• SCHOOL BOARDS
  • WBBSE/WBCHSE
  • CLASS 9
  • HISTORY
  • চতুর্থ অধ্যায় শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ - গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর Chapter 4 Silpo Biplob, Uponibesbad O Samrajjobad

চতুর্থ অধ্যায় শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ - গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর Chapter 4 Silpo Biplob, Uponibesbad O Samrajjobad

Language : Bengali

The Note contains Textual Question Answers from WBBSE Class 9 History Chapter 4 Silpo Biplob, Uponibesbad O Samrajjobad (চতুর্থ অধ্যায় শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ). Read the Question Answers carefully. This Question Answer set from the WBBSE board provides quality Multiple Choice Questions (MCQ), Short Answer Type Questions (SAQ), and Long Answer Type Questions from the above chapter. By reading these, students will get a clear idea about that chapter. It will enhance their knowledge and enable them to get good marks in the board exams. 

Class 9 History Chapter 4 Silpo Biplob, Uponibesbad O Samrajjobad (শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ)

Short Answer Type Question (SAQ) from Silpo Biplob, Uponibesbad O Samrajjobad

Long Answer Type Question from Silpo Biplob, Uponibesbad O Samrajjobad,

Class 9 History Chapter 4 Silpo Biplob, Uponibesbad O Samrajjobad,

নবম শ্রেণি ইতিহাস চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ ,

নবম শ্রেণি শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ সম্পূর্ণ আলোচনা ও অনুশীলনীর প্রশ্নোত্তর,

নবম শ্রেণি ইতিহাস শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে সংক্ষিপ্ত, রচনাধর্মী ও ব্যাখ্যা ধর্মী প্রশ্নোত্তর 


LRNR provides this material totally free

চতুর্থ অধ্যায় 

শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ   


1. শিল্প বিপ্লব কাকে বলে ?

উঃ - মানুষের শ্রমের পরিবর্তে যন্ত্রের সাহায্যে উৎপাদন ব্যবস্থায় এবং উৎপাদনের মাত্রায় যে বিশাল পরিবর্তন ঘটে তা হল শিল্প বিপ্লব। 

2. শিল্প বিপ্লব প্রথম কোন দেশে হয়েছিল ?

উঃ - ইংল্যান্ডে 

3. “Das Capital” কার লেখা ? কবে প্রকাশিত হয় ?

উঃ - কার্ল মার্কস এর লেখা, 1867 সালে প্রকাশিত হয়। 

4. কবে, করা “কমিউনিস্ট ম্যানিফেস্টো ‘লিখেছিলেন ?

উঃ -  1848 সালে, কার্ল মার্কস ও ফ্রেডারিক এন্সেলাস এর লেখা। 

5. “Lectures or Industrial Revolution “ - কার লেখা ?

উঃ -  আর্নল্ড টয়েনবি 

1. শিল্প বিপ্লবের সময়কাল উল্লেখ করো। 

উঃ -  শিল্প বিপ্লবের সময়কালকে দুইভাগে ভাগ করা যায় - 

যথা - 

1. প্রাথমিক স্তর -1770- 1840

2.  অন্তিম স্তর - 1840 - 1914

7. কে, কবে উড়ন্ত মাকু তৈরি করেন ?

উঃ - জন কে , 1733 খ্রি:

8. কে, কবে ব্লাস্ট ফারনেস তৈরি করেন ?

উঃ -  জন স্মিটন, 1760 খ্রি:

9. স্পিনিং জেনি কে, কবে প্রতিষ্ঠা করেন ?

উঃ - 1764 খ্রি: হারগ্রিভস 

10. ওয়াটার ফ্রেম কে, কবে আবিষ্কার করেন ?

উঃ - রিচার্ড আর্করাইট, 1769 খ্রি:

11. কে, কবে স্পিনিং মিউল আবিষ্কার করেন ?

উঃ - ক্রম্পটন, 1779 খ্রি:

12. কে, কবে বাষ্পীয় ইঞ্জিন প্রতিষ্ঠা করেন ?

উঃ - জেমস ওয়াট, 1781 খ্রি:

13. কে, কবে পাওয়ার লুম আবিষ্কার করেন ?

উঃ - এডমন্ড কার্টরাইট , 1785 খ্রি:

14. ‘ডেভিড কপারফিল্ড’ কার লেখা ?

উঃ - চার্লস ডিকেন্স 

15. ‘ দ্য মাদার’ উপন্যাসটি কার লেখা ?

উঃ - ম্যাক্সিম গোর্কি 

16. দুজন কাল্পনিক সমাজবাদীর নাম লেখ ?

উঃ - টমাস মোর, সাঁ সিমো, শার্ল ফুরিয়ে, রবার্ট ওয়েন প্রমুখ। 

17. ‘ইউটোপীয়’ কার লেখা ?

উঃ - টমাস মোর 

18. দুজন নৈরাজ্যবাদীর নাম লেখ। 

উঃ - স্পিয়ের জোসেফ, প্রুডো, পিটার ক্রোপোটকিন, বাকুনিন প্রমুখ। 

19. নৈরাজ্যবাদীর জনক কাকে বলা হয় ?

উঃ - প্রুডো 

20. ফরাসি সমাজতন্ত্রবাদের জনক কে ? ও তার গ্রন্থের নাম। 

উঃ - সাঁসিমো, The New Christianity বা নব খ্রিস্টবাদ। 

21. সমাজতন্ত্রবাদের বাইবেল কোন গ্রন্থটিকে বলা হয় ?

উঃ - Das Capital

22. কী উদ্দেশ্যে ‘টার্ন পাইক ট্রাস্ট’ গঠিত হয় ?

উঃ - সপ্তদশ শতকে ব্রিটেনের রাস্তার উন্নতির লক্ষ্যে বিভিন্ন স্থানে টার্ন পাইক ট্রাস্ট গঠিত হয়। 

23. ‘সুয়েজ খাল’ - কে জাতীয়করণ করেন ?

উঃ - মিশরের রাষ্ট্রপতি গামাল আব্দেল নাসের। 

24. পিচ রাস্তা তৈরির কৌশল কারা আবিষ্কার করেন ?

উঃ - টেলফোর্ড ও ম্যাকাওডাম 

25. পলাশীর লুন্ঠন কী ?

উঃ - পলাশির যুদ্ধের পর থেকে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি বাংলার বিপুল পরিমান অর্থসম্পদ এখান থেকে বিলেতে নিয়ে যায় এই ঘটনা “সম্পদের নির্গমণ” নাম পরিচিত। ঐতিহাসিক ব্রুকস আডামস এই ঘটনাকে পলাশির লুন্ঠন বলে অভিহিত করেছেন। 

26. প্রথম বলকান যুদ্ধ কবে, কাদের মধ্যে হয় ? কোন সন্ধির দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে ?

1912 খ্রিস্টাব্দে তুরস্ক ও বলকান লিগের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে প্রথম বলকান যুদ্ধ হয়। 

লন্ডনের সন্ধির 1913 খ্রি: দ্বারা এই যুদ্ধের অবসান ঘটে। 

24. শিল্পবিপ্লব কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন ?

উঃ - অগাস্তেল্যাঙ্কি 

25. জোলভেরেইন প্রতিক্রিয়ায় কোন দেশ নেতৃত্ব দিয়েছিল ?

উঃ - প্রাশিয়া 

26. ফ্যাক্টরি প্রথা বলতে কী বোঝায় ?

উঃ - বৃহৎ কলকারখানা প্রতিষ্ঠা 

27. লুডাইট দাঙ্গা কোথায় শুরু হয় ?

উঃ - ইংল্যান্ডে 

28. কে, কবে রাশিয়ায় ভূমিদাস প্রথা নিষিদ্ধ করেন ?

উঃ - 1861 সালে। জার দ্বিতীয় আলেকজান্ডার 

29. অরগানাইজেশন অফ লেবার -গ্রন্থটি কার ?

উঃ - লুই ব্ল্যাঙ্ক 

30. ব্রিটিশ সমাজতন্ত্রের জনক কাকে বলা হয় ?

উঃ - রবার্ট ওয়েনকে 

31. সমাজতন্ত্রবাদ কথাটি কে প্রথম প্রচলন করেন ?

উঃ - রবার্ট ওয়েন 

32. সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি কার লেখা ?

উঃ - লেনিন এর 

33. শেতাঙ্গদের বোঝা কবিতাটির লেখক কে ?

উঃ - কিপলিং 

34. প্রথম আফিম এর যুদ্ধ কাদের মধ্যে হয় ?

উঃ - (1839- 1842 খ্রি:) ইংল্যান্ড ও চিনের মধ্যে 

35. চিনের শাংটুং প্রদেশে কোন দেশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে ?

উঃ - জার্মানি 

36. কঙ্গো ফ্রিস্টেট কোন দেশ গঠন করে ?

উঃ - বেলজিয়াম 

37. নানকিং এর সন্ধি কবে, কাদের মধ্যে হয় ?

উঃ -1842 সালে চিনের মাঞ্চু সরকার ও ইংরেজদের মধ্যে 

38. অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয় ?

উঃ - আফ্রিকা মহাদেশকে 

39. আলজিরিয়া কাদের উপনিবেশ ছিল ?

উঃ - ফরাসিদের 

40. প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারন কী ছিল ?

উঃ - সেরাজোভ হত্যাকান্ড 

41. কবে কোথায় ‘প্যারি কমিউন’ গঠিত হয় ?

উঃ - 1871 খ্রিস্টাব্দে ফ্রান্সের প্যারিস শহরে 

42. কবে, কাদের মধ্যে তিয়েনসিনের সন্ধি স্বাক্ষরিত হয় ?

উঃ -1858 খ্রিস্টাব্দে, ইঙ্গ -ফরাসি যৌথ বাহিনীর সঙ্গে চিনের। 

43. ‘ফ্যাক্টরি প্রথা’ কী ?

উঃ - শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বিভিন্ন দেশে বৃহৎ শিল্প কারখানা গড়ে ওঠে। এই সব কল -কারখানায় যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করে শিল্প বিপ্লবের গুনগত ও পরিমাণগত ব্যাপক উন্নতি ঘটানো সম্ভব হয়। বৃহৎ কারখানাভিত্তিক এই ব্যবস্থা ফ্যাক্টরি প্রথা নামে পরিচিত। 

44. ‘ঘেঁটো’ - কী ?

উঃ - ঘেঁটো হল শহরের কোনো নির্দিষ্ট অঞ্চল যেখানে সামাজিক, অর্থনৈতিক, বা ধর্মীয় সংখ্যালঘু কিছু মানুষ বসবাস করে। ভেনিস শহরে ইহুদিদের বসবাসের এলাকা নির্দিষ্ট করতে ঘেঁটো শব্দটি ব্যবহার করা হয়। পরে বহিরাগত মানুষদের বসবাসের নির্দিষ্ট অঞ্চলকে ঘেঁটো নামে চিহ্নিত করা হয়। 

45. ‘লুডাইট দাঙ্গা’ কী ?

উঃ - ইংল্যান্ডে শ্রমিকরা কলকারখানার মেশিন গুলিকে তাদের আসল শত্রু বলে মনে করতে থাকে। কারন, এই কারখানাগুলিতে কাজ করেই তাদের জীবনে সীমাহীন দুর্দশা নেমে আসে। এজন্য নেডলুভ নামে এক শ্রমিকের নেতৃত্বে তারা মেশিন গুলি ভেঙে দুর্দশা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে। মেশিন ভাঙার এই আন্দোলন ‘লুডাইট দাঙ্গা’ নামে পরিচিত। 

46. ‘নব্য সাম্রাজ্যবাদ’ কী ?

উঃ - প্রাচীন বা মধ্যযুগের মতো ভুখন্ড দখল আধুনিক সাম্রাজ্যবাদের লক্ষ নয়। 1820 খ্রিস্টাব্দের পরবর্তীকালে ইউরোপের শিল্পউন্নত জাতিগুলি পণ্য বিক্রি এবং কাঁচামাল সংগ্রহের জন্য এশিয়া ও আফ্রিকার বিভিন্ন স্থানে আধিপত্য প্রতিষ্ঠা করে এই ঘটনা ‘নব্য সাম্রাজ্যবাদ’ নামে পরিচিত। 

47. ‘চিনা তরমুজের খণ্ডীকরন’ বলতে কী বোঝ। 

উঃ - বিভিন্ন বিদেশী শক্তি চিনের বিভিন্ন অংশ দখল করে। অর্থাৎ, তরমুজের মতো খন্ড খন্ড করে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। যেমন - ফ্রান্স চিনের অভ্যন্তর ভাগ পর্যন্ত রেলপথ নির্মাণের অধিকার পায়, ইংল্যান্ড ওয়াই হ্যাওয়ে, রাশিয়া - পোর্ট আর্থার বন্দর, জার্মানি শাংটুং প্রদেশ দখল করেন। ঐতিহাসিক ভিনাক এই ঘটনাকে “চিনা তরমুজের খণ্ডীকরন” বলে অভিহিত করেছেন। 

48. ‘তিন সম্রাটের চুক্তি’ কবে, কাদের মধ্যে হয় ?

উঃ - 1873 খ্রি: জার্মানি, অষ্ট্রিয়া, ও ইটালিকে নিয়ে গড়ে ওঠে তিন সম্রাটের চুক্তি। 

49. ‘মুক্তদ্বার নীতি’ কী ?

উঃ - ঊনবিংশ শতকের মধ্যে চিনের বিভিন্ন অংশে ইউরোপীয় আধিপত্য প্রতিষ্ঠিত হলে আমেরিকা আতঙ্কিত হয় যে, তাদের হয়তো চিনে আর বাণিজ্য করার সুযোগ থাকবে না। এই উদ্দেশ্যে মার্কিন পররাষ্ট্র সচিব স্যার জন হে 1899 খ্রিস্টাব্দে তার বিখ্যাত ‘মুক্তদ্বার নীতি’ ঘোষণা করে। 

50. “শিল্পবিপ্লব”- শব্দটি কে প্রথম প্রয়োগ করেন?

উঃ - ফ্রেডারিক এঙ্গেলস 

51. শিল্পবিপ্লব শব্দটি ব্যাপক ও বহুল ব্যবহার করেন কে ?

উঃ - আর্নল্ড টয়েনবি 

52. ‘সম্পত্তি কী?”-গ্রন্থটি কার লেখা ?

উঃ - প্রুডো 

53. বাষ্পচালিত রেলইঞ্জিন কে আবিষ্কার করেন ?

উঃ - জর্জ স্টিফেনসন 

54. কার্ল  মার্কসের লেখা দুটি গ্রন্থের নাম লেখ। 

উঃ - দ্যা হোলি ফ্যামিলি, সিভিল ওয়ার ইন ফ্রান্স 

55. টেলিগ্রাফ কে আবিষ্কার করেন ?

উঃ - স্যামুয়েল এফবি মোর্স 

56. কত খ্রিস্টাব্দে আটলান্টিক কেবল পাতা হলে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ শুরু হয় ? 

উঃ -1866 খ্রি:

57. কত খ্রি: ভারত ও ইংল্যান্ডের মধ্যে যোগাযোগ গড়ে ওঠে ?

উঃ -1870 খ্রি: 

58. কত খ্রিস্টাব্দে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত হয় ?

উঃ -1813 খ্রি: 

59. কোন শিল্প থেকে প্রথম শিল্পবিপ্লবের সূচনা ঘটে ?

উঃ - বস্ত্র শিল্প 

60. “নৈবেদ্য”- নামক কাব্যগ্রন্থ কার লেখা ?

উঃ - রবীন্দ্রনাথ ঠাকুর 

61. শিমনোশেকির সন্ধি কবে, কাদের মধ্যে হয় ?

উঃ -1895 খ্রি:, চীন ও জাপানের মধ্যে। 

62. উন্মুক্ত দ্বার নীতির প্রবক্তা কে ?

উঃ - জন হে। 

63. কোন দেশ ইউনিয়ান অফ সাউথ আফ্রিকা গঠন করে ?

উঃ - ব্রিটেন 1910 খ্রিস্টাব্দে। 

64. সাম্রাজ্যবাদের উত্থান কবে ঘটে ?

উঃ - 1870 এর পরবর্তী কালে 

65. কোন গ্রন্থে ইংল্যান্ড ও রুশবাসীর জীবনযাপনের বিবরণ আছে ?

উঃ - দ্যা মাদার গ্রন্থে 

66. কবে কারখানা আইন পাশ হয় ?

উঃ - 1833 খ্রি: 

67. সুয়েজ খাল কবে জাতীয়করণ করা হয়েছিল ?

উঃ - 1956 খ্রি: 

68. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন জাহাজ চিনে প্রথম অবতরণ করেছিল ?

উঃ - দ্য এক্সপ্রেশন অফ চায়না 

69. দ্বিতীয় বলকান যুদ্ধ কবে হয় ?

উঃ - 1913 খ্রি: 

70. ত্রিশক্তি আঁতাত ও মৈত্রী কবে গড়ে ওঠে ?

উঃ -  ত্রিশক্তি আঁতাত - 1907 খ্রি: 

ত্রিশক্তি মৈত্রী    - 1882 খ্রি: 





Ratings
No reviews yet, be the first one to review the product.