
অদ্ভুত আতিথেয়তা || ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর || (সেট-২)
SUMMARY
WBBSE Board CLASS 8 “বাংলা” (Bengali) “অদ্ভুত আতিথেয়তা” (Odvut Atitheyota) “প্রথম পাঠ” (PART-1) এর থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ও MCQs সমাধান করুন ও দ্রুত ফলাফল পান। এই ক্যুইজ সেটটিতে অষ্টম শ্রেণির (Class VIII) এর Bengali (বাংলা) 1st Part সাহিত্যিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর লেখা “অদ্ভুত আতিথেয়তা” থেকে বহু বিকল্প সংবলিত প্রশ্নোত্তর রয়েছে যা “পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ” বা “West Bengal Board of Secondary Education” এর অষ্টম শ্রেণীর “সাহিত্যমেলা” নামক পুস্তক থেকে “বাংলা” বিষয়ের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে। WBBSE Board এর এই সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এর সেটটিতে উপরিউক্ত অধ্যায় থেকে উচ্চমানের Multiple Choice Questions দেওয়া রয়েছে, যেগুলি সমাধানের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে ওই অধ্যায় সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরী হবে, তাদের জ্ঞানের প্রসারণ ঘটবে এবং তারা বোর্ডের পরীক্ষায় ভালো নম্বর (Marks) তুলতে পারবে।ছাত্র -ছাত্রীদের কথা মাথায় রেখে নির্দিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা (Subject Experts) সাম্প্রতিক পাঠ্যক্রম (Curriculum) ও পরীক্ষার প্রশ্নপত্রের ধরণ (Exam Pattern) অনুযায়ী এই সেট তৈরী করেছেন। এই অনলাইন সেট (Online Practice Set) অনুশীলনের মাধ্যমে ছাত্র ছাত্রীরা নিজেরা কতটা প্রস্তুতি নিতে পেরেছে সেটা যেমন বুঝতে পারবে, তার সঙ্গে ওই নির্দিষ্ট অধ্যায় ঝালিয়ে নিতে পারবে। কাঠিন্যের বিচারে (Difficulty Level) মোট তিনটি স্তরে এই ক্যুইজ সেটগুলি পাওয়া যাবে- সহজ, মধ্যম ও কঠিন।
RATINGS
No reviews yet, be the first one to review the product
QUIZ DETAILS
Difficulty: Medium
Total Mark: