Puimacha -Bibhutibhushon Bandopadhyay | পুঁইমাচা-বিভূতিভূষণ বন্দোপাধ্যায়

Language : Bengali

The Note contains Textual Question Answers from WBBSE Class 11 Bengali Puimacha -Bibhutibhushon Bandopadhyay (পুঁইমাচা-বিভূতিভূষণ বন্দোপাধ্যায় ). Read the Question Answers carefully. This Question Answer set from the WBBSE board provides quality Multiple Choice Questions (MCQ), Short Answer Type Questions (SAQ), and Long Answer Type Questions from the above chapter. By reading these, students will get a clear idea about that chapter. It will enhance their knowledge and enable them to get good marks in the board exams. 

Class 11 Bengali Puimacha -Bibhutibhushon Bandopadhyay

Short Answer Type Question (SAQ) from Puimacha -Bibhutibhushon Bandopadhyay

Long Answer Type Question from Puimacha -Bibhutibhushon Bandopadhyay

একাদশ শ্রেণি বাংলা পুঁইমাচা - বিভূতিভূষণ বন্দোপাধ্যায় 

পুঁইমাচা ব্যাখ্যা, পুঁইমাচা বিষয়বস্তু বিশ্লেষণ, সম্পূর্ণ আলোচনা ও অনুশীলনীর প্রশ্নোত্তর, একবিংশ অধ্যায় পুঁইমাচা - বিভূতিভূষণ বন্দোপাধ্যায় থেকে সংক্ষিপ্ত, রচনাধর্মী ও ব্যাখ্যা ধর্মী প্রশ্নোত্তর 

                                    পুঁইমাচা 


1. পুঁইমাচা গল্পটির লেখক কে? এটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?

- গল্পটির লেখক হলেন বিভূতিভূষণ বন্দোপাধ্যায়। 

- এটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় ১৩৩১ বঙ্গাব্দে। 


2. সহায়হরি স্ত্রীর কাছে কী চেয়েছিলেন এবং কেন?

- একটি বড়ো বাটি বা ঘটি। 

- রস আনার জন্য। 


3. সহায়হরি রস আনবেন কোথা থেকে? সহায়হরির স্ত্রীর নাম কী?

- তারক খুঁড়ো গাছ থেকে 

- তাঁর স্ত্রীর নাম অন্নপূর্ণা। 


4. সহায়হরির কটি মেয়ে? তাদের নাম কী?

- তিন মেয়ে 

- ক্ষেন্তি, রাধি, পুঁটি 


5. অন্নপূর্ণা কোথায় বসে চুলে তেল মাখাচ্ছিলেন? তাঁর রান্না ঘরের চাল কিসের ছিল?

- রান্নাঘরের দাওয়ায় বসে। 

- রান্নাঘরের চাল ছিল খড়ের। 


6. ক্ষেন্তির বয়স কত? তাঁর সঙ্গে কার বিবাহ স্থির হয়?

- ক্ষেন্তির বয়স ১৪-১৫ বছর 

- তাঁর বিবাহ স্থির হয় দোজবরের শ্রীমন্ত মজুমদারের সঙ্গে। 


7. অন্নপূর্ণা কখন তাঁর চুলে তেল মাখাচ্ছিলেন? সহায়হরিকে দেখে অন্নপূর্ণার প্রতিক্রিয়া কি ছিল?

-  শীতকালের সকালবেলায় তেল মাখাচ্ছিলেন। 

- গায়ের কাপড় একটু টেনে নিলেন মাত্র। 


8. অন্নপূর্ণা কী সরিয়ে রেখে স্বামীর দিকে খানিকক্ষণ তাকিয়েছিলেন? ‘তুমি মনে মনে কী ঠাউরেছ বলতে পার’- বক্তা কে?

- তেলের বোতল সরিয়ে রেখে স্বামীর দিকে খানিকক্ষণ তাকিয়েছিলেন। 

- বক্তা হলেন অন্নপূর্ণা। 


9. পুঁইমাচা গল্পটি কোন গল্প গ্রন্থের অন্তর্গত? তাঁকে কোন উপন্যাস রচনার জন্য মরণোত্তর ‘রবীন্দ্র পুরস্কারে’ সম্মানিত করা হয়?

- ‘মেঘমল্লার’ গল্প গ্রন্থের অন্তর্গত। 

- ‘ইছামতী’ উপন্যাসের জন্য। 


10. বিভূতিভূষণের কয়েকটি উপন্যাসের নাম লেখ?

- চাঁদের পাহাড়, পথের পাঁচালী, আরণ্যক। 


11. ‘গাঁয়ে কী গুজব রটেছে’-তাঁর জানবার জন্য সহায়হরিকে কোথায় যেতে হয়েছিল?

- চৌধুরিদের বাড়ি। 


12. কোথায় কোথায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্র লোকের গাঁয়ে বাস করা যায় না?

- বাগদি দুলে পাড়ায়। 


13. আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না - কথাটা কোথায় উঠেছে?

- চৌধুরিদের চন্ডী মন্ডপে। 


14. ‘এক  ঘরে করবে গো, তোমাকে একঘরে করবে’- কারন কী?

- সহায়হরির মেয়ের আশীর্বাদ হয়েও বিয়ে হয়নি। 


15. ‘মেয়ের আশীর্বাদ হয়ে যাওয়া মানেই নাকি সে’-কী?

- উচ্ছুগগু করা মেয়ে। 


16. সবার একঘরে করলেও এখনও কে বাকি আছে?

- কালীময় ঠাকুর 


17. অন্নপূর্ণা মেয়ের বয়স কত বলে জানিয়েছিলেন?

- ১৫ বছর 


18. ক্ষেন্তির হাতের পুঁইশাকগুলি কেমন ছিল? পুঁইশাকগুলি দেখলে কী মনে হয়?

- ডাঁটাগুলি মোটা ও হলদে হলদে ছিল। 

- পুঁইশাকগুলির 


19. সহায়হরির বড়ো মেয়েটি কেমন?

- খুব লম্বা, গোলগাল 


20. ক্ষেন্তির মাথার চুলটি কেমন এবং মুখটি কেমন?

- কৃষ্ণ ও অগোছালো 

- খুব বড়ো 


21. ক্ষেন্তির চোখ দুটি কেমন? তাঁর হাতে থাকা সেফটিপিনটি দাম কত ছিল?

-  চোখগুলি ডাগর ডাগর ও শান্ত 

- সেফটিপিনটির দাম দুই পয়সা ডজন। 


22. সেফটিপিনের বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয়?

- প্রাগঐতিহাসিক 


23. পুঁইপাতা জড়ানো দ্রব্যটি কী ছিল?

- চিংড়ি মাছ 


24. ক্ষেন্তি চিংড়ি মাছ কার কাছ থেকে এনেছে?

- গয়া পিসি কাছ থেকে 


25. গয়া পিসি কাছে সহায়হরি কত ধার ছিল? ক্ষেন্তির বিয়ে হলে ক-ছেলের মা হতো বলে অন্নপূর্ণা রাগ প্রকাশ করেছে?

- দু-পয়সা 

- চারছেলে 


26. অন্নপূর্ণা পুঁইডাঁটাগুলিকে কোথায় ফেলে দিয়ে আসতে বললেন? কাকে বললেন?

- খিড়কির পুকুর ধারে 

- রাধিকে বললেন 


27. সহায়হরি ছোটো মেয়েটিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? তিনি আদৌ সাহসি হইলেন না?-কার কথা বলা হয়েছে?

- কলের পুতুলের সঙ্গে 

- সহায়হরি 


28. মেয়ে মানুষের কী বেশি থাকতে নেই?

- নোলা 


29. “তার মনে বড়ো কষ্ট হইল”-কার মনে কেন কষ্ট হল?

- সহায়হরির কষ্ট হল। তার বড়ো মেয়ের চোখে জল দেখে। 


30. তিনি আদেও সাহসী হইলেন না - কার সাহসের কথা বলা হয়েছে?

- সহায়হরির 


31. পৌষ সংক্রান্তি কী? এই সময় কী হয়?

- পৌষ সংক্রান্তি হল পৌষ মাসের শেষ দিন। 

- এই সময় পুলি পিঠে খাওয়া হয়। 


32. জামার ইতিহাস নিম্নলিখিত রূপ- কার জামা? ইতিহাসটি কী?

- ক্ষেন্তির জামার কথা বলা হয়েছে। 

- এটি তার বাবা হরিপুরের রাসের মেলা থেকে কিনে এনেছিল। 


33. ক্ষেন্তির জামাটি কেমন ছিল? এখন এটি তার গায়ে হয়না কেন?

- জামাটি কালো সাজের 

- ক্ষেন্তির স্বাস্থ্যের উন্নতি হওয়ায় এটি এখন তার গায়ে হয় না। 


34. অন্নপূর্ণা প্রথমে ক্ষেন্তির সাহায্য লইতে স্বীকৃত হয়নাই কেন? কখন?

- ক্ষেন্তি যেখানে সেখানে বসে বনে বাদারে ঘোরে এই জন্য তার জামাকাপড় স্বাস্থ্যসম্মত শুচি নয় 

- পৌষ সংক্রান্তি 


35. ক্ষেন্তির জ্যাঠাইমারা কাদের নেমতন্ন করেছিল? কখন করেছিল?

- ওপাড়ার তিনুর বাবাকে 

- পৌষ সংক্রান্তিতে 


36. খেদীর মতে কীসের পুর ছাড়া পাটি সাপ্টা হয় না?

পুঁটিরা বা ক্ষেন্তিরা কীসের পুর দিয়ে পাটি সাপ্টা করে?

- ক্ষীরের পুর ছাড়া পাটি সাপ্টা হয় না। 

- ক্ষেন্তিরা নারকেলের ছাই দিয়ে পাটি সাপ্টা করে। 


37. মনের দর্পণ কাকে বলা হয়? ক্ষেন্তি অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করেছে কেন?

- সুখকে মনের দর্পণ বলা হয়। 

- পৌষ সংক্রান্তিতে ক্ষেন্তি নারকেলের মালায়ে নারকেল কোড়া খাওয়ায় এ কথা বলা হয়েছে। 


38. ক্ষেন্তির নিকট এই প্রস্তাব মনপুত হইল না -কার কোন প্রস্তাব?

- পৌষ সংক্রান্তির দিন অন্নপূর্ণা ক্ষেন্তিকে ও বেলার জল দেওয়া ভাত নিয়ে আসতে বলাই ক্ষেন্তির মনপুত হয় না। 


39. পুঁটি কতগুলো মিষ্টি পিঠে খেয়েছে? সে কেমনভাবে খায়?

- আঠেরো-উনিশ খানা খেয়েছে 

- সে কথা না বলে শান্ত ভাবে খায়। 


40. অন্নপূর্ণার মতে ক্ষেন্তি পরের বাড়িতে গিয়ে কেন সবাইকে সুখি করতে পারবে?

- কারণ সে অত্যন্ত ভালো এবং কাজকর্মে বকলে মারলে গালদিলে ও টু শব্দটি করবে না। 


41. বরের পালকি কোথায় নেমে ছিল? পালকি থেকে বাইরে কী লুটিয়ে পড়েছিল?

- বেহাড়ার সুবিধার জন্য আমলকী তলায় নেমেছিল। 

- পালকী থেকে ক্ষেন্তির কমদামের বালুচরের রাঙাচেলির আচলখানা বাইরে পড়েছিল। 


42. ক্ষেন্তি প্রকৃতিতে তার চরিত্র কেমন? ক্ষেন্তি কখন আসবে বলে মাকে জানিয়েছিলেন?

- ক্ষেন্তি অত্যন্ত অগোছালো নিতান্ত নিরীহ এবং ভোজন পটু মেয়ে। 

- সে আষাঢ় মাসে আসবে বলে মাকে জানিয়েছিল। 


43. ও পাড়ার ঠান দিদি বলেছিলেন -কাকে কী বলেছিলেন?

- ক্ষেন্তিকে বলেছিলেন আগে তার নাতি হবে, তারপর তার বাবা তাকে আনতে যাবে। 


44. অন্নপূর্ণার মন হু হু করিত - কখন করতো কেন করত?

- ফাল্গুন চৈত্র মাসে বিকেল বেলায় আমসত্ত্ব তুলতে গিয়ে ক্ষেন্তির কথা চিন্তা করে অন্নপূর্ণার মন হু হু করতো। 


45. তোমার মেয়েটির হয়েছিল কী?-কে ও কাকে এ কথা বলেছিল? উত্তরে সেই ব্যক্তি কী জানিয়েছিল?

- বিষ্ণু সরকার সহায়হরিকে এ কথা বলেছিলেন। 

উত্তরে সহায়হরি জানিয়ে ছিলেন তার মেয়ের বসন্ত হয়েছে। 


46. ও টাকা আগে দাও তবে মেয়ে নিয়ে যাও- কে কাকে এ কথা বলেছেন?

- ক্ষেন্তির শ্বশুর বাড়ির লোক সহায়হরিকে বলেছেন। 

- আড়াইশো টাকা বাকি ছিল। 


47. পুজোর তত্ত্বে জন্য কত টাকা প্রয়োজন? সহায়হরি ও তার স্ত্রী কখন তার মেয়েকে দেখতে গিয়েছিল?

- ত্রিশ টাকার প্রয়োজন 

- পৌষ মাসে 


48. এই অঞ্চলে বাঘে গরুতে একঘাটে জল খেয়েছে- কে কাকে এ কথা বলেছে? কখন এই ঘটনা ঘটেছে? এ কথার অর্থ কী?

- সহায়হরি বিষ্ণু সরকারকে এ কথা বলেছেন। 

- সহায়হরি চাটুয্যের পূর্বপুরুষ পরমেশ্বর চাটুয্যের সময়ের এই ঘটনা ঘটেছে। 

- এ কথার অর্থ অসম্ভব ঘটনাকে সম্ভব করা। 


49. ক্ষেন্তির কখন বসন্ত হয়? তাকে কারা কোথায় রেখে যায়?

- ফাল্গুন মাসে তার বসন্ত হয়। 

- বসন্ত হলে সহায়হরির দূর সম্পর্কের এক বোনের বাড়ি (টালায়) তাকে রেখে যায় শ্বশুরবাড়ির লোকেরা। 


50. ক্ষেন্তি কিভাবে টালায় পাঠিয়ে দেওয়া হয়েছিল?

- অসুস্থ অবস্থায় গা থেকে গহনা খুলে তাকে টালায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। 


51. পুঁটি প্রথমে পিঠে খানা কোথায় ফেলে আসে? খিড়কীর দোড় খুলতেই পুঁটি কী দেখে?

- কানাজে ষাড়া ষষ্ঠীকে দিয়ে আসে। 

- একটি শেয়াল দেখতে পায়। 


52. পুঁটি অন্যমনস্ক ভাবে বলিয়া উঠিল- কী বলে উঠলো, কখন বলে উঠলো?

- দিদি বড়ো ভালোবাসতো (সরুচাকলি )

- সরুচাকলি খাওয়ার সময়। 


53. তিন জনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রইলেন- তিন জন কে কে? কখন তারা নির্বাক হয়েছিল?

- তিনজন হল অন্নপূর্ণা, পুঁটি, রাধি 

-  বর্ষাকালে কার্তিক মাসে ক্ষেন্তির কথা ভাবতে ভাবতে তারা নির্বাক হয়ে বসেছিল। 


54. এই গল্পে কটি আষাঢ় ও পৌষ পার্বণের কথা উঠে এসেছে?

- দুটি। 

Ratings
No reviews yet, be the first one to review the product.
Click to send whatsapp message
Copywrite 2024 by  Misiki Technologies LLP