• BANGLA
  • CLASS 11
  • WBBSE/WBCHSE
  • SCHOOL BOARDS
  • Bishal Danaowala Ek Thurthure Buro-Gabriel Garsia Markeg ।। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো- গাবরিয়েল গার্সিয়া মার্কেজ

Bishal Danaowala Ek Thurthure Buro-Gabriel Garsia Markeg ।। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো- গাবরিয়েল গার্সিয়া মার্কেজ

Language : Bengali

The Note contains Textual Question Answers from WBBSE Class 11 Bengali Bishal Danaowala Ek Thurthure Buro-Gabriel Garsia Markeg (বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো- গাবরিয়েল গার্সিয়া মার্কেজ). Read the Question Answers carefully. This Question Answer set from the WBBSE board provides quality Multiple Choice Questions (MCQ), Short Answer Type Questions (SAQ), and Long Answer Type Questions from the above chapter. By reading these, students will get a clear idea about that chapter. It will enhance their knowledge and enable them to get good marks in the board exams. 

Class 11 Bengali Bishal Danaowala Ek Thurthure Buro-Gabriel Garsia Markeg

Short Answer Type Question (SAQ) from Bishal Danaowala Ek Thurthure Buro-Gabriel Garsia Markeg

Long Answer Type Question from Bishal Danaowala Ek Thurthure Buro-Gabriel Garsia Markeg

একাদশ শ্রেণি বাংলা বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো- গাবরিয়েল গার্সিয়া মার্কেজ 

বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো ব্যাখ্যা,বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো বিষয়বস্তু বিশ্লেষণ, সম্পূর্ণ আলোচনা ও অনুশীলনীর প্রশ্নোত্তর, একবিংশ অধ্যায় বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো- গাবরিয়েল গার্সিয়া মার্কেজ থেকে সংক্ষিপ্ত, রচনাধর্মী ও ব্যাখ্যা ধর্মী প্রশ্নোত্তর 


বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো 


1. বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি কার লেখা? মূল গ্রন্থের নাম কী?

- গল্পটি লিখেছেন গাবরিয়েল গার্সিয়া মার্কেজ এবং বাংলায় অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দোপাধ্যায়। 

- মূল গ্রন্থের নাম - এই শহরে, কোনো চোর নেই ও অন্যান্য গল্প। 


2. পেলাইওরা কখন কাঁকড়া মেরেছিল? কেন?

- বৃষ্টির তৃতীয় দিনে। কারণ তাদের নবজাতক শিশু কাঁকড়া পচার বদ গন্ধের জ্বর হয়েছিল। 


3. পেলাইওয়ের স্ত্রী-র নাম কী?

- এলিসেন্দা 


4. বুড়োর বা থুরথুরে বুড়োর পরিচয় দাও। 

1) বুড়োর পরনে রয়েছে ন্যাকড়াকুড়ুনির পোশাক। 

2) টাক পড়া চকচকে মাথায় রয়েছে বিবর্ন চুল। 

3) ফোগলা মুখে কয়েকটি দাঁত 

4) অতিকায় শিকারি পাখির নোংরা ডানা যা ছিলো নোংরা অর্ধেক খসা পালকে ঢাকা। 


5. থুরথুরে বুড়োকে দেখে পেলাইওরা কী ভেবেছিল?

- সে নিশ্চয় তুফানে উঠানে উল্টে যাওয়া কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। 


6. পেলাইওরা থুরথুরে বুড়োকে বোঝার জন্য কাকে ডেকে আনে? সে থুরথুরে বুড়োকে দেখে কী মনে করে?

- এক পড়োশিনিকে ডেকে আনে। 

- সে জানায় বুড়ো নিশ্চয় বাচ্চাকে নিয়ে যেতে এসেছিল কিন্তু বেচারা এমন বুড়ো হাবড়াকে এই মুশল বৃষ্টি একে বাড়ে পেড়ে ফেলেছে। 


7. পরের দিন সবাই কি জেনে যায়?

- পরের দিন সবাই জেনে গেল যে পেলাইওদের বাড়িতে এক রক্ত মাংসের জ্যান্ত দেবদূতকে কয়েদ করে রাখা হয়েছে। 


8. তখন ওরা একটু দরাজদিল হয়ে উঠল- দরাজদিল হয়ে তারা কী করেছিল?

- পেলাইও এলিসেন্দা দেবদূতকে তিনদিনের টাটকা উপযোগী জল ও খাবার দিয়ে একটি ভেলায় করে বারদরিয়ায় তার কাছে ছেড়ে দিয়ে এসেছিল। 


9. পাদ্রে গোনসাগা কখন দেবদূতকে দেখতে আসেন? তিনি কে?

- সকাল 7 টার আগেই আসেন। 

- গোনসাগা হলেন খ্রিস্টান যাজক বা পুরোহিত। 


10. সবচেয়ে সরল লোকরা এবং কঠিন হৃদয়ের লোকরা দেবদূত সম্পর্কে কী জানিয়েছিল?

- সরল লোকটির মতে দেবদূতকে সারা জগতের পুরপিতা করে দেওয়া উচিত। 

-কঠিন হৃদয়ের লোকেদের মতে তাকে পাতোরা সেনাপতির পদে উন্নিত করে দেওয়া হলে সে সব যুদ্ধ বিগ্রহই জিতিয়ে দিতে পারবে। 


11. কিছু কিছু দূরদর্শী দেবদূত সম্পর্কে কী মন্তব্য করে?

- দেবদূতকে দিয়ে পৃথিবীতে কোনো ডানাওয়ালা জাতির সৃষ্টি করানো গেলে সেই জাতি হবে জ্ঞানে গুনে সবার সেরা এবং তারা বিশ্ব ব্রহ্মান্ডের দায়িত্ব নেবে। 


12. পাদ্রে গোনসাগা দেবদূতকে কী বলে উল্লেখ করেছিল?

- এক জোচ্চোর ফেরেব্বাজ 


13. পাদ্রে গোনসাগার বিচক্ষণতা ও দূরদর্শিতা কারা উপলব্ধি করে?

- সকল বন্ধ্যা হৃদয়ের মানুষেরা 


14. পাদ্রে গোনসাগা আগে কে ছিলেন তিনি দেবদূতকে কোন ভাষায় সুপ্রভাত জানান?

- পাদ্রে গোনসাগা যাজক হওয়ার আগে হট্টাকট্ট কাঠুরে ছিলেন। 

- লাতিন ভাষায় 


15. শেষটায় তার মাথা খেলে গেল - কার মাথায় কী কী খেলে গেল?

- পেলাইওয়ের মাথায় খেলে গেল। 

- সে মনে করল দেবদূতকে বেড়া দিয়ে রেখে সকলের কাছ থেকে দর্শনিবাবদ পাঁচ সেন্ট করে নেবে। 


16. ছোটো হাজরির উচ্ছিস্ট, উড়ন্ত দড়বাজিকর কথা দুটির অর্থ কী?

- ছোটো হাজরির উচ্ছিস্ট - সকালের জল খাবার 

উড়ন্ত দড়বাজিকর -দড়ির উপরে উঠে যারা খেলা দেখায়। 


17. কোনোরকমে সে নিজেকে ধরে রেখেছে উড়ালটায় - তাকে কীসের সঙ্গে তুলনা করা হয়েছে?

- মতিচ্ছন্ন জরাগ্রস্ত শকুনের ঝুঁকিতে ভরা ডানাঝাপটানির সঙ্গে। 


18. এলিসেন্দা একটি স্বস্তির নিশ্বাস ফেলল- কেন?

- কারণ অনেকদিন পর থুরথুরে বুড়ো স্বাভাবিকভাবে একটু উড়তে পারছিল। 


19. এই প্রথম তার ডানা ছড়িয়ে ওড়বার চেষ্টা করছে - কে, কোথায় প্রথম এই ঘটনা দেখতে পায়?

- একদিন সকালে এলিসেন্দা যখন পেঁয়াজকলির গুচ্ছ কাটছে, তখন রান্নাঘরের জানালায় এই দৃশ্য দেখতে পায়। 


20. ডিসেম্বরের গোড়ায় থুরথুরে বুড়োর পালকগুলিকে দেখে কী মনে হয়?

- পালকগুলি যেন কাকতাড়ুয়ার পালক, এগুলি জরার অন্যতম লক্ষণ। 


21. জ্ঞানীগুণী পড়োশিনি অব্দি বলতে পারলে না - কী বলতে পারলেন না?

- মরা দেবদূতকে নিয়ে তারা কী করবে। 


22. সে সবসময় জিনিসপত্রে ধাক্কা খাই না কেন?

- তাঁর প্রত্নপ্রাচীন চোখ ঘোলাটে হয়েগিয়েছিল বলে। 


23. ডাক্তারের মনে হলো না - কোন ডাক্তারের কী মনে হলো না?

- পেলাইওদের বাচ্চাকে দেখতে আসা ডাক্তারের মনে হলো না যে দেবদূত -এর পক্ষে বেঁচে থাকা সম্ভব। 


24. পেলাইওর বাচ্চা কোন রোগ হয়েছিল?

- জলবসন্ত 

Ratings
No reviews yet, be the first one to review the product.
Click to send whatsapp message
Copywrite 2024 by  Misiki Technologies LLP