Bharoter Bhasha Poribar O Bangla Bhasha।। ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা Class 11 Bengali

Language : Bengali

The Note contains Textual Question Answers from WBBSE Class 11 Bengali Bharoter Bhasha Poribar O Bangla Bhasha (ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা).Read the Question Answers carefully. This Question Answer set from the WBBSE board provides quality Multiple Choice Questions (MCQ), Short Answer Type Questions (SAQ), and Long Answer Type Questions from the above chapter. By reading these, students will get a clear idea about that chapter. It will enhance their knowledge and enable them to get good marks in the board exams. 

Class 11 Bengali Bharoter Bhasha Poribar O Bangla Bhasha

Short Answer Type Question (SAQ) from Bharoter Bhasha Poribar O Bangla Bhasha

Long Answer Type Question from Bharoter Bhasha Poribar O Bangla Bhasha

একাদশ শ্রেণি বাংলা  ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা,

ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা ব্যাখ্যা,ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা- বিষয়বস্তু বিশ্লেষণ, সম্পূর্ণ আলোচনা ও অনুশীলনীর প্রশ্নোত্তর,ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা থেকে সংক্ষিপ্ত, রচনাধর্মী ও ব্যাখ্যা ধর্মী প্রশ্নোত্তর 


ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা 


1. ভাষাগত দিক থেকে ভারত সম্বন্ধে কটি অভিধা প্রচলিত ও কী কী?

- দুটি।  ১) ভারত ভাষার অরণ্য , ২) ভারত চার ভাষাবংশের দেশ 


2. Linguistic Survey of India মতে ভারতের কটি ভাষা ও উপভাষা প্রচলিত ছিল?

- ১৭৯ ভাষা। 

- ৫৪৪ উপভাষা 


3. ১৯৬১ জনসমীক্ষাতে ভারতের মাতৃভাষার সংখ্যা কটি?

১৬৫২ টি 


4. ভাষার চার ভাষাবংশের দেশ -এই চারটি ভাষা কী কী ?

- ১) ইন্দো-ইউরোপীয়    ২) অস্ট্রিক    ৩) দ্রাবিড়     ৪) ভোটচিনা  


5. নৃতাত্ত্বিকের মতে ভারতীয় জনসংখ্যার প্রাচীনতম স্তর কোনটি?

- নিগ্রোবটু বা নেগ্রিটো। 


6. নৃবিজ্ঞানে মাপজোকের যে পদ্ধতি আছে সেগুলি কোন শব্দের মধ্যে দেখা যায় না ?

- বাদুড় 


7. Prot- Austrabid-দের ভাষার নাম কী? কতগুলি ভাষা এই ভাষা থেকে সৃষ্টি হয়েছে?

- অষ্ট্রিক ভাষা 

- ৬৫ টি ভাষা 


8. ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী কোনটি?

অস্ট্রিক ভাষা 


9. সাঁওতালি ভাষা লেখা হত কোন লিপিতে? বর্তমানে কোন লিপিতে লেখা হয়? এই লিপির কে?

- বাংলা রোমক লিপি 

- অলচিকি 

- রঘুনাথ মুর্মু 


10. ভাষার সংখ্যার দিক থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষা কোনটি? এই ভাষা বংশের কতগুলি ভাষার উদাহরণ দাও। 

- দ্রাবিড় 

- তামিল, তেলেগু, মালায়ালম 


11. হরপ্পা ও মহেঞ্জোদাড়ো কোন ভাষায় প্রচলিত ছিল?

- দ্রাবিড় ভাষা 


12. তামিল ভাষায় ব্যবহৃত স্বরবর্ণ ও ব্যাঞ্জনবর্ণের সংখ্যা কটি?

-  ১২ টি স্বরবর্ণ 

- ১৪ টি ব্যঞ্জনবর্ন 


13. ভাষাভাষির সংখ্যার দিক থেকে ভারতের কোন ভাষায় মানুষ কোন ভাষায় বেশি কথা বলে?

- তেলেগু 


14. অষ্ট্রিক ভাষার কতগুলি উদাহরণ দাও?

- সাঁওতালি, শবর, মুন্ডারি, ভূমিজ, হো প্রভৃতি। 


15. ভোটচিনা ভাষা কাকে বলে?

- ভারতের আর্যদের আগমনের পূর্বে মঙ্গোলয়েডরা যে ভাষায় কথা বলে তাকে ভোটচিনা ভাষা বলে। 


16. ভোটচিনার ভাষা কটি শাখা ও কী কী?

দুটি- ১) তাইচিনা, ২) ভোটধর্মী 


17. ভোটধর্মীর ভাষার কতগুলি উদাহরণ দাও। 

- কোচ, গারো প্রভৃতি। 


18. ভারতীয় আর্য ভাষা কাকে বলে? কোন সময়ে এই ভাষার উদ্ভব হয়?

- ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর যে শাখাটি ভারতে প্রবেশ করে সেই শাখার নাম ভারতীয় আর্য ভাষা। 

- খ্রিস্টের জন্মের প্রায় দেড় হাজার বছর আগে এই শাখা ভারতে প্রবেশ করে। 


19. ভারতীয় আর্য ভাষাকে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী?

- তিনটি 

- প্রাচীন ভারতীয় আর্য (OIA)

- মধ্য ভারতীয় আর্য (MIA)

-  নব্য ভারতীয় আর্য (NIA)


20. প্রাচীন ভারতীয় আর্য ভাষা প্রাচীনতম নমুনা কী? বৈদিক ভাষা কাকে বলে?

- ঋকবেদ 

- প্রাচীন ভারতীয় আর্য ভাষাকেই বৈদিক ভাষা বলা হয়। 


21. প্রাচীন মধ্য ও নব্য ভারতীয় আর্য ভাষা সময়কাল উল্লেখ করো। 

- প্রাচীন- ১৫০০-৬০০ খ্রিস্টপূর্ব 

- মধ্য - ৬০০ খ্রিস্টপূর্বাব্দ - ৯০০ খ্রিস্টাব্দ 

- নব্য - ৯০০ খ্রিস্টাব্দ - বর্তমান সময় পর্যন্ত 


22. প্রাচীন ভারতীয় আর্য ভাষা কটি পর্যায় ও কী কী?

- দুটি 

- ১) বৈদিক ভাষা ও সাহিত্য   ২) সংস্কৃত 


23. পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈয়াকরণ কে? তার লেখা গ্রন্থটির নাম কি?

- পাণিনি 

- অষ্ট্যাধ্যায়ী 


24. অশ্বঘোষ, কালিদাস, ভবভূতি, শুদ্রক প্রভৃতি রচনা এদের রচনাগুলি কোন ভাষায় রচিত?

- সংস্কৃত ভাষায় রচিত। 


25. হীনযানী বৌদ্ধরা বুদ্ধদেবের বাণী কোন ভাষায় প্রচার করেন ? মধ্যভারতীয় আর্যভাষা প্রাচীনতম নিদর্শন কী?

- পালি ভাষা 

- অশোকের শিলালিপি 


26. ত্রিপিটক কী? এটি কোন ভাষায় রচিত?

- বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। 

- পালি ভাষায় 


27. বাংলা ভাষার বয়স কত? বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে?

- প্রায় হাজার বছরের বেশি 

- মাগধী শৌরসেনী থেকে 


28. ১০০- ৬০০ খ্রিস্টাব্দের মধ্যে নব্য ভারতীয় আর্য ভাষা কোন কোন আঞ্চলিক রূপ পাওয়া যায়?

- মহারাষ্ট্রী প্রাকৃত, শৌরসেনী প্রাকৃত, পৈশাচী প্রাকৃত, মাগধী প্রাকৃত এবং অর্দ্ধ মাগধী প্রাকৃত। 


29. শৌরসেনী প্রাকৃত থেকে কোন কোন ভাষার সৃষ্টি হয়েছে?

- হিন্দি, ব্রজভাষা 


30. মাগধী প্রাকৃত ভাষা থেকে কোন কোন ভাষার সৃষ্টি হয়েছে?

- অসমীয়া, ওড়িয়া, বাংলা 


31. বাংলা ভাষাকে কটি ভাগ করা যায় ও কী কী?

- তিনটি 

১) প্রাচীন বাংলা ( ৯০০-১২০০ খ্রিস্টাব্দ)

২) মধ্য বাংলা (২৩৫০ থেকে-১৭৬০ খ্রিস্টাব্দ)

৩) আধুনিক বাংলা ( ১৭৬০- বর্তমান)

Ratings
No reviews yet, be the first one to review the product.
Click to send whatsapp message
Copywrite 2024 by  Misiki Technologies LLP