Class 6 Geography Chapter 9 Sobdodushon | ষষ্ঠম শ্রণীর ভূগোল নবম অধ্যায় শব্দদূষণ

Details

Class 6 Geography Chapter 9 Sobdodushon | ষষ্ঠম শ্রণীর ভূগোল নবম অধ্যায় শব্দদূষণ |

Description


অতিসংক্ষিপ্ত প্রশ্ন :-

১. শব্দের তীব্রতা মাপার একক কী ?

ডেসিবেল 

২. যে যন্ত্রের সাহায্যে শব্দের তীব্রতা মাপা হয় তা হল - ডেসিবেল মিটার 

৩. কত ডেসিবেল পর্যন্ত শব্দ শ্রুতিগোচর হয় - 65 db

৪. যে শব্দ শুনতে ভালো লাগে তা হল - শ্রুতিমধুর 

৫. লাউডস্পীকারের শব্দের তীব্রতা - 80 db

৬. সাইলেন্স কোড লাগানো থাকে - হাসপাতালে 

৭. শব্দ দূষণের ফুলে সৃষ্ট একটি রোগ হল - হৃৎপিণ্ডের রোগ 

৮. কাজে ভুল হওয়া ও কাজ করতে ভালো মা লাগার প্রধান কারণ হল - একটানা জোরে শব্দ। 

৯. শব্দদূষণ নিয়ন্ত্রণ সম্ভব - সাইলেন্সর লাগালে। 

১০. শব্দের আওয়াজ থেকে বাঁচানোর জন্য কানে কী ব্যাবহার করা হয় - ইয়ারপ্লাগ

সংক্ষিপ্ত প্রশ্ন :-

১. শব্দ দূষণ কাকে বলে ?

অতিরিক্ত শব্দ যা মানুষের পক্ষে অসহ্য,বিরক্তিকর ও যন্ত্রণাদায়ক হয়, তখন তাকে শব্দদূষণ বলে। 

২. সাইলেন্স বোর্ড কী ? এর তাৎপর্য কী ?

হাসপাতাল, স্কুল ও অনান্য প্রতিষ্টানের সামনে সাইলেন্স বোর্ড লাগানো থাকে। তাৎপর্য - এই সকল প্রতিষ্টানের সামনে হর্ন বাজানো আইনত নিষিদ্ধ। 

৩. শব্দ দূষণের প্রভাবে মানুষের শরীরে কী কী খারাপ প্রভাব দেখা যায় ?

i) মানুষের শোনার সমস্যা সৃষ্টি হয়। 

ii) অনেকক্ষন ধরে জোরে শব্দ মানুষের বিরক্তি, যন্ত্রনা, ক্লান্তির কারণে পরিণত হয়। 

iii) উচ্চ রক্তচাপ, পাকস্থলীর রোগ প্রভৃতি লক্ষ্য করা যায় 

৪. শব্দদূষণ নিয়ন্ত্রণের একটি উপায় ?

অকারণে গাড়ির হর্ন বাজানো, উচ্চস্বরে মিউজিক সিস্টেম চালানো বন্ধ করতে হবে। 

৫. শব্দ দূষণের একটি প্রাকৃতিক করুন ?

মেঘডাকার আওয়াজ। 

Ratings
No reviews yet, be the first one to review the product.
Click to send whatsapp message
Copywrite 2025 LRNR