Biswer Bhasha O Poribar ।। বিশ্বের ভাষা ও পরিবার Class 11 Bengali

Language : Bengali

The Note contains Textual Question Answers from WBBSE Class 11 Bengali Biswer Bhasha O Poribar (বিশ্বের ভাষা ও পরিবার).Read the Question Answers carefully. This Question Answer set from the WBBSE board provides quality Multiple Choice Questions (MCQ), Short Answer Type Questions (SAQ), and Long Answer Type Questions from the above chapter. By reading these, students will get a clear idea about that chapter. It will enhance their knowledge and enable them to get good marks in the board exams. 

Class 11 Bengali Biswer Bhasha O Poribar

Short Answer Type Question (SAQ) from Biswer Bhasha O Poribar

Long Answer Type Question from Biswer Bhasha O Poribar

একাদশ শ্রেণি বাংলা  বিশ্বের ভাষা ও পরিবার,

বিশ্বের ভাষা ও পরিবার ব্যাখ্যা,বিশ্বের ভাষা ও পরিবার- বিষয়বস্তু বিশ্লেষণ, সম্পূর্ণ আলোচনা ও অনুশীলনীর প্রশ্নোত্তর,বিশ্বের ভাষা ও পরিবার থেকে সংক্ষিপ্ত, রচনাধর্মী ও ব্যাখ্যা ধর্মী প্রশ্নোত্তর 

বিশ্বের ভাষা ও পরিবার 


1) সংস্কৃতের সঙ্গে ইউরোপীয় কয়েকটি ভাষা সাদৃশ্যের কথা কোন কোন ভাষাবিদ জানিয়েছেন?

- জার্মান পন্ডিত শুলৎস এবং ফরাসি ভাষাবিদ ক্যারাদ্যুও। 


2) কে কবে কোথায় সংস্কৃত গ্রীক ল্যাটিন ও জার্মানিক ভাষাগোষ্ঠীর মধ্যে গভীর মিলের কথা বলেন?

- ভাষাবিদ উইলিয়াম জোন্স ১৯৮৬ সালে কলকাতা রোয়্যাল সোসাইটি অধিবেশনে এই মিলের কথা বলেন। 


3) পৃথিবীর ভাষাগুলিকে কটি ভাগে ভাগ করা হয় ও কী কী?

- ছয়টি ভাগে। ১) ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী 

২) গোত্র অনুযায়ী 

৩) মহাদেশ অনুযায়ী 

৪) দেশ অনুযায়ী 

৫) ধর্ম অনুযায়ী 

৬) সময় অনুযায়ী 


4) ভাষার রূপ অনুযায়ী ভাষাকে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী ? অসমবায়ী ভাষা কী?

- দুটি ভাগে। ১) সমবায়ী ভাষা ২) অসমবায়ী ভাষা 

- চিনা ভাষাগোষ্ঠীর ভাষা এবং ভারতীয় ভোটচিনা ভাষায় বাক্যের মধ্যে শব্দের অবস্থান দেখে কর্তা, কর্ম ইত্যাদি নির্নয় করা হয় বলে এগুলিকে অসমবায়ী ভাষা বলে। 


5) সমবায়ী ভাষা কী? কয় প্রকার ও কী কী?

যে ভাষায় বিভক্তি, প্রত্যয়, উপসর্গ যুক্ত হয় এবং শব্দের উপাদান গুলিকে আলাদা করলেও স্বাধীন ভাবে পদ গঠন করতে পারে। সেগুলিকে সমবায়ী ভাষা বলে। 

উদাহরণ- বাংলা, ইংরাজী,

- তিন প্রকার ১) মুক্তান্বয়ী ২) সমন্বয়ী ৩) অতন্বয়ী 


6) সমন্বয়ী ভাষা কী? উদাহরণ দাও.

পৃথিবীর অধিকাংশ ভাষায় প্রত্যয়, বিভক্তি উপসর্গ এমন ভাবেই থাকে যে এগুলির আলাদা অস্তিত্ব থাকে না। এগুলিকে সমন্বয়ী ভাষা বলে। 

যেমন- ইংরাজী, সংস্কৃত, আরবী, বাংলা, ল্যাটিন 


7) গোত্র বা বংশ অনুযায়ী ভাষাকে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী?

- ১২ টি ভাগে। ১) ইন্দো-ইউরোপীয় ২) সেমীয়-হামীয় ৩) বান্টু ৪) ফিনো-উগ্রীয় বা উড়ালীয় ৫) তুর্ক-মোঙ্গল মাঞ্চু বা আলতাইক ৬) ককেশীয় ৭) দ্রাবিড় ৮) অষ্ট্রিক ৯) ভোট-চিনীয় ১০) প্রাচীন এশীয় ১১) এসকিমো ১২) আমেরিকার আদিম ভাষাসমূহ ইত্যাদি। 


8) পৃথিবীর বৃহত্তম ভাষা বংশ কোনটি? কোন কোন ভাষাগোষ্ঠী এগুলোর মধ্যে রয়েছে?

- ইন্দো-ইউরোপীয় ভাষা বংশ হল পৃথিবীর বৃহত্তম ভাষা বংশ। 

-গ্রীক, ইটালি, ইন্দো-ইউরানীয় ইত্যাদি অন্তর্গত। 


9) ভারতীয় ভাষাগুলি কোন ভাষাগোষ্ঠী থেকে সৃষ্টি হয়েছে? হোমারের লেখা দুটি মহাকাব্য কী? এগুলি কোন ভাষায় লিখিত?

- ভারতীয় ভাষাগুলি ইন্দো-ইউরোপীয় ভাষা বংশের ইন্দো-ইরানীয় ভাষাগোষ্ঠীর মধ্যে থেকে সৃষ্টি হয়েছে। 

- হোমারের লেখা দুটি মহাকাব্য হল - ইলিয়াড ও ওডিসি। এগুলি গ্রীক ভাষায় লেখা। 


10) ক্রিট দ্বীপে প্রাপ্ত নিদর্শনটি কোন ভাষার এটি কোন সময়ের ভাষা?

- গ্রীক ভাষার নিদর্শন। 

- ১৪৫০ খ্রিস্টপূর্বাব্দের ভাষা। 


11) কেলতিক ভাষাগুলির মধ্যে সবথেকে কোন ভাষা সমৃদ্ধ? ইন্দো-ইরানীয় ভাষার শাখাটি কটি শাখায় বিভক্ত হয়েছে ও কী কী?

- সবথেকে সমৃদ্ধ ভাষা আইরিশ বা আয়ারল্যান্ডের ভাষা। 

- ইন্দো-ইরানীয় শাখাটি দুটি শাখা 1) ইরানীয় আর্য  2) আর্য ভারতীয় 


12) জরাথ্রুস্টিও মতালম্বীদের ধর্মগ্রন্থের নাম কী? এটি কোন ভাষায় লিখিত?

- জেন্দা-আবেস্তা 

-আবেস্তিনীয়র ভাষা। 


13) সেমিও-হামিও ভাষা বংশে দুটি উল্লেখযোগ্য ভাষার নাম লেখ। আফ্রিকার ভাষাগোষ্ঠীকে কি বলে?

- হিব্রু, আরবী 

-বান্টু 


14) ইজরাইলের সরকারি ভাষা কী? ওল্ড টেস্টামেন্ট কোন ভাষায় রচিত?

- আধুনিক হিব্রু 

- হিব্রু ভাষায় 


15) উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা প্রাচীন ঐতিহ্যপূর্ণ সভ্যতা গুলি কী কী?

- উত্তর আমেরিকা- মায়া ও আজতেক 

- দক্ষিণ আমেরিকা- ইনকা 


16) অবর্গীভুত ভাষা কী?

যে ভাষাগুলির সঙ্গে অন্যান্য ভাষার মিল পাওয়া যায়নি বা পাওয়া গেলেও ভাষাতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি সেগুলিকে অবর্গীভূত বা অশ্রেণিবদ্ধ ভাষা বলে। 


17) মিশ্র ভাষা কী?

একাধিক ভাষাগোষ্ঠীর মানুষ পাশাপাশি বসবাস করলে দুই বা ততোধিক ভাষার মিশ্রণে সৃষ্টি হয় মিশ্র ভাষা। 


18) দুটি মিশ্র ভাষার উদাহরণ দাও। এগুলি কীভাবে সৃষ্টি হয়েছে?

-১) পিজিন     ২) ক্রেওল 

ইংরাজী সাথে চীনা ভাষার মিশ্রণে সৃষ্টি হয়েছে পিজিন। 

পিজিন যদি দীর্ঘস্থায়ী হয়ে কোনো গোষ্ঠীর মাতৃভাষায় পরিণত হয় তাকে ক্রেওল বলে। 


19) বিচ-লা-মার কী?

ইংরাজী ভাষার সাথে স্পেনিও ও পোর্তুগিজ ভাষার মিশ্রণ। 


20) Doktoro Esperanto কী?

১৮৮৭ সালে পোল্যান্ডের চক্ষুচিকিৎসক এল. এল. জামেনহফ কৃত্রিম ভাষায় প্রস্তাবনা লিখতে যে ছদ্মনাম ব্যবহার করেন সেটি Doktoro Esperanto।


21) Doktoro Esperanto কথার অর্থ কী? Esperanto কী?

- অর্থ - Doktor Hopeful

- বিশ্বজুড়ে প্রচলিত কৃত্রিম ভাষা। 


22) ভোলাপুক কী? কোন কোন দার্শনিক কৃত্রিম ভাষা তৈরির কথা বলেছে?

- “ভোলাপুক”- হল যোহান মার্টিন শ্লেইয়ার নির্মিত কৃত্রিম ভাষা। 

- দার্শনিক রেনে দেকার্ত, ফান্সিস বেকন, জন উইলকিনস। 


23) প্যারা ল্যাঙ্গুয়েজ কী?

মাথা, হাত, চোখ প্রভৃতি অঙ্গ সঞ্চালনের মাধ্যমে যে ভাষা ব্যবহার করা হয় তাকেই বলে প্যারা ল্যাঙ্গুয়েজ। 


24) সাইন ল্যাঙ্গুয়েজ কী? কে এই ভাষা সৃষ্টি করেন?

- মূক ও বধিরদের জন্য তৈরি সাংকেতিক ভাষাকে সাইন ল্যাঙ্গুয়েজ বলে। 

- 1775 সালে ফরাসি শিক্ষাবিদ আবি চালর্স মাইকেল এই ভাষা সৃষ্টি করেন। 


25) ফিঙ্গার স্পেলিং বা ড্যাকটোলজি কী?

- আঙুল দিয়ে বানান করে শব্দ বোঝানোর পদ্ধতি বলা হয় ফিঙ্গার স্পেলিং। 


Ratings
No reviews yet, be the first one to review the product.
Click to send whatsapp message
Copywrite 2024 by  Misiki Technologies LLP