তৃতীয় অধ্যায় পদার্থ : গঠন ও ধর্ম প্রশ্ন উত্তর । Chapter 3 Podartho : Gothon O Dhormo

Language : Bengali

The Note contains Textual Question Answers from WBBSE Class 9 Physical Science Chapter 3 Podartho : Gothon O Dhormo (তৃতীয় অধ্যায় পদার্থ : গঠন ও ধর্ম). Read the Question Answers carefully. This Question Answer set from the WBBSE board provides quality Multiple Choice Questions (MCQ), Short Answer Type Questions (SAQ), and Long Answer Type Questions from the above chapter. By reading these, students will get a clear idea about that chapter. It will enhance their knowledge and enable them to get good marks in the board exams. 

নবম শ্রেণি ভৌতবিজ্ঞান তৃতীয় অধ্যায় পদার্থ : গঠন ও ধর্ম,

পদার্থ : গঠন ও ধর্ম অধ্যায় এর  সম্পূর্ণ আলোচনা ও অনুশীলনীর প্রশ্নোত্তর,

পদার্থ : গঠন ও ধর্ম থেকে সংক্ষিপ্ত, রচনাধর্মী ও ব্যাখ্যা ধর্মী প্রশ্নোত্তর, 

Class 9 Physical Science Chapter 3 Podartho : Gothon O Dhormo,

Podartho : Gothon O Dhormo Class 9 Physical Science,

Short Answer Type Question (SAQ) from  Podartho : Gothon O Dhormo,

Long Answer Type Question from  Podartho : Gothon O Dhormo,


LRNR provides this material totally free

তৃতীয় অধ্যায় _পদার্থ : গঠন ও ধর্ম _Class-9

ঘাত - একটি তলের কোনো ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে মোট বল প্রযুক্ত হয় তাকে ঘাত বলে। 

চাপ - কোনো তলের প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে ওই তলের উপর চাপ বলা হয়। 

∴চাপ = ঘাত ক্ষেত্রফল

note: চাপের মান নির্ভর করে i) প্রযুক্ত বলের উপর। 

ii) যে ক্ষেত্রফলের উপর বল ক্রিয়া করে। 

1. ভোঁতা ছুরির থেকে ধারালো ছুরি দিয়ে সহজে ফল কাটা যায় কেন ?

ধারালো ছুরির ক্ষেত্রে ছুরি এবং ফলের স্পর্শতলের ক্ষেত্রফল কম হওয়ায় অল্প বল প্রয়োগে বেশি চাপ উৎপন্ন হয়, ফলে ফলটি কাটা সহজ হয়। ভোঁতা ছুরির ক্ষেত্রফল বেশি হয় বলে ফলকাটা সহজ হয় না। 

2. সমতল রাস্তায় হাঁটলে পায়ে লাগে না কিন্তু সূঁচালো পাথরের টুকরোর উপর হাঁটলে পায়ে লাগে কেন ?

সমতল রাস্তার স্পর্শতলের ক্ষেত্রফল বেশি হওয়ায় এবং তার উপর মানুষের দেহের ওজন ক্রিয়া করায়, প্রযুক্ত চাপ কম হয় কিন্তু ছুঁচালো পাথরের উপর পা পড়লে ক্ষেত্রফল কম হয় এবং চাপ বেশি হয়। 

প্রবাহীর চাপ - প্রবাহীর মধ্যে কোনো বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফলের উপর প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে, তাকে ওই বিন্দুতে প্রবাহীর চাপ বলে। 

চাপের একক - 

SI পদ্ধতিতে - N / m2  বা পাস্কাল (Pa)

CGS পদ্ধতিতে - dyne / cm2

1 Pa = 10 dyne /  cm2

তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ -

ধরি, একটি পাত্রে ‘P’ ঘনত্বের একটি তরল রয়েছে। তরলের উপরিতল থেকে ‘h’ গভীরতায় ‘O’ বিন্দুতে চাপ নির্ণয় করতে হবে। 

চিত্রের ন্যায়,’O’  বিন্দুকে কেন্দ্র করে ‘A’ ক্ষেত্রফলের একটি বৃত্তাকার তল কল্পনা করা হল। ‘A’ তলকে ভূমি ধরে ‘h’ উচ্চতার তরলের চোঙ ভাবা হল। 

এই চোঙের মধ্যে থাকা তরলের আয়তন হল Ah

∴ ভর হল = Ah

∴ ওজন = AhPg [ g হল অভিকর্ষজ ত্বরণ ]

∴ ‘O’ বিন্দুতে তরলের চাপ, P = বল  ক্ষেত্রফল

বা, P = AhPg  A

বা, P =hPg

∴ তরলের চাপ = গভীরতা ঘনত্ব অভিকর্ষজ ত্বরণ 

তরলের চাপের প্রকৃতি - 

1. স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে তরল সবদিকে সমান চাপ প্রয়োগ করে। 

2. স্থির তরলের মধ্যে একই অনুভূমিক তলে সব বিন্দুতেই চাপ সমান হয়। 

3. কোনো একটি তরলে গভীরতা বৃদ্ধির সঙ্গে চাপ ও বৃদ্ধি পায়। 

4. একই গভীরতায় বিভিন্ন তরলে চাপ তার ঘনত্বের উপর নির্ভর করে। 

Note : তরলের চাপ মাপার যন্ত্রের নাম - ম্যানোমিটার। 

বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম - ব্যারোমিটার। 

ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস -

1. পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে বুঝতে হবে যে শীঘ্র বৃষ্টি হতে পারে। 

2. পারদস্তম্ভের উচ্চতা দ্রুত কমে গেলে ঝড়, বজ্র সহ বৃষ্টিপাত হবে। 

3. পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকলে বুঝতে হবে আবহাওয়া শুষ্ক এবং পরিষ্কার থাকবে। 

সাইফন - পাত্রকে না নাড়িয়ে এক পাত্র থেকে অন্য পাত্রে তরলকে স্থানান্তরিত করতে যে যন্ত্র ব্যবহার করা হয়, তাকে সাইফন বলে। 

সাইফন ক্রিয়ার শর্ত - 

1. বায়ুমন্ডলের চাপের প্রভাবে সাইফন ক্রিয়া করে, বায়ুশুন্যস্থানে ক্রিয়া করে না। 

2. যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করতে হবে সেই পাত্রের তরলতল থেকে বড়ো  বাহুর প্রান্তটি নীচে থাকতে হবে। 

সাইফনের প্রয়োগ - 

1. কোনো পাত্রকে নাড়াচাড়া বা কাত না করে ওই পাত্র থেকে অন্য পাত্রে তরল স্থানান্তরিত করতে সাইফন ব্যবহার করা হয়। 

2. শৌচাগার পরিষ্কার করতে যে স্বয়ংক্রিয় ফ্লাশ ব্যবহার করা হয় সেটি সাইফনের নীতি অনুযায়ী ক্রিয়া করে। 

প্লবতা - কোনো বস্তুকে কোনো প্রবাহীর মধ্যে আংশিক বা সম্পূর্ণ ডোবালে ওই প্রবাহী বস্তুটির উপর যে উর্ধমুখী বল প্রয়োগ করে তাকে প্লবতা বলে। 

আর্কিমিডিসের নীতি - কোনো বস্তুকে স্থির প্রবাহীতে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তুর আপাত হ্রাস ঘটে এবং এই হ্রাস বস্তু যে পরিমান প্রবাহী অপসারণ করে তার ওজনের সমান হয়। 

ধরি একটি বস্তুকে তরলে নিমজ্জিত করা হল, 

বস্তুর ওজন = W1এবং অপসারিত ফ্লুইডের ওজন = W2

তাহলে নিমজ্জিত অবস্থায় বস্তুর আপাত ওজন = (W1-W2)

কোনো প্রবাহীতে কোনো বস্তুর ভাসনের শর্ত -

ধরি, কোনো বস্তুর নিজস্ব ওজন W1 এবং ফ্লুইডে নিমজ্জিত অবস্থায় প্লবতা W2

1. যদি W1W2হয় তাহলে বস্তুটি তরলের তলদেশে চলে যাবে। 

2. যদি W1=W2হয় তবে বস্তুটি তরলের যে কোনো অবস্থানে ভাসতে থাকবে। 

3. যদি W1<W2হয় তবে বস্তুটি ভেসে উঠবে অর্থাৎ ফ্লুইডের উপরিতলে ভাসতে থাকবে। 

একটি বস্তুর স্থির হয়ে ভাসার শর্ত -

1. তরলে ভাসমান বস্তু নিজ ওজনের সমান ওজনবিশিষ্ট তরল অপসারণ করবে। 

2. বস্তুর ভারকেন্দ্র ও প্লবতাকেন্দ্র একই উল্লম্বরেখায় থাকবে। 

ঘনত্ব - নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই উষ্ণতায় ওই পদার্থের ঘনত্ব বলে। 

ঘনত্ব (D) = ভর  (M) আয়তন(V) 

একক - SI- kg/m3

CGS- g/cm3

আপেক্ষিক গুরুত্ব - কোনো বস্তুখণ্ডের ওজন এবং 4Cতাপমাত্রায় বস্তুখণ্ডের সম -আয়তন জলের ওজনের অনুপাতকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক গুরুত্ব বলে। 

কোনো পদার্থের আপেক্ষিক গুরুত্ব,S = ওই পদার্থের যে -কোনো আয়তনের বস্তুখণ্ডের ওজন   4Cউষ্ণতায় ওই বস্তুখণ্ডের সম -আয়তন জলের ওজন

পৃষ্ঠটান - কোনো তরলপৃষ্ঠের কোনো সরলরেখার লম্বভাবে এবং পৃষ্ঠের স্পর্শকভাবে ক্রিয়াশীল বলকে ওই তরলের পৃষ্ঠটান বলে। 

পৃষ্ঠটানের কয়েকটি বাস্তব উদাহরণ - 

নিম্নলিখিত ঘটনাগুলি পৃষ্ঠটানের জন্য ঘটে -

1. জলের ফোঁটা গোলাকার হয়। 

2. জলের উপর ব্লেড এবং খুব সাবধানে রাখা সুঁচ ভাসে। 

3. ছাতা, বর্ষাতি প্রভৃতির কাপড়ে সূক্ষ্ম ছিদ্র থাকলেও তার উপর জল পড়লে, জল ছিদ্র দিয়ে না ঢুকে কাপড়ের উপর দিয়ে গড়িয়ে পড়ে যায়। 

4. রং করার তুলি জলে ডোবালে তুলির আঁশগুলি ফাঁক ফাঁক হয়ে থাকে কিন্তু তুলি জল থেকে তুলে আনলে আঁশগুলি কাছাকাছি আসে। 

তরলের পৃষ্ঠটানের উপর প্রভাবকারী বিভিন্ন বিষয় 

i. উষ্ণতা - উষ্ণতা বাড়লে তরলের পৃষ্ঠটান কমে ; আবার উষ্ণতা কমলে পৃষ্ঠটান বৃদ্ধি পায়। 

ii. দূষণ - তরলপৃষ্ঠে কোনো অপদ্রব্য থাকলে পৃষ্ঠটান কমে যায়। 

iii. দ্রবীভূত বস্তুর উপস্থিতি - তরলে অজৈব পদার্থ দ্রবীভূত থাকলে ওই তরলের পৃষ্ঠটান বৃদ্ধি পায় কিন্তু জৈব পদার্থ দ্রবীভূত থাকলে পৃষ্ঠটান হ্রাস পায়। 

iv. তরলের উপরিস্থ মাধ্যম - তরলের উপরিস্থ মাধ্যম পরিবর্তন করলে, তরলের পৃষ্ঠটান পরিবর্তিত হয়। 

সান্দ্রতা - কোনো প্রবাহমান প্রবাহীর দুটি পাশাপাশি স্তরের মধ্যে বেগের পার্থক্য থাকলে প্রবাহী দুটি স্তরের আপেক্ষিক বেগ কমাতে চায় অর্থাৎ দ্রুততর স্তর মন্থর স্তরের বেগ বাড়াতে চায় এবং মন্থর স্তর দ্রুততর স্তরের বেগ কমাতে চায়। প্রবাহীর এই ধর্মকে সান্দ্রতা বলে। 

সান্দ্রবলের সঙ্গে ঘর্ষণ বলের মিল - সান্দ্রবল ও ঘর্ষণ বল উভয়েই 

1. গতিকে বাধা দেয় 

2. আপেক্ষিক গতি থাকলে ক্রিয়া করে 

3. আন্তরানবিক বলের প্রভাবে উৎপন্ন হয়। 

সান্দ্রবল এবং ঘর্ষণ বলের পার্থক্য -

সান্দ্রবল 

ঘর্ষণ বল 

1. এই বল স্পর্শতলের ক্ষেত্রফলের সমানুপাতিক 

1.এই বল স্পর্শতলের ক্ষেত্রফলের  উপর নির্ভর করে না 

2. এই বল দুটি তরলস্তরের আপেক্ষিক বেগের উপর নির্ভর করে 

2. এই বল দুটি বস্তুর আপেক্ষিক বেগের উপর নির্ভর করে না 

ধারারেখা প্রবাহ - যদি তরলের মধ্যে প্রতিটি বিন্দুতে তরলকণার বেগ সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে তাহলে তরলের প্রবাহকে ধারারেখা প্রবাহ বলে। 

অশান্ত প্রবাহ - তরলের বেগ সন্ধিবেগের বেশি হলে কোনো বিন্দুতে তরলকণার গতিবেগ এলোমেলোভাবে সময়ের সঙ্গে পরিবর্তিত হয় এবং তরলকণাগুলি এলোমেলো পথে প্রবাহিত হয়। তরলের এই প্রবাহকে অশান্ত প্রবাহ বলে। 

সন্ধিবেগ - প্রবাহের বেগ যে নির্দিষ্ট বেগের কম হলে ধারারেখা প্রবাহ হয়, তাকে সন্ধিবেগ বলে। 

প্রান্তীয় বেগ - কোনো সান্দ্র প্রবাহীর মধ্যে দিয়ে পতনশীল কোনো বস্তু যে সর্বোচ্চ স্থির বেগ নিয়ে নীচে পড়তে থাকে, তাকে বস্তুটির প্রান্তীয় বেগ বলে। 

note: মেঘ থেকে বৃষ্টিকণা সান্দ্র বায়ুর মধ্যে দিয়ে প্রান্তীয় বেগে ভূপৃষ্ঠে পড়ে। 

বার্নৌলির নীতি - কোনো তরলের ধারারেখা প্রবাহ হলে প্রবাহনালীর যে -কোনো ছেদে তরলের প্রতি একক ভরের চাপশক্তি, স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল সর্বদা ধ্রুবক হয়। 

গাণিতিক রূপ - p + gh + 2 V2 = ধ্রুবক 

P= প্রবাহীর চাপ; h = অনুভূমিক তল থেকে প্রবাহীর উষ্ণতা 

p=প্রবাহীর ঘনত্ব;  v = প্রবাহীর বেগ 

g = অভিকর্ষজ ত্বরণ 

এখানে, চাপশীর্ষ =p

উচ্চতাশীর্ষ = gh

বেগশীর্ষ = 2 V2

প্রচন্ড ঝড়ের সময় টিনের ছাউনি উড়ে যায় কেন ?

প্রচন্ড ঝড়ের সময় বাড়ির টিনের ছাউনির উপর বায়ুপ্রবাহের বেগ অনেক বেশি হওয়ায় চাপ কম হয়। ছাউনির নীচে বায়ুপ্রবাহের বেগ অনেক কম হয়, ফলে চাপ বেশি হয়। এর ফলে ছাউনি উপরদিকে উঠে যায় এবং বায়ুপ্রবাহ ছাউনিকে উড়িয়ে নিয়ে যায়। 

উচ্চবেগে গতিশীল ট্রেনের কাছাকাছি থাকা বিপজ্জনক কেন ?

উচ্চবেগে গতিশীল ট্রেনের কাছে বায়ুর বেগ বেশি থাকে, ফলে চাপ কম হয়। দূরে বায়ুর বেগ কম থাকে এবং চাপ বেশি হয়। এর ফলে সৃষ্ট বায়ুপ্রবাহ ট্রেনের কাছাকাছি দাঁড়িয়ে থাকা একজন মানুষকে ট্রেনের দিকে ঠেলে দেয়। তাই উচ্চবেগে গতিশীল ট্রেনের কাছাকাছি দাঁড়িয়ে থাকা উচিত নয়। 

স্থিতিস্থাপকতা - যে ধর্মের ফলে কোনো বস্তু বাহ্যিক বলের প্রয়োগে তার আকার অথবা আয়তন অথবা উভয়েরই পরিবর্তনের চেষ্টাকে বাঁধা দেয় এবং বাহ্যিক বল অপসৃত হলে পূর্বের আকৃতি বা আয়তন ফিরে পায়, তাকে ওই বস্তুর উপাদানের স্থিতিস্থাপকতা বলে। 

পীড়ন - একটি বস্তুর উপর বাহ্যিক প্রতিমিত বল প্রয়োগ করলে বস্তুটির বিকৃতি ঘটে, এবং পদার্থের স্থিতিস্থাপকতা ধর্মের ফলে তার মধ্যে একটি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়, যা বস্তুটিকে বিকৃতি করার চেষ্টাকে বাধা দেয়। বস্তুর ভেতর প্রতি একক ক্ষেত্রফলে উদভূত এই প্রতিক্রিয়া বলকে পীড়ন বলে। 

পীড়ন = মোট অভ্যন্তরীন প্রতিক্রিয়া বল  যে তলের উপর বল ক্রিয়াশীল তার ক্ষেত্রফল

পীড়নের একক -  SI একক - N/m2

CGS একক - dyne/cm2

বিকৃতি - বস্তুর প্রতি একক মাত্রায় যে মাত্রাগত পরিবর্তন ঘটে তাকে বিকৃতির পরিমাপ ধরা হয়। 

বিকৃতির একক - এককহীন রাশি, মাত্রাহীন রাশি 

বিকৃতি দুই প্রকার - অনুদৈর্ঘ্য বিকৃতি 

আয়তন বিকৃতি 

অনুদৈর্ঘ্য বিকৃতি : বাহ্যিক বল বা টানের জন্য কোনো বস্তুর দৈর্ঘ্যের পরিবর্তন ঘটলে, প্রতি একক দৈর্ঘ্যে যে পরিবর্তন ঘটে তাকে অনুদৈর্ঘ্য বিকৃতি বলে। 

যদি একটি তারের প্রাথমিক দৈর্ঘ্য ‘L’ হয় এবং প্রযুক্ত বলের প্রভাবে দৈর্ঘ্যের পরিবর্তন ‘l’ হয়, তবে অনুদৈর্ঘ্য বিকৃতি = L

আয়তন বিকৃতি : বাহ্যিক বলের জন্য কোনো বস্তুর আয়তনের পরিবর্তন ঘটলে, প্রতি একক আয়তনে আয়তনের যে পরিবর্তন ঘটে তাকে আয়তন বিকৃতি বলে। 

যদি কোনো বস্তুর প্রাথমিক আয়তন হয় ‘v’ এবং বল প্রয়োগে আয়তনের পরিবর্তন হয় ‘u’, তাহলে আয়তন বিকৃতি = v

হুকের সূত্র - স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক হয়। 

অর্থাৎ, পীড়ন ∝বিকৃতি [ স্থিতিস্থাপক সীমার মধ্যে ]

স্থিতিস্থাপক গুণাঙ্ক - কোনো বস্তুতে একক বিকৃতি সৃষ্টি করলে যে পীড়নের উদ্ভব হয়, তাকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। 

অর্থাৎ, স্থিতিস্থাপক গুণাঙ্ক = পীড়ন   বিকৃতি

ইয়ং গুণাঙ্ক - স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়ং গুণাঙ্ক বলে। 

ইয়ং গুণাঙ্ক, y =   অনুদৈর্ঘ্য পীড়নঅনুদৈর্ঘ্য বিকৃতি

রাশিমালা - ধরি ‘L’ দৈর্ঘ্য এবং ‘A’ প্রস্থচ্ছেদবিশিষ্ট একটি তারকে উপর থেকে আটকে ঝোলানো আছে এবং তারটির নীচের প্রান্তে ‘W’ ওজনের একটি বাটখারা ঝোলানো হল। 

এর ফলে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং বৃদ্ধির পরিমান হল ‘l’

এক্ষেত্রে অনুদৈর্ঘ্য পীড়ন= A

অনুদৈর্ঘ্য বিকৃতি = l L

∴ ইয়ং গুণাঙ্ক,y  = W/A l/L = WL  Al

স্প্রিং -এর বল ধ্রুবক -

একটি স্প্রিংকে F বল দ্বারা প্রসায করলে যদি স্প্রিং -এর দৈর্ঘ্য বৃদ্ধি x হয় তবে, F= kx হয়। 

এখানে k কে বল ধ্রুবক বলে, ∴ k = F x

কোনো স্প্রিং এর একক দৈর্ঘ্য বৃদ্ধি করতে যে পরিমান বল প্রয়োজন হয়, তাকে স্প্রিংটির বল ধ্রুবক বলে। 

একক - SI পদ্ধতিতে - N/m

CGS পদ্ধতিতে - dyne / cm

MCQ’s

SET-1

1. মাকড়সা জলের ওপর দিয়ে হেঁটে যায়, কারণ - 

a. জলের ঘনত্ব 

b. জলের ওজন 

c. জলের আপেক্ষিক গুরুত্ব 

d. জলের পৃষ্ঠটান 

2. একটি তরলের স্তরের মধ্যে ক্রিয়াশীল সান্দ্রবল, স্তরদুটির আপেক্ষিক বেগ - 

a. হ্রাস করে 

b. বৃদ্ধি করে 

c. অপরিবর্তিত রাখে 

d. হ্রাস বা বৃদ্ধি করে 

3. একটি স্প্রিং এর  2 cm দৈর্ঘ্য বৃদ্ধির জন্য 50 dyne বলের প্রয়োজন হলে, বল ধ্রুবক - 

a. 25 dyne / cm

b. 40 dyne / cm

c. 30 dyne / cm

d. 10 dyne / cm

4. অটোমাইজারে যে নীতি প্রযোজ্য হয় - 

a. ভাসন নীতি 

b. আর্কিমিডিস নীতি 

c. বার্নৌলী নীতি 

d. পাস্কালের নীতি 

5. পৃষ্ঠটানের মাত্রা -

a. [MT-2]

b. [MLT-2]

c. [MT-1]

d. [LT-1]

6. বিমানের ওপর প্রযুক্ত উত্থান বল নির্ভর করে -

a. আর্কিমিডিসের সূত্রের উপর 

b. বার্নৌলির নীতির উপর 

c. হুকের সূত্রের উপর 

d. স্টোকসের সূত্রের ওপর 

7. বার্নৌলির নীতি কোন রাশির সংরক্ষণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ?

a. ভর 

b. ভরবেগ 

c. শক্তি 

d. সবগুলিই 

8. কোন পদার্থটির ইয়ংগুণাঙ্ক আছে ?

a. লোহা 

b. জল 

c. কার্বন ডাই অক্সাইড 

d. বেঞ্জিন 

9. পীড়নের মাত্রীয় সংকেত -

a.  [M0L0T0]

b. [ML-1T-2]

c. [MLT-2]

d. [MLT-2]

10. বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে কারণ -

a. সান্দ্রতা 

b. পৃষ্ঠটান 

c. প্লবতা 

d. ঘনত্ব 

Set-2

1. জলে সাবান যোগ করলে -

a. পৃষ্ঠটান বাড়ে 

b. পৃষ্ঠটান কমে 

c. পৃষ্ঠটান একই থাকে 

d. ঘনত্ব বাড়ে 

2. একটি নিরেট লোহার বলকে জলে ডোবালে লোহার বলের ওজন -

a. একই থাকে 

b. কমে 

c. বাড়ে 

d. প্রথমে বাড়ে, পরে কমে 

3. 1 N/m2 =  কত dyne / cm2

a. 10

b. 100

c. 0.1

d. 105

4. স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রীয় সংকেত কোন রাশির সাথে সমান -

a. বল 

b. ভরবেগ 

c. পীড়ন 

d. ত্বরণ 

5. সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান- 

a. শুন্য হয় 

b. সর্বোচ্চ 

c. 100 dyn/cm

d. 200 dyn/cm

6. ‘P’ ঘনত্বের তরলের উপর পৃষ্ঠ থেকে h2 গভীরতায় তরলের চাপ হবে -

a. hPg

b. 2hPg

c. 12 hPg

d. 0.2 hPg

7. কোনো তরলকে নাড়ালে এটি শেষ পর্যন্ত এসে স্থির হয়ে যায়, কারণ -

a. জাড্য 

b. পৃষ্ঠটান 

c. সান্দ্রতা 

d. ঘর্ষণ 

8. ঘাতের SI একক - 

a. N.M

b. N

c. N/M

d. N/m2

9. 1 torr = N/m2

a. 266.26

b. 66.54

c. 399.84

d. 133.28

10. বস্তুর স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনটি ধ্রুবক ?

a. পীড়ন বিকৃতি 

b. বিকৃতি / পীড়ন 

c. পীড়ন 

d. বিকৃতি 

Set-3

1. তরলের অভ্যন্তরে একই গভীরতায় দুটি বৃত্তাকার চাকতি ভাসছে। চাকতি দুটির ব্যাসার্ধ যথাক্রমে 2cm ও 3cm , চাকতি দুটির উপর চাপ যথাক্রমে P1P2হলে - 

a. P1: P2=2:3

b. P1:P2=4:9

c. P1:P2=8:27

d. P1:P2 = 1:1

2. দুটি তরলের ঘনত্ব যথাক্রমে d1d2, তরল দুটিকে সমভরে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব হবে -

a. d1 +d2 2

b. 2d1 d2 d1+ d2

c. d1+ d2 2d1 d2

d. d1 d2

3. W1 ওজনের একটি বস্তু  W2 ওজনের জল অপসারিত করে। যদি বস্তুটি ডুবে যায় তবে -

a. W1 = W2

b. W1W2

c. W1W2

d. W1W2

4. একটি শঙ্কুর উচ্চতা 10 cm. ভূমির ক্ষেত্রফল  10cm2, শঙ্কুটিকে জল ভরতি করে টেবিলে রাখা হলে, টেবিলের উপর জলের ঘাত হল -

a. 0.5 N

b. 1N

c. 1.5 N

d. 2N

5. একটি স্প্রিং -এর বল ধ্রুবক 200 N/m, স্প্রিংটিকে সমান দু -ভাগে ভাগ করলে প্রতিটি অংশের বল ধ্রুবক হবে -

a. 200 N /m

b. 300 N/m

c. 400 N/m

d. 100 N/m

6. একটি তারের ইয়ং গুণাঙ্ক y, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একক হলে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে বল লাগবে -

a. y

b. y2

c. 2y

d. y/2

7. পারদের উপরিতল উত্তল হয় যে ধর্মের জন্য -

a. সান্দ্রতা 

b. পৃষ্ঠটান 

c. স্থিতিস্থাপকতা 

d. আপেক্ষিক গুরুত্ব 

8. প্লবতা ক্রিয়া করে -

a. নিম্নদিকে 

b. ঊর্ধদিকে 

c. সবদিকে 

d. কোনো দিকেই নয় 

9. লম্ববৃত্তাকার চোঙাকৃতি নলের মধ্যে দিয়ে তরলের শান্ত প্রবাহ হলে ধারারেখাগুলি হবে -

a.

b.

c.

d.

10. কোনো পদার্থের ঘনত্ব 8000 kg/m3 হলে আপেক্ষিক গুরুত্ব হবে -

a. 6

b. 16

c. 4

d. 8

Ratings
No reviews yet, be the first one to review the product.