রমনের হাত থেকেও বিপ্লবী ফ্রান্স রক্ষা পায়। 

২) গির্জাগুলি বন্ধ করে দেওয়া হয়। 

৩) প্রচলিত খ্রিস্টান কর্মপন্জী বাতিল করে প্রজাতান্ত্রিক কর্মপন্জী চালু করা হয়। 

৪) নতুন মাপ, ওজন ও মুদ্রা ব্যবস্থায় দশমিক প্রথা চালু করা হয়। 

৫) বিভিন্ন দ্রব্যের সর্বোচ্চ মূল্য ও মজুরির সর্বনিন্ম হার বেঁধে দেওয়া হয়। 

৬) অভিজাতদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা কৃষকদের মধ্যে বিলি করা হয়। 

৭) দাস প্রথার অবসান ঘটানো হয়। 

৮) খাবারের জন্য রেশন কার্ড চালু করা হয়। 

৯) অবৈতনিক সর্বজনীন প্রাথমিক শিক্ষা চালু করা হয়। 

১০) 10 লক্ষ সেনার এক বিশাল সেনাবাহিনী গড়ে তোলা হয়। 




Ratings
No reviews yet, be the first one to review the product.