Chapter 1 - পরিবেশ ও বিজ্ঞান - ভৌত পরিবেশ অধ্যায় ১.১: বল ও চাপ

Language : Bengali

The Note contains Textual Question Answers from WBBSE Class 8 Poribesh O Bigyan Chapter 1 Vouto Poribseh (প্রথম অধ্যায় ভৌত পরিবেশ অধ্যায় ১.১: বল ও চাপ). Read the Question Answers carefully. This Question Answer set from the WBBSE board provides quality Multiple Choice Questions (MCQ), Short Answer Type Questions (SAQ), and Long Answer Type Questions from the above chapter. By reading these, students will get a clear idea about that chapter. It will enhance their knowledge and enable them to get good marks in the board exams. 

অষ্টম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায় ভৌত পরিবেশ অধ্যায় ১.১: বল ও চাপ,

ভৌত পরিবেশ অধ্যায় এর সম্পূর্ণ আলোচনা ও অনুশীলনীর প্রশ্নোত্তর,

ভৌত পরিবেশ থেকে সংক্ষিপ্ত, রচনাধর্মী ও ব্যাখ্যা ধর্মী প্রশ্নোত্তর, 

Class 8 Poribesh O Bigyan Chapter 1 Vouto Poribseh,

Vouto Poribseh Class 8 Poribesh O Bigyan,

Short Answer Type Question (SAQ) from Vouto Poribseh,

Long Answer Type Question from Vouto Poribseh,


1. ভৌত পরিবেশ 

1.1 বল ও চাপ 


1) M ভরের বস্তুতে F বল t সময় ধরে ক্রিয়া করায় বস্তুর প্রাথমিক বেগ u থেকে চূড়ান্ত বেগ হয় V 

প্রাথমিক ভরবেগ = MU

চূড়ান্ত ভরবেগ = MV

ভরবেগের পরিবর্তন = MV-MU

ভরবেগের পরিবর্তন হার  = MV-MUt

দ্বিতীয় গতিসূত্র থেকে পাই, 

F MV-MUt

F = K . MV-MUt

F = KM (v-ut)

F = K.ma

F = 1, M =1, a = 1 হয় 

K = 1

F = Ma বলের পরিমাপ 


2. বলের পরিমাপ ও একক :

বল = ভর ত্বরণ [F = ma ]

বল কয় প্রকার ?

2 প্রকার। পরম একক, অভিকর্ষীয় একক 

পরম একক - 1 ডাইন = 1 গ্রাম 1 সেমি / সেকেন্ড 2


1. ডাইন কাকে বলে?

এক গ্রাম ভরের কোনো বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 সেমি / সেকেন্ড 2  ত্বরণ উৎপন্ন হয় তাকে বলে 1 ডাইন। 


2. নিউটন কাকে বলে?

1 কিগ্ৰা ভরের কোনো বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিটার /সেকেন্ড 2 ত্বরণ উৎপন্ন হয় তাকে বলে 1 নিউটন। 

অভিকর্ষীয় একক : 1 নিউটন = / সেকেন্ড 2


ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্ক 

1 নিউটন = 1 কিগ্ৰা 1 মি. /সেকেন্ড 2

= 1000 গ্রাম 100 সেমি /সেকেন্ড 2

= 10 3 10 2 গ্রাম সেমি /সেকেন্ড 2

= 100000 বা 10 5 ডাইন 


1. ওজন (Weight) কাকে বলে?

পৃথিবী যে বল দ্বারা কোন বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলে ওজন (Weight) 


2. ভর ও ভার -এর সম্পর্ক কী?

ভার = ভর অভিকর্ষজ ত্বরণ 


1. ঘর্ষণ কাকে বলে?

কোন তলের সংস্পর্শে রাখা একটি বস্তুকে যখন তল বরাবর সরানো হয় বা গতিশীল করা হয় তখন তাদের স্পর্শতলে বস্তুটির গতির বিরুদ্ধে যে বল ক্রিয়া করে তাকে ঘর্ষন বলে। 


1. লিটার কাকে বলে?

4 C উষ্ণতায় এক কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তনকে বলে 1 লিটার। 


2. ঘনত্ব কাকে বলে ?

কোনো পদার্থের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। 

ঘনত্ব  = ভর আয়তন

D = MV

ঘনত্বের C.G.S একক - গ্রাম /ঘন সেমি।

ঘনত্বের S. I একক = কেজি / ঘন মিটার 


1. বিশুদ্ধ জলের ঘনত্ব কত?

1 গ্রাম / ঘনসেমি 


2. পারদের ঘনত্ব কত?

13.6 গ্রাম / ঘনসেমি। 


3) 1 লিটার পারদের ভর কত গ্রাম?

আমরা জানি যে 1 লিটার = 1000 ঘনসেমি

পারদের ঘনত্ব  = 13.6 গ্রাম /ঘনসেমি 

আমরা লিখতে পারি : 

1 ঘনসেমি পারদের ভর  = 13.6 গ্রাম 

1000 ঘনসেমি পারদের ভর  = 13.6 1000 গ্রাম

ঘনসেমি পারদের ভর  = 13600.0 গ্রাম

ঘনসেমি পারদের ভর  = 13600 গ্রাম

যদি এটাকে কিগ্ৰায় করা হয় তাহলে -

আমরা জানি যে 1 লিটার  = 1000 ঘনসেমি 

পারদের ঘনত্ব  = 13.6 গ্রাম /ঘনসেমি 

আমরা লিখতে পারি :

1000 ঘনসেমি পারদের ভর  = 13600 কিগ্ৰা 

1 ঘনসেমি পারদের ভর = 136001000কিগ্ৰা 

= 13.6 কিগ্ৰা 


1) ঘর্ষণ বল সম্পর্কে আমরা কী কী জানতে পারি?

একটি তলের ওপর স্থির হয়ে বসে থাকা একটি বস্তুকে যখন সরানোর চেষ্টা করা হয় বা ওই তলের ওপর দিয়ে বস্তুটি যখন চলতে থাকে তখন ঘর্ষণ বল ক্রিয়াশীল হয়। 

ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা তলদুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে। 

টানা বা ঠেলা যে কোনো ধরণের বল যেমন ঠেলা, ধাক্কা ইত্যাদির প্রয়োগ সত্ত্বেও একটি বস্তু যখন একটি তলের ওপর স্থির থাকে তখন যে ঘর্ষণ বলটি ক্রিয়া করে তার নাম স্থির অবস্থার ঘর্ষণ। 

স্থির অবস্থার ঘর্ষণ বলের একটি সর্বোচ্চ মান আছে। এই সর্বোচ্চ মান একটি নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে এবং একটি নির্দিষ্ট তলের ওপর থাকার সময় সর্বদা একই থাকে। 

দুটি তলের মধ্যে উল্লম্বভাবে ক্রিয়াশীল লম্ব ক্রিয়া -প্রতিক্রিয়া বল যত বেশি হয়। ওই তলের সমান্তরালে ক্রিয়াশীল স্থির অবস্থার ঘর্ষণ বলের সর্বোচ্চ মানও তত বেশি হয়। 


2) 10 কেজি ভরের একটি ব্লককে টেবিলের উপর রাখা আছে। ব্লকটির ক্ষেত্রফল 0.25 বর্গমিটার হলে, একটি টেবিলের উপর কত চাপ দিচ্ছে?

ব্লকটি টেবিলের উপর বল দিচ্ছে -10 9.8 নিউটন 

= 98.0 নিউটন 

F = 98 নিউটন , A = 0.25 বর্গমিটার 

ব্লকটি টেবিলের উপর চাপ দিচ্ছে -

(চাপ) P = F(বল )A(ক্ষেত্রফল ) = 98 1000.25 নিউটন /বর্গমিটার 

= 392 নিউটন / বর্গমিটার 


1) চাপ কাকে বলে ?

একক ক্ষেত্রফলের প্রযুক্ত বলকে বলা হয় চাপ (P)। 

অর্থাৎ, চাপ = বল ক্ষেত্রফল P = FA

চাপ -এর C.G.S একক - ডাইন (Dine)/ বর্গসেমি 

চাপ -এর S.I. একক - নিউটন (Neuton) / বর্গমিটার 


2) তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?

তরলের উচ্চতা বা গভীরতা  - উচ্চতা বা গভীরতা যত বাড়ে তরলের চাপ তত বাড়বে। 

তরলের ঘনত্ব - তরলের ঘনত্ব বাড়লে চাপ বাড়বে। 


1) একটি বড়ো ছড়ানো গামলা ও একটি লম্বা জলের বোতল নেওয়া হয়েছে। গামলাটিতে ওই বোতলের প্রায় পাঁচ বোতল জল ধরে এবং গামলার মেঝের ক্ষেত্রফল বোতলের মেঝের ক্ষেত্রফলের 6 গুণ বোতলের জলের ভর 1 কেজি হলে কার তলদেশের চাপ সবচেয়ে বেশি হবে ?

বোতলের জলের ভর  = 1 কেজি 

বোতলের জলের ওজন = (1 9.8) নিউটন = 9.8 নিউটন 

বোতলের মেঝের ক্ষেত্রফল ধরা যাক A বর্গমি

অতএব বোতলের মেঝেতে দেওয়া জলের চাপ = বল ক্ষেত্রফল = 9.8 নিউটন  A বর্গমি  = 9.8   নিউটন /বর্গমি 

গামলার জলের ভর = 5 কেজি 

গামলার জলের ওজন (59.8) নিউটন  = 49 নিউটন। গামলার মেঝের ক্ষেত্রফল বোতলের মেঝের ক্ষেত্রফলের প্রায় 6 গুণ। 

অতএব গামলার মেঝের ক্ষেত্রফল = 6A বর্গমি 

অতএব গামলার মেঝেতে দেওয়া জলের চাপ = বল ক্ষেত্রফল = 49 নিউটন  6A বর্গমি  49 6A নিউটন / বর্গমি 

= 8.2 A নিউটন / বর্গমি (প্রায় )


2) বায়ুর চাপ কত উচ্চতার জলের চাপের সমান?

10.3 মিটার বা 34 ফুট। 


3) বায়ুর চাপ কত উচ্চতার পারদের চাপের সমান?

76 সেমি 


4) বায়ুর চাপ 76 সেমি উচ্চতার পারদের চাপের সমান। এটি কে প্রমাণ করেন ?

ইভানে গেলিস্তা টরিসেলি বা পদার্থবিজ্ঞানী টরিচেল্লি (ইতালির)


5) একই পরিমাণ চাপ তৈরি করতে যেখানে 10.3 মিটার উঁচু জল দরকার সেখানে মাত্র 76 সেমি পারদ সেই চাপ তৈরী করতে পারল কীভাবে ? তরলের কোন ধর্মের মধ্যে এর উত্তর লুকিয়ে আছে ?

তরলের ঘনত্ব বাড়লে তরলের চাপ বাড়ে। পারদের ঘনত্ব, জলের ঘনত্ব 13.6 । তাই একই পরিমান চাপ তৈরী করতে পারদের উচ্চতা 76 সেমি হলে, জলের উচ্চতা পারদের উচ্চতার 13.6 গুণ অর্থাৎ  (76 13.6) সেমি = 1033.6 সেমি বা 10.3 মিটার (প্রায় ) হবে। 


1) প্লবতা কাকে বলে ?

কোনো বস্তুকে স্থির তরলে বা গ্যাসে, আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে, ঐ তরল বা গ্যাস বস্তুর উপর যে উর্ধমুখী ঘাত প্রয়োগ করে তাকে বলে প্লবতা। 


2) আর্কিমিডিসের নীতি কী ?

কোনো বস্তুকে স্থির তরলে বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করলে, বস্তু তার সমআয়তনের তরল বা গ্যাসকে অপসারিত করে এবং বস্তুর ওজনের কিছুটা আপাত হ্রাস ঘটে। বস্তুর ওজনের এই আপাত হ্রাস বস্তু কর্তৃক অপসারিত তরল বা গ্যাসের ওজনের সঙ্গে সমান। 


3) ভাসন ও নিমজ্জনের শর্ত কী ?

ধরি প্লবতা W1  ও বস্তুর ওজন W2

i) বস্তুটি তরলের উপর ভাসবে যদি W1>W2 হয়। 

ii) বস্তুটি তরলে ডুবে থেকে ভাসবে যদি  W1 =W2 হয়। 

iii) বস্তুটি তরলে সম্পূর্ণরূপে ডুবে যাবে যদি  W1<W2 হয়। 















































Ratings
No reviews yet, be the first one to review the product.
Click to send whatsapp message
Copywrite 2024 by  Misiki Technologies LLP