- SCHOOL BOARDS
- WBBSE/WBCHSE
- CLASS 4
- BANGLA - পাতাবাহার
- চতুর্থ পাঠ : আমাজনের জঙ্গলে, আমি সাগর পাড়ি দেবো, দক্ষিণমেরু অভিযান, সত্যি চাওয়া, বহুদিন ধরে
- আমাজনের জঙ্গলে || অমরেন্দ্র চক্রবর্তী || (সেট-১)

আমাজনের জঙ্গলে || অমরেন্দ্র চক্রবর্তী || (সেট-১)
Summary
WBBSE Board চতুর্থ শ্রেণির “বাংলা” গল্প “আমাজনের জঙ্গলে || অমরেন্দ্র চক্রবর্তী”, “চতুর্থ পাঠ-প্রথম অধ্যায়” থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ও MCQs সমাধান করুন ও দ্রুত ফলাফল পান। এই ক্যুইজ সেটটিতে Class 4 এর “আমাজনের জঙ্গলে || অমরেন্দ্র চক্রবর্তী” Part 4 থেকে বহু বিকল্প সংবলিত প্রশ্নোত্তর রয়েছে যা “পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ” এর চতুর্থ শ্রেণীর “পাতাবাহার” নামক পুস্তকের “বাংলা” বিষয়ের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে। WBBSE Board এর এই সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর এর সেটটিতে উপরিউক্ত অধ্যায় থেকে উচ্চমানের Multiple Choice Questions দেওয়া রয়েছে, যেগুলি সমাধানের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে ওই অধ্যায় সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরী হবে, তাদের জ্ঞানের প্রসারণ ঘটবে এবং তারা বোর্ডের পরীক্ষায় ভালো নম্বর তুলতে পারবে।ছাত্র -ছাত্রীদের কথা মাথায় রেখে নির্দিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা সাম্প্রতিক পাঠ্যক্রম ও পরীক্ষার প্রশ্নপত্রের ধরণ অনুযায়ী এই সেট তৈরী করেছেন। এই অনলাইন সেট অনুশীলনের মাধ্যমে ছাত্র ছাত্রীরা নিজেরা কতটা প্রস্তুতি নিতে পেরেছে সেটা যেমন বুঝতে পারবে, তার সঙ্গে ওই নির্দিষ্ট অধ্যায় ঝালিয়ে নিতে পারবে। কাঠিন্যের বিচারে মোট তিনটি স্তরে এই ক্যুইজ সেটগুলি পাওয়া যাবে- সহজ, মধ্যম ও কঠিন।