প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য । Life Science Chapter 1 Jibon O Tar Boichitro

Language : Bengali

The Note contains Textual Question Answers from WBBSE Class 9 Life Science Chapter 1 Jibon O Tar Boichitro (প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য). Read the Question Answers carefully. This Question Answer set from the WBBSE board provides quality Multiple Choice Questions (MCQ), Short Answer Type Questions (SAQ), and Long Answer Type Questions from the above chapter. By reading these, students will get a clear idea about that chapter. It will enhance their knowledge and enable them to get good marks in the board exams. 

নবম শ্রেণি জীবনবিজ্ঞান প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য,

জীবন ও তার বৈচিত্র্য অধ্যায় এর সম্পূর্ণ আলোচনা ও অনুশীলনীর প্রশ্নোত্তর,

জীবন ও তার বৈচিত্র্য থেকে সংক্ষিপ্ত, রচনাধর্মী ও ব্যাখ্যা ধর্মী প্রশ্নোত্তর, 

Class 9 Life Science Chapter 1 Jibon O Tar Boichitro,

Jibon O Tar Boichitro Class 9 Life Science,

Short Answer Type Question (SAQ) from Jibon O Tar Boichitro,

Long Answer Type Question from Jibon O Tar Boichitro,

LRNR provides this material totally free

CH-1.1-জীবন ও তার বৈচিত্র্য 


1.1. জীবনের প্রধান বৈশিষ্ট্য 


1. অতি সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর :-

1. জীবের উত্তেজনায় সাড়া দেওয়ার ক্ষমতাকে কী বলে ?

-উত্তেজিতা 


2. জীবদেহে প্রাণের ভৌত ভিত্তি কাকে বলা হয় ?

- প্রোটোপ্লাজম 


3. জীবের শুষ্ক ওজন বৃদ্ধিকে কী বলে এবং হ্রাসকে কী বলে ?

-শুষ্ক ওজন বৃদ্ধিকে উপচিতিমূলক বিপাক বলে এবং শুষ্ক ওজন হ্রাসকে অপচিতিমূলক বিপাক বলে।

 

4. কত বছর পূর্বে প্রাণের সৃষ্টি হয়েছিল পৃথিবীতে ?

- 3.7 বিলিয়ন পূর্বে 


5. বিজ্ঞানী আলেকজান্ডার ওপারিন এর লেখা বইটির নাম কী ?

-The Origin of Life on Earth.


6. মাইক্রোস্ফিয়ার মডেলের প্রবক্তা কে ?

বিজ্ঞানী সিডনিফস্ক 


7. কত বছর পূর্বে পৃথিবীর সৃষ্টি হয়েছিল ?

- 4.6 বিলিয়ন বছর পূর্বে 


8. কোয়াসারভেট মডেলের প্রবক্তা কে ?

-ওপারিন 


9. পৃথিবীতে মেগাডাইবারসিটি দেশের সংখ্যা বর্তমানে কত ?

- 17 টি 


10. “হট ডাইলিউট স্যুপ” - কথাটির প্রবক্তা কে ?

- জে. বি. এস হ্যালডেন 


11. প্রাথমিক কোশের জেনিটিক বস্তু কী ছিল ?

অথবা,

প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড কোনটি ?

- RNA বা রাইবো নিউক্লিক অ্যাসিড 


12. দুটি প্রোটোবায়োন্ড এর নাম লেখ। 

- কোয়াসারভেট এবং মাইক্রোস্ফিয়ার 


13. অত্যাধিক জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চলকে কী বলে ?

- হট স্পট 


14. ইউক্যারিওটিক কোশের আবির্ভাব ঘটে কখন ?

- প্রায় 1.5 বিলিয়ন বছর পূর্বে। 


15. পৃথিবীতে বর্তমানে কত প্রজাতি আছে ?

- প্রায় 30 মিলিয়ন ( 3 কোটি)


16. প্রাকৃতিক নির্বাচনবাদের জনক কে ?

- চার্লস ডারউইন 


17. মিলার ও উরের পরীক্ষায় কোন কোন পদার্থ সৃষ্টি হয়েছিল ?

- অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, সুগার ও নাইট্রোজেন যুক্ত ক্ষার। 


18. আদি কোশের পুষ্টি পদ্ধতি কেমন ছিল ?

- কেমোহেটারো ট্রফ বা রসায়ন সংশ্লেষকারী। 


19. জীবন সৃষ্টির ঘটনাকে কী বলা হয় ?

- বায়োজেনেসিস 


20. বায়োডায়ভারসিটি বা জীববৈচিত্র্য কথাটি কে প্রবর্তন করেন ?

- বিজ্ঞানী ওয়াল্টার রোজেন 


21. হঠাৎ সৃষ্ট প্রকরণগুলিকে কি বলা হয় ?

- বিচ্ছিন্ন প্রকরণ বলা হয়। 


22. বিচ্ছিন্ন প্রকরণের কারণ কী ?

- মিউটেশন 


23. মানুষের গায়ের রং, উচ্চতা, - এগুলি কি জাতীয় প্রকরণ ?

- অবিচ্ছিন্ন প্রকরণ 


2. সংক্ষিপ্ত প্রশ্নে উত্তর দাও : -


1. উদ্দীপক কাকে বলে ?

- পরিবেশের যে পরিবর্তন জীবদেহে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে উদ্দীপক বলে। উদাহরণ - আলো, তাপমাত্রা 


2. নগ্ন জিন কী ?

- স্বপ্রজন্মক্ষম, প্রোটিনবিহীন, RNA প্রকৃতির পলিনিউক্লিওটাইডগুলিকে নগ্ন জিন বলে। 


3. জীববৈচিত্র্য বলতে কী বোঝ ?

- বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্র অথবা পরিবেশে কিংবা বাসস্থলে জীবের মধ্যে যে বিচ্ছিন্নতা দেখা যায়, তাকে জীববৈচিত্র্য বলে। 


4. কোয়াসারভেট কাকে বলে ?

- বিজ্ঞানী ওপারিনের মতে রাসায়নিক বিবর্তনের ফলে যে বৃহদআকার জৈবযৌগগুলি আন্তর আণবিক বল দ্বারা পরস্পরের প্রতি আকৃষ্ট হয়ে গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে যে বড়ো বড়ো কোলয়েডবিন্দু তৈরি করে, এগুলিকে কোয়াসারভেট বলে। 


5. হট ডাইলিউট স্যুপ বা গরম তরল স্যুপ কি ?

- আদিম পৃথিবীতে রাসায়নিক বিবর্তনের ফলে শর্করা, অ্যামাইনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড ও অন্যান্য জটিল জৈবযৌগের উৎপত্তি সাধারণত উত্তপ্ত সমুদ্রের জলে হয়েছিল। বিজ্ঞানী হ্যালডেন এই সব জৈবযৌগ সমুদ্রের গরম জলের মিশ্রণকে গরম তরল স্যুপ বা হট ডাইলিউট স্যুপ বলে অভিহিত করেন। 


6. মাইক্রোস্ফিয়ার কী ?

- প্রোটিনয়েড জাতীয় অণুগুলি জলের সঙ্গে যুক্ত হয়ে যে বিন্দু বিন্দু গঠন সৃষ্টি করে, তাকে মাইক্রোস্ফিয়ার বলা হয়। 


7. পরিব্যাক্তি কাকে বলে ?

- ক্রোমোজমে অবস্থিত কোনো জিনের আকর্ষিক পরিবর্তনকে মিউটেশান বা পরিব্যাক্তি বলে। 


8. কোয়াসারভেট ও মাইক্রোস্ফিয়ারের পার্থক্য লেখ। 


কোয়াসারভেট

মাইক্রোস্ফিয়ার

i) এর আবিস্কারক বিজ্ঞানী আলেকজান্ডার ওপারিন। 

ii) এটি শর্করা, প্রোটিন ও জল দ্বারা গঠিত বৃহদ কোলয়িড গঠন। 

iii) লিপিড দ্বারা গঠিত দ্বিস্তরীয় আবরণ থাকে। 

iv) জীব সৃষ্টি সম্পর্কে কোয়াসারভেট মডেল বর্তমানে গ্রহনযোগ্য নয়। 

i) এর আবিস্কারক বিজ্ঞানী সিডনী ফস্ক

ii) এটি নিউক্লিও প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। 

iii) এটি অর্ধভেদ্য পর্দা দ্বারা আবৃত। 

iv) জীবসৃষ্টি সম্পর্কে মাইক্রোস্ফিয়ার মডেলটি গ্রহনযোগ্য। 


9. প্রোটোবায়োন্ট বলতে কী বোঝ ?

- পারিপার্শ্বিক জ্বলিয় দ্রবণ থেকে পৃথক হওয়া কৃত্রিমভাবে উৎপন্ন যে অনুসমষ্টির জন্মক্ষমতা না থাকলেও নিজস্ব আন্তঃরাসায়নিক পরিবেশ বর্তমান, তাকে প্রোটোবায়োন্ট বা প্রোটোসেল বলে। 


10. প্রোটোসেল বা প্রাথমিক কোশ কি ?

- কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ারের ভিতর নগ্ন জিন প্রবেশ করে যে আদিম কোশীয় সংগঠন তৈরি করে, তাকে প্রাথমিক কোশ বা প্রোটোসেল বলে। 


11. জীববৈচিত্র্যের স্তরগুলি কী কী ?

- জীববৈচিত্র্যকে তিনটি পারস্পরিক সম্পর্কযুক্ত স্তরে ভাগ করা হয়। যথা - i)জিনগত বৈচিত্র্য ii) প্রজাতিগত বৈচিত্র্য iii) বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য 


12. জিনগত বৈচিত্র্য কাকে বলে ?

- কোনো একটি প্রজাতির জীবের মধ্যে জিনের যেসব পরিবর্তন বা রূপভেদ দেখা যায়, তাকে জিনগত বৈচিত্র্য বলে। 

উদাহরণ - মানুষের উচ্চতার বৈচিত্র্য 


13. প্রজাতি বৈচিত্র্য কী ?

- কোনো একটি নির্দিষ্ট  অঞ্চলে বসবাসকারী জীবেরা একটি জীবসম্প্রদায় বা কমিউনিটি গড়ে তোলে। এই জীবসম্প্রদায়ের মধ্যে যতগুলি বিভিন্ন প্রজাতির জীব আছে, তাদেরকে ওই অঞ্চলের প্রজাতি বৈচিত্র্য বলে। 


14. বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে কি বোঝ ?

- কোনো একটি বিস্তীর্ন অঞ্চলের বাস্তুতন্ত্র ও জীবসম্প্রদায়গত বৈচিত্র্যকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। 

যেমন - সমুদ্রের জীববৈচিত্র্য ও প্রবাল দ্বীপের বাস্তুতন্ত্র 


15. বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কয় প্রকার ও কী কি ?

- বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য তিন প্রকার-

i) বৈচিত্র্য

ii) বৈচিত্র্য

iii) বৈচিত্র্য


i) বৈচিত্র্য : কোনো বৃহৎ বাস্তুতন্ত্রের অন্তর্গত ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলিতে যে জীববৈচিত্র্য দেখা যায়, তাকে বৈচিত্র্য বলে। 


ii) বৈচিত্র্য : সংলগ্ন বাসস্থানগুলিতে যে জীববৈচিত্র্য দেখা যায়, তাকে বৈচিত্র্য বলে। 

iii) বৈচিত্র্য : সমগ্র বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্যকে বৈচিত্র্য বলে। 

Ratings
No reviews yet, be the first one to review the product.