Samyobadi- Kazi Nazrul Islam -Michel Madhusudan Dutta | সাম্যবাদী - কাজী নজরুল ইসলাম

Language : Bengali

The Note contains Textual Question Answers from WBBSE Class 11 Bengali Samyobadi- Kazi Nazrul Islam (সাম্যবাদী-কাজী নজরুল ইসলাম). Read the Question Answers carefully. This Question Answer set from the WBBSE board provides quality Multiple Choice Questions (MCQ), Short Answer Type Questions (SAQ), and Long Answer Type Questions from the above chapter. By reading these, students will get a clear idea about that chapter. It will enhance their knowledge and enable them to get good marks in the board exams. 

Class 11 Bengali Samyobadi- Kazi Nazrul Islam

Short Answer Type Question (SAQ) from Samyobadi- Kazi Nazrul Islam

Long Answer Type Question from Samyobadi- Kazi Nazrul Islam

একাদশ শ্রেণি বাংলা সাম্যবাদী-কাজী নজরুল ইসলাম 

সাম্যবাদী ব্যাখ্যা, সাম্যবাদী বিষয়বস্তু বিশ্লেষণ, সম্পূর্ণ আলোচনা ও অনুশীলনীর প্রশ্নোত্তর, একবিংশ অধ্যায় সাম্যবাদী-কাজী নজরুল ইসলাম থেকে সংক্ষিপ্ত, রচনাধর্মী ও ব্যাখ্যা ধর্মী প্রশ্নোত্তর 


সাম্যবাদী 


1. সাম্যবাদী কবিতাটি কবে কোথায় প্রথম প্রকাশিত হয়?

- ১৩৩২ বঙ্গাব্দে, লাঙল পত্রিকায় 


2. সাম্যবাদী কাব্যগ্রন্থের মোট কবিতা সংখ্যা কটি? এটি কবিতাটি আর কোন কোন কাব্যগ্রন্থে পাওয়া যায়?

- মোট কবিতা সংখ্যা ১১ টি। 

- এই কবিতাটি ‘সর্বহারা’ ও ‘সঞ্চিতা’ কাব্যগ্রন্থে পাওয়া যায়। 


3. ‘গাহি সাম্যের গান’- সাম্য কথার অর্থ কী? এই কবিতার রচয়িতা কে?

- সাম্য কথার অর্থ সমতা বা একতা। 

- রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬)


4. ‘সকল শাস্ত্র খুঁজে পাবে”-কোথায়? সাম্যের গান কাদের মধ্যে কবি গাইতে চেয়েছেন?

- সকল শাস্ত্র খুঁজে পাওয়া যায় মানব হৃদয়ে। 

- কবি সাম্যের গান কবি গেয়েছেন হিন্দু, বৌদ্ধ, মুসলিম, পার্সি, খ্রিশ্চান, জৈন, সাঁওতাল, কনফুসি, চার্বাক, ভিল, গারো, ইহুদি। 


5. হিন্দু, বৌদ্ধ, মুসলিম, ক্রিশ্চান এদের ধর্ম গ্রন্থ গুলি কী কী?

- হিন্দু- গীতা, বৌদ্ধ- ত্রিপিটক, মুসলিম- কোরান, ক্রিশ্চান- বাইবেল 


6. কনফুসিয়াস, চার্বাক, মহাবীর, গৌতম বুদ্ধ এদের পরিচয় দাও। 

- কনফুসিয়াস- চৈনিক দার্শনিক ও ধর্ম প্রবক্তা 

চার্বাক - বস্তুবাদী দার্শনিক 

মহাবীর - জৈন ধর্মের প্রবর্তক 

গৌতম বুদ্ধ- বৌদ্ধ ধর্মের প্রবর্তক। 


7. পার্সি, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো এদের পরিচয় দাও। 

 পার্সি- প্রাচীন পারস্য দেশে জরাথ্রুষ্ট পন্থী। 

ইহুদি - হিব্রু ধর্মগ্রন্থে বিধিনিষেধ মেনে চলা মানুষ।  

সাঁওতাল - ভারতীয় অস্ট্রিকজাতি একটি সম্প্রদায় (আদিবাসী সম্প্রদায়) 

ভিল- অস্ট্রিকজাতি ভুক্ত সম্প্রদায় (আদিবাসী সম্প্রদায়)  

গারো - গারো পাহাড়ের বসবাসকারী জনজাতি। 


8. জেন্দাবেস্তা, গ্রন্থসাহেব, বেদান্ত, বেদ, কোরান, পুরাণ এগুলি কী?

জেন্দাবেস্তা - পারস্যের আগুনে উপাসকদের ধর্মগ্রন্থ। 

 গ্রন্থসাহেব - শিখদের ধর্মগ্রন্থ 

 বেদান্ত - বেদের শেষ ভাগ, বা উপনিষদ বা ব্রাহ্মন 

 বেদ - আর্যদের সৃষ্টি, বিশ্বের প্রাচীনতম শাস্ত্রগ্রন্থ। 

 কোরান - ইসলাম ধর্মাবলম্বী মানুষদের ধর্মগ্রন্থ। 

 পুরাণ - প্রাচীন শাস্ত্রগ্রন্থ ‘গ্রীক পুরাণ, ভাগবত পুরাণ)


9. পেটে-পিঠে, কাঁধে মগজে কবি কী বয়বার কথা বলেছেন?

- পুঁথি, কেতাব 


10. খুলে দেখ নিজ প্রাণ - কবি কী দেখতে বলেছেন?

- মধ্যে সত্যের খোঁজ। 


11. “তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার”- তোমাতে বলতে কাদের কথা বলা হয়েছে?

- মানব হৃদয় 


12. ‘হাসিছেন তিনি অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে’- কে কেন হাসছেন?

- আমরা জীবন্ত মানুষকে ছেড়ে প্রাণহীন পুঁথিতে ঈশ্বরকে খোঁজার প্রচেষ্টা করায় ঈশ্বর হাসছেন বলে কবি উল্লেখ করেছেন। 


13. নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ-গয়া এ, জেরুজালেম এ, মদিনা, কাবা-ভবন এ গুলি কী?

- নীলাচল - শ্রীচৈতন্যদেব সন্ন্যাস গ্রহণের পর এখানে তাঁর বাকি জীবন কাটানোয় স্থানটি তীর্থস্থানে পরিণত হয়েছে। 

কাশী - উত্তরপ্রদেশের অন্যতম একটি পবিত্র পূণ্য স্থান হল কাশীধাম। 

মথুরা - শ্রীকৃষ্ণ মামা কংসকে বধ করেন এখানে। এছাড়াও বৌদ্ধদের কাছে বিশিষ্ট একটি জনপদ। এবং সম্রাট অশোক এখানে বৌদ্ধধর্মের দীক্ষা নেন। 

বুদ্ধ-গয়া- বিহারের এই স্থানে গৌতমবুদ্ধ সাধনায় সিদ্ধি লাভ করে বুদ্ধত্ব অর্জন করেন। 

বৃন্দাবন - রাধা কৃষ্ণ এখানেই লীলা করেন। 

জেরুজালেম - এশিয়া মহাদেশে মধ্য প্রাচ্যে অবস্থিত ঐতিহাসিক ও ধর্মীয় স্থান এটি। ইহুদী-খ্রিস্টান-ইসলাম ধর্মের মানুষদের কাছে এটি পবিত্র শহর। 

মদিনা - সৌদি আরবের একটি পবিত্র স্থান। হিজরতের পর হজরত মহম্মদ এখানেই বসবাস করতেন। 

কাবা-ভবন - সৌদি আরবে অবস্থিত আরবে সবচেয়ে গুরুত্বপুর্ণ মসজিদ ও ইসলামের পবিত্রতম স্থান। একে মুসলমানেরা ঈশ্বরের ঘর বা বাইত -আল্লাহ। 


14. ঈসা মুসা, বাঁশির কিশোর, মহা-গীতা, নবি, শাক্যমুণি, আরব দুলাল, কোরান, কন্দর এগুলি কী?

ঈসা মুসা - ঈসা হলেন জিশু এবং মুসা হলেন মোসেস। ইহুদিদের ধর্মবিধি এই মুসা প্রবর্তন করেন। এছাড়া ঈসা ইবনে মরিয়ম ইসলাম ধর্মের অন্যতম নবি। 

বাঁশির কিশোর - বিষ্ণুর পূর্ণ অবতার বংশীবাদক রাখাল শ্রীকৃষ্ণ। 

 মহা-গীতা - কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন সেগুলি নিয়েই গীতা রচিত। 

 নবি - ইসলাম ধর্মে আল্লার প্রেরিত দূত বা প্রতিনিধি নবি বলে। 

 শাক্যমুণি - গৌতমবুদ্ধ শাক্য বংশে জন্মগ্রহণ করায় তাকে শাক্যমুণি বলে। 

 আরব দুলাল - আরবের শ্রেষ্ঠ সন্তান হজরত মহম্মদকে আরব দুলাল বলা হয়েছে। 

 কোরান - ইসলাম ধর্মের মানুষদের পবিত্র ধর্মগ্রন্থ হল কোরান। 

 কন্দর - কন্দর কথাটির অর্থ পর্বতের গুহা। 

Ratings
No reviews yet, be the first one to review the product.
Click to send whatsapp message
Copywrite 2024 by  Misiki Technologies LLP