Chapter 1 Aakash Vora Surjo Tara | প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা

Language : Bengali

The Note contains Textual Question Answers from WBBSE Class 6 Geography Chapter 1 Aakash Vora Surjo Tara. Read the Question Answers carefully. This Question Answer set from the WBBSE board provides quality Multiple Choice Questions (MCQ), Short Answer Type Questions (SAQ), and Long Answer Type Questions from the above chapter. By reading these, students will get a clear idea about that chapter. It will enhance their knowledge and enable them to get good marks in the board exams. 

Class 6 Geography Chapter 1 Aakash Vora Surjo Tara,

Short Answer Type Question (SAQ) from Aakash Vora Surjo Tara,

Long Answer Type Question from Aakash Vora Surjo Tara,

ষষ্ঠ শ্রেণি ভূগোল  প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা,

আকাশ ভরা সূর্য তারা বিষয়বস্তু বিশ্লেষণ, সম্পূর্ণ আলোচনা ও অনুশীলনীর প্রশ্নোত্তর,


আকাশ ভরা সূর্য তারা থেকে সংক্ষিপ্ত, রচনাধর্মী ও ব্যাখ্যা ধর্মী প্রশ্নোত্তর

Class-6 Chapter -1 আকাশ ভরা সূর্য তারা Notes


1. কত কোটি বছর আগে মহাবিশ্বের প্রসারণ শুরু হয়?

- প্রায় 1400 কোটি বছর আগে। 


2. নীহারিকা থেকে কিসের জন্ম হয়?

নক্ষত্র 


3. লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে কী গঠিত?

ছায়াপথ 


4. আকাশগঙ্গা একটি -ছায়াপথের নাম। 


5. নক্ষত্র কি?

একটি জ্বলন্ত গ্যাসীয় পিন্ড যাদের নিজস্ব উত্তাপ আছে। 


6. কোন রঙের তারার উষ্ণতা সবচেয়ে কম ?

ছোটো লাল তারা 


7. কোন রঙের তারার উষ্ণতা ও উজ্জ্বলতা দুটোই বেশি?

সাদা তারার 


8. সূর্য বাদে পৃথিবীর সবথেকে কাছের তারার নাম কী?

প্রক্সিমা সেনটাউরি 


9. গ্রহ-নক্ষত্রের দূরত্ব পরিমাপ করা যায় কোন এককে?

- আলোকবর্ষ এককে। 


10. এক আলোকবর্ষ কাকে বলে?

- আলো 1 বছরে মোট যে দূরত্ব পার হয় তাকে বলে এক আলোকবর্ষ। 


11. কোন নক্ষত্র মন্ডলের আকৃতি ইংরেজি M অক্ষরের মতো?

ক্যাসিওপিয়া 


12. উত্তর আকাশে সাতটি উজ্জ্বল তারাকে আমরা একত্রে কী বলি?

সপ্তর্ষিমন্ডল 


13. কালপুরুষকে কিসের সাথে তুলনা করা হয়েছে?

পুরাকাহিনীর এক সাহসী শিকারি রূপে। 


14. একটি দিক নির্ণায়ক তারার নাম ?

ধ্রুবতারা 


15. সূর্যরশ্মির কত অংশ পৃথিবীতে এসে পৌঁছায়?

200 কোটি ভাগের এক ভাগ। 


16. পৃথিবীর গড় তাপমাত্রা - 15০C


17. সৌরকলঙ্ক কি?

সূর্যের গায়ের কম উত্তপ্ত এলাকাগুলি কম উজ্জ্বল থাকে, তাই সেগুলিকে কালো দেখায় এটিকে সৌরকলঙ্ক বলে। 


18. সৌরঝড় কী?

সূর্যের বাইরের অংশের ছোটো ছোটো বিস্ফোরণ হলে প্রচুর পরিমানে গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে একেই সৌরঝড় বলে। 


19. কত বছর অন্তর সৌরঝড় জোড়ালো হয়?

11 বছর 


20. সূর্যের বাইরের দিকের উষ্ণতা কত?

প্রায় 6000C


21. পৃথিবীর চেয়ে সূর্য কত লক্ষ গুণ বড়ো?

13 লক্ষ 


22. আবর্তন গতি কী?

গ্রহগুলির নিজের অক্ষের চারিদিকে ঘোরাকেই আবর্তন গতি বলে। 


23. পরিক্রমন কী?

সূর্যের চারিদিকে গ্রহগুলির ঘোরাকে পরিক্রমন বলে। 


24. সৌরজগতে মোট কতগুলি গ্রহ আছে?

8 টি 


25. সূর্যের সবচেয়ে কাছের গ্রহ - বুধ 


26. গ্রহ কি?

গ্রহ যার নিজস্ব আলো ও উত্তাপ নেই যা নক্ষত্রের আলোয় আলোকিত হয়। 


27. কোন গ্রহ ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে?

- শুক্র গ্রহ 


28. কোন গ্রহের আবর্তনের বেগ সবচেয়ে বেশি ?

শুক্র গ্রহ 


29. সৌরজগতের সবচেয়ে বড়ো গ্রহ- বৃহস্পতি 


30. সৌরজগতের উষ্ণতম গ্রহ - শুক্র 


31. কোন গ্রহের মাধ্যাকর্ষণ সবথেকে বেশি?

- বৃহস্পতি 


32. কোন’গ্রহকে ‘নীলগ্রহ’ বলা হয়?

- পৃথিবী 


33. কোন’গ্রহকে ‘লালগ্রহ’ বলা হয়?

- মঙ্গল 


34. কোন গ্রহে বলয়ের সংখ্যা সবথেকে বেশি ?

- শনি 


35. কোন গ্রহের আবর্তনকাল প্রায় পৃথিবীর সমান?

মঙ্গল গ্রহের 


36. সূর্যের সবচেয়ে দূরের গ্রহ - নেপচুন 


37. শনি গ্রহের বলয়ের সংখ্যা - 7 টি 


38. কোন’গ্রহকে ‘বামনগ্রহ’ বলা হয়?

- প্লুটো 


39. সৌরজগতের শীতলতম গ্রহ - ইউরেনাস 


40. ইউরেনাস গ্রহের রঙ সবুজ কেন - মিথেন গ্যাস বেশি থাকায় 


41. সন্ধ্যাতারা কখন দেখা যায় - সূর্যাস্তের পর পশ্চিম আকাশে 


42. পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি - চাঁদ 


43. সৌরজগতের বৃহত্তম উপগ্রহের নাম কি? এটি কার উপগ্রহ ?

টাইটান। এটি শনি গ্রহের উপগ্রহ। 


44. গ্যানিমিড কোন গ্রহের একটি উপগ্রহ?

- বৃহস্পতি 


45. কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি?

বৃহস্পতি (67)


46. ডাইমোস ও ফোবোস কোন গ্রহের উপগ্রহ?

মঙ্গল 


47. সৌরজগতের বৃহত্তম গ্রহাণু- সেরেস 


48. হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়- 76 বছর 


49. ধূমকেতু কী?

ঝাঁটার মতো ল্যাজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে বলে ধূমকেতু।

 

50. কৃত্তিম উপগ্রহ কী?

মানুষের তৈরী একটি যন্ত্র যা পৃথিবীকে বেষ্টন করে থাকে, আবহাওয়ার পূর্বাভাস, প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কতার বিষয়ে এগুলিকে কাজে লাগানো হয়। 


51. NASA Full Form - National Aeronautics and Space Administration


52. ISRO Full Form - Indian Space Research Organisation


53. ভারতের প্রথম কৃত্তিম উপগ্রহ - আর্যভট্ট 


54. ISRO - র কার্যালয় - বেঙ্গালুরু 


55. ভারতের প্রথম কোন চন্দ্রযান চাঁদে অবতরন করেন - চন্দ্রায়ন -1

 

56. চন্দ্রগ্রহণে মাঝখানে কে থাকে?

- পৃথিবী 


57. সূর্যগ্রহণে মাঝখানে কে থাকে?

- চাঁদ 


58. টেলিস্কোপের জন্য তৈরি গম্বুজকে কী বলে?

- মানমন্দির 


59. স্পেস স্যুট কী?

মহাকাশে যাওয়ার পোশাক 


60. NASA-র স্পেস শাটলের নাম কী?

কলম্বিয়া 


61. কিউরিওসিটি রোভার কী?

2012 খ্রি: মঙ্গল গ্রহে অবতরণ করা কৃত্রিম উপগ্রহ 


62. মহাকাশে যাওয়া প্রথম প্রাণী - লাইকা (কুকুর)


63. পৃথিবীর প্রথম মহাকাশচারী - ইউরি গ্যাগারিন 


64.ভারতের প্রথম মহাকাশচারী - রাকেশ শর্মা


65. ভারতের প্রথম মহিলা মহাকাশচারী - কল্পনা চাওলা 


66. পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারী - ভ্যালেন্তিনা তেরেশকোভা 


67. কোন মহাকাশচারী সবচেয়ে বেশি সময় মহাকাশে কাটিয়েছেন- সুনীতা উইলিয়ামস 


68. চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের কতভাগ?

- 6 ভাগের 1 ভাগ 



Ratings
No reviews yet, be the first one to review the product.
Click to send whatsapp message
Copywrite 2025 LRNR